আলাপ:অন্নদাশঙ্কর রায়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিষয়শ্রেণী:পেশাভিত্তিক নামের তালিকা?[সম্পাদনা]

@Imonreza: মানে? এই নিবন্ধটি কিভাবে তালিকা হল? আফতাব (আলাপ) ১৪:৪৯, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Aftabuzzaman: আপরাধ নেবেননা। আমি এই ক্যাটিগরি পাতাটিকে সমৃদ্ধ করার চেষ্টা করছি মাত্র। পেশাভিত্তিক নামের তালিকা। অনেক ঘাঁটাঘাটি করে দেখেছি, বিভিন্ন পেশার জীবনী একসাথে পাওয়া যায় এমন কোন ক্যাটাগরী নেই। যেখানে প্রায় সব ক্যাটাগরীর পেশাজীবিদের নাম ও শ্রেণীগুলো থাকবে। সে হিসেবে আমি জীবনীগুলোর সাথে এই বিষয়শ্রেণীটি যোগ করার চেষ্টা করছি। অন্য কোন ভালো উপায় থাকলে জানাবেন দয়া করে। -- ইমন রেজা (আলাপ) ১৪:৫৯, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অথবা পেশাভিত্তিক নামের তালিকা বিষয়শ্রেণীটিকে অন্যকোনো শব্দবন্ধে বা পরিবর্তিত নামে করা যেতে পারে। আমি শুধু চাইছি এমন একটা পাতা যেখানে সব পেশাজীবীদের বিষয়শ্রেনী ও নামের তালিকা থাকবে। যেমনটা আমি দেখছেন এখানে পেশাভিত্তিক নামের তালিকা হতে পারে পেশাভিত্তিক জীবনী অথবা অন্যকিছু। তালিকা শব্দটি সেখানে থাকলে সুবিধা হয় এটা যে, মনে করা যায় এখানে কিছু নাম গোত্রভুক্ত অবস্থায় আছে-- ‍‍‍‍ইমন রেজা (আলাপ) ১৫:২০, ৭ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]