ইংমার বারিমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইংমার বারিমান
ওয়াইল্ড স্ট্রবেরিস (১৯৫৭) নির্মাণের সময় ইংমার বারিমান
জন্ম
আর্নস্ত ইংমার বারিমান

(১৯১৮-০৭-১৪)১৪ জুলাই ১৯১৮
মৃত্যু৩০ জুলাই ২০০৭(2007-07-30) (বয়স ৮৯)
ফারো, সুইডেন
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, মঞ্চনাট্য নির্মাতা
কর্মজীবন১৯৪৪-২০০৫
দাম্পত্য সঙ্গী
  • এলসে ফিশার (১৯৪৩-৪৫)
  • এলেন লুন্দস্ত্রোম (১৯৪৫-৫০)
  • গুন গ্রুট (১৯৫১-৫৯)
  • কাবি লারেতেই (১৯৫৯-৬৯)
  • ইংরিদ ফন রোজেন (১৯৭১-৯৫)
পুরস্কার
  • গ্যোটে পুরস্কার
  • প্রিমিয়াম ইম্পেরিয়াল
স্বাক্ষর

এর্নস্ট ইংমার বারিমান (সুয়েডীয় Ernst Ingmar Bergman ইংমার্‌ ব্যার্‌য়্‌মান্‌, ১৪ই জুলাই ১৯১৮ - ৩০শে জুলাই ২০০৭) সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, মঞ্চ পরিচালক ও নির্দেশক এবং নাট্যকার। বিখ্যাত মার্কিন চলচ্চিত্রকার উডি অ্যালেনের মতে তিনি এযাবৎ যত চলচ্চিত্রকার জন্ম নিয়েছেন তাদের সবার সেরা।[১] চলচ্চিত্র, টেলিভিশন এবং রেডিও- সকল মাধ্যমেই তিনি কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় হয়ে আছেন দ্য সেভেন্থ সিল (১৯৫৭), ওয়াইল্ড স্ট্রবেরিস (১৯৫৭), থ্রু আ গ্লাস ডার্কলি (১৯৬১), উইন্টার লাইট (১৯৬১), দ্য সায়লেন্স (১৯৬৩), এবং ক্রাইস অ্যান্ড হুইস্পারস (১৯৭২) এর মত সিনেমাগুলোর জন্য।[২]

অনন্যসাধারণ চিত্রগ্রহণ ও খণ্ডিত আখ্যানশৈলী মাধ্যমে তিনি মানুষের নিঃসঙ্গতা, অসহায়ত্ব ও কষ্টবোধ ফুটিয়ে তুলতেন। চলচ্চিত্র ও টেলিভিশনের জন্য তিনি ৬০ টিরও বেশি চলচ্চিত্র তৈরি করেছেন যার সবগুলোর লেখক ও পরিচালক দুটোই তিনি। এছাড়া পরিচালনা করেছেন ১৫০ টিরও বেশি মঞ্চনাটক। তাকে ঘিরে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীর একটি বিশাল দল গড়ে উঠেছিল যাদের মধ্যে আছেন হারিয়েত আন্দারসন, লিভ উলমান, গুনার বিয়র্নস্ত্রাণ্দ, বিবি আন্দারসন, এর্লান্দ ইয়োসেফসন, ইনগ্রিদ থুলিন ও মাক্স ফন সিদো।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ingmar Bergman, Master Filmmaker, Dies at 89, The New York Times, 30 Jul. 2007
  2. Ingmar Bergman, Encyclopedia Britannica

বহিঃসংযোগ[সম্পাদনা]

কর্মসমগ্র