উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০১২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Subrata Roy[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:   সফল

বাংলা ভাষা তথা উইকি'র প্রতি সুগভীর অনুরাগ, আগ্রহ, ভালবাসা প্রভৃতির সম্মিলনে গড়া অন্তঃমনকে আরো জ্ঞানের রাজ্যে বিলিয়ে দেয়াসহ উইকিকে সমৃদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে জড়িয়ে রয়েছি। সেলক্ষ্যে রোলব্যাক টুলের যথাযথ ব্যবহার ও প্রয়োগের লক্ষ্যেই রোলব্যাকার হিসেবে আমার এ আবেদন। ধন্যবাদ সহযোগে - সুব্রত রায় (আলাপ) ১৯:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। :) — তানভিরআলাপ২০:৩২, ৯ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Yahia.barie[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত তিন বছর ধরে বাংলা উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত আছি এবং নিয়মিত অবদান রেখে আসছি। উইকিপিডিয়ায় আমার ১০,০০০-এরও বেশি সম্পাদনা রয়েছে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ, শক্তিশালী ও বিভিন্ন গঠনমূলক কাজে অবদান রেখে আসছি। তাই রোলব্যাক টুলটি পাবার জন্য আবেদন করছি, যাতে আমার কাজগুলো দ্রুতভাবে করতে পারি। ধন্যবাদ। - ইয়াহিয়া (আলাপ) ১৮:১৮, ১৭ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে, স্বাগতম! — তানভিরআলাপ১৮:২৩, ১৭ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Aashaa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ইংরেজি ও বাংলা ভাষার উইকিপিডিয়া, উইকিঅভিধানসহ শয়ের অধিক ভাষার প্রকল্পে গঠনমূলক কাজের চেষ্টা করে যাচ্ছি। সামান্যসংখ্যক কিছু সম্পাদনা ও উইকিমূল্যবোধ সর্ম্পকে জানাশোনা আছে বলে মনে করি। বাংলা উইকিপিডিয়াকে নিবন্ধগত ও গুনগতভাবে সমৃদ্ধ, শক্তিশালী করতে তীব্রভাবে আগ্রহী। রোলব্যাক টুল ব্যবহারের মাধ্যমে কাজের বৈচিত্র্যতা আনা ও সহজেই করার চেষ্টা করতে পারি; তাই এই ধরনের অধিকার পাবার জন্য উইকি আবেদন করছি, যাতে উইকিপিডিয়ার জন্য আমার ছোটখাট কাজগুলো সহজেই দ্রুতভাবে করতে পারি। অনুমোদনের অপেক্ষায় --আশা (আলাপ) ১৬:৫৫, ২৫ জুন ২০১২ (ইউটিসি) আশা (আলাপ) ১৬:৫৫, ২৫ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে। রোলব্যাকার হিসেবে স্বাগতম! ‍‍‍— তানভিরআলাপ১৮:১৫, ২৫ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Nhasive[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়াতে ২০০৮ সাল থেকে সক্রিয় ভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। উইকিডিয়ায় নিবন্ধ তৈরী এবং সম্পাদনার ক্ষেত্রে আরো সহজ এবং দ্রুতশীল করার জন্য আমার রোলব্যাক অধিকার প্রয়োজন। উইকিপিডিয়াতে আমার ৩ হাজারের বেশি নিবন্ধ আছে। আশা করছি এই অধিকারটি উইকিপিডিয়া সমৃদ্ধকরণের ক্ষেত্রে এবং অপেক্ষাকৃত কম সময়ে কাজগুলো সম্পন্ন করতে বিশেষ সহায়ক হবে । -- নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১০:৫৯, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

‘উইকিডিয়ায় নিবন্ধ তৈরী এবং সম্পাদনার ক্ষেত্রে’ রোলব্যাকের কোনোই ভূমিকা নেই। রোলব্যাকের ব্যবহার হয় মূলত ধ্বংসপ্রবণতা রোধে। আপনি কি ধ্বংসপ্রবণতা রোধেই রোলব্যাক অধিকার পাবার আবেদন করেছেন? ধন্যবাদ। — তানভিরআলাপ১১:০৮, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ..আমি আসলে ধ্বংসপ্রবণতা রোধেই রোলব্যাক অধিকার পাবার আবেদন করেছি..এ লাইনটা যুক্ত ছিলো..প্রিভিউ দেখার সময় আর খেয়াল করিনি..কিন্তু এখন দেখি লাইনটা নেই..যাই হোক..এখন আবার লাইনটা যুক্ত করে দিলাম..--নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৭:০৬, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে; রোলব্যাকার হিসেবে স্বাগতম। — তানভিরআলাপ১৭:১৮, ২৬ জুলাই ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

Leemon2010[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়াতে বেশ কয়েক মাস ধরে কাজ করি। কাজ করতে যেয়ে বিভিন্ন ক্ষেত্রে ধ্বংসপ্রবণতা লক্ষ্য করছি । উইকিপিডিয়ার এই ধ্বংসপ্রবণতা রোধেও কাজ করার চেষ্টা করছি । কাজটি যাতে সহজে করতে পারি, তাই রোলব্যাক পাবার জন্য আবেদন করছি। ধন্যবাদ। Leemon2010 (আলাপ) ২৩:৪১, ২৪ নভেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৬, ২১ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]