আলাপ:কালপুরুষ মণ্ডল

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রামায়ণে কালপুরুষ নামে কোন চরিত্র আছে কি? কাল মানে সময় (যেমন ইহকাল= জীবদ্দশা, পরকাল=মৃত্যুর পরবর্তী দশা, যা বিভিন্ন ধর্মে বিশ্বাস করে হয়)। অনেক সময় অন্তকাল বা অন্তিম সম্য অর্থাৎ মৃত্যুকেও "কাল" বলা হয়ে থাকে (যেমন "কাল ঘনিয়ে এসেছে" ইত্যাদি)। তাই কালপুরুষ মানে সম্ভবতঃ যমরাজ বা যমদূত। --সপ্তর্ষি 171.65.91.116 ২০:২১, ২৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

সম্ভবত আমি বুঝতে ভুল করেছি। পড়েছিলাম রামায়ণের উত্তর কাণ্ডে কালপুরুষ সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। এটা কি চরিত্র কালপুরুষ নাকি নক্ষত্রমণ্ডল তা ঠিক বুঝতে পারছি না। প্রথমে ধারণা করতে পারিনি নক্ষত্র মণ্ডল সম্পর্কে বলা হতে পারে যাচাই করা প্রয়োজন।--রাজিবুল ২২:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

Please do not follow the english style like "Orion (Constellation)". remember bengali has different styles regarding astronomy. So follow the style: কালপুরুষ মণ্ডল . This an ernest request to everyone. If anybody wishes to start the articles on constellations please start them from the templates. The templates are ready now. Please do not change the templates of constellations anymore. মুহাম্মদ ০৭:৩৯, ৬ নভেম্বর ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]