হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস
ধরনপ্রাইভেট
স্থাপিত১৮৪৭, লরেন্স সায়েন্টিফিক স্কুল হিসেবে
বৃত্তিদানUS$৮৬২ million[১]
ডিনচেরি অ্যান মারে
শিক্ষার্থী৩৬৬ উপস্নাতক; ৩৮৩ স্নাতক[২]
অবস্থান, ,
শিক্ষাঙ্গনUrban
ওয়েবসাইটseas.harvard.edu
মানচিত্র

হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর একটি স্কুল, যেটি প্রকৌশল, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তিতে হার্ভার্ডের শিক্ষা ও গবেষণা প্রচেষ্টাকে যুক্ত করে।

ওভারভিউ[সম্পাদনা]

হার্ভার্ডে প্রকৌশল ও ফলিত বিজ্ঞান এর সূচনা ঘটে ১৮৪৭ সালে লরেন্স সায়েন্টিফিক স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে এর নাম পরিবর্তন করে রাখা হয় হার্ভার্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেস।

অ্যাকাডেমিকস এবং গবেষণা[সম্পাদনা]

উপস্নাতকেরা কম্পিউটার বিজ্ঞান (ব্যাচেলর অব আর্টস এবং সেকেন্ডারি ফিল্ড হিসেবে), ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস (ব্যাচেলর অব আর্টস এবং ব্যাচেলর অব সায়েন্স, দুটিই এবিইটি দ্বারা অ্যাক্রেডিটেড) এবং ফলিত গণিতে (ব্যাচেলর অব আর্টস এবং সেকেন্ডারি ফিল্ড হিসেবে) ডিগ্রি নিতে পারে। উপস্নাতক পর্যায়ে এই ডিভিশনটি ফলিত গণিত, ফলিত পদার্থবিজ্ঞান, বায়োইঞ্জিনিয়ারিং, রাসায়নিক প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, তড়িৎ প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল, যন্ত্র প্রকৌশলে মাস্টার অব সায়েন্স, মাস্টার অব ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি প্রদান করে।

ইতিহাস[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.seas.harvard.edu/about-seas/quick-facts/numbers
  2. 2008-2009 Numbers, SEAS Academic Office