ন্যাশনাল পলিটেকনিক কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ
ধরনবেসরকারী
স্থাপিত২০১১খ্রীঃ
ঠিকানা
নারাঙ্গাই,বাসস্টান্ড মানিকগঞ্জ
,
ঢাকা
,
বাংলাদেশ
ওয়েবসাইটwww.npi.edu.bd

ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট,মানিকগঞ্জ (ইংরেজি: National Polytechnic Institute,Manikganj ) মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর এলাকায় অবস্থিত একটি বেসরকারী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।[১] অধ্যক্ষ ,মোঃ শামসুর রাহমান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীভুক্ত স্ব-অর্থায়নে পরিচালিত।[১]

বিভাগ সমূহ[সম্পাদনা]

  1. ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
  2. ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
  3. ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
  4. ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
  5. ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)
  6. ডিপ্লোমা ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং (৪ বৎসর মেয়াদী)

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

একাডেমিক কার্যক্রম বছরে ২টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Prospectus। পূর্ব নারাঙ্গাই, চট্টগ্রাম: ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট। ২০১২। পৃষ্ঠা 2।