হেজাজি লিপি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেজাজি লিপি (আরবি: خط حجازي) আরব উপদ্বীপের হেজাজ অঞ্চলে উদ্ভব হওয়া প্রথম দিককার আরবি লিপিগুলোর সামষ্টিক নাম। মক্কামদিনা হেজাজ অঞ্চলের অন্তর্গত। ইসলামের উত্থানের যুগে এই লিপি ব্যবহৃত হত। মাশককুফিকের মত হেজাজি লিপিও প্রাচীন লিপিগুলোর অন্যতম।

একটি প্রাচীন কুরআনের পান্ডুলিপি (হিজরি ১ম শতাব্দী/খ্রিষ্টীয় ৮ম শতাব্দী।

অন্যান্য আরবি লিপিগুলোর তুলনায় হেজাজি লিপির তুলনামূলকভাবে কৌণিক এবং ডান দিকে ঝুকে থাকে। এতে কোনো ফোটা বা স্বরচিহ্ন নেই, এটি শুধু ব্যঞ্জনবর্ণ নিয়ে গঠিত। মাইল নামে হেজাজি লিপির একটি শৈলী রয়েছে যা প্রাচীন কুরআনগুলোতে ব্যবহার হত। এই দুটি শব্দ অনেক সময় একে অন্যের পরিবর্তে ব্যবহৃত হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]