১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা
আইওসি কোড  AUS
এনওসি অস্ট্রেলীয় অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.olympics.com.au (ইংরেজি)
১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিক অ্যাথেন্স
প্রতিযোগী 2টি ক্রীড়ায় 1 জন
পদক স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
*অস্ট্রেলেশিয়া হিসাবে নিউজিল্যান্ড সাথে
শীতকালীন গেমস

১৮৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়া থেকে মাত্র একজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। এডুইন ফ্ল্যাক ইংল্যান্ডে জন্মগ্রহণ করে এবং ১৮৯৬ সালে সেখানখার নাগরিকত্ব ছিল। কিন্তু তিনি অধিকাংশ সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি দেয়।

পদকদারী[সম্পাদনা]

পদক নাম ক্রীড়া ইভেন্ট
 স্বর্ণ এডুইন ফ্ল্যাক অ্যাথলেটিক্স ৮০০ মিটার
 স্বর্ণ ১৫০০ মিটার

অ্যাথলেটিক্স[সম্পাদনা]

ক্রীড়াবিদ ইভেন্ট হিট সর্বশেষ
ফলাফল র‌্যাঙ্ক ফলাফল র‌্যাঙ্ক
এডুইন ফ্ল্যাক ৮০০ মিটার ২:১০.০ ২:১১.০
১৫০০ মিটার প্রো/না ৪:৩৩.২
ম্যারাথন প্রো/না DNF -

টেনিস[সম্পাদনা]

নিবন্ধের এই অংশটি অসম্পূর্ণ। আপনি চাইলে এই অংশটিকে সমৃদ্ধ করতে পারেন

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]