উইকিপিডিয়া:আলোচনাসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Bodhisattwa (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০৪, ১১ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎উইকিমিডিয়া ভারতের এপ্রিল মাসের নির্বাচিত উইকিপিডিয়ান: fixed)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আলোচনাসভা
সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনা
পরিভাষা ও অনুবাদ
পরিভাষা, অনুবাদ সংক্রান্ত আলোচনা
প্রশাসকদের আলোচনাসভা
প্রশাসকদের নোটিশবোর্ড
ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা
ব্যুরোক্র্যাটদের নোটিশবোর্ড
সংবাদ
আন্তঃউইকি বিজ্ঞপ্তি ও সংবাদ
বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় স্বাগতম
  • এই পৃষ্ঠাটি বাংলা উইকিপিডিয়ার সাধারণ বিষয় সংক্রান্ত আলোচনার জন্য নিবেদিত পাতা। এখানে বাংলা উইকিপিডিয়া সংক্রান্ত বিষয়ে যেকোনো প্রসঙ্গ তুলে ধরতে পারেন।
  • কোন বিষয়ে প্রশাসকদের দৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে অনুগ্রহ করে প্রশাসকদের আলোচনাসভায় বার্তা রাখুন।
  • নির্দিষ্ট কোন তথ্যের জন্য তথ্যকেন্দ্র ব্যবহার করুন। নতুন ব্যবহারকারীরা টিউটোরিয়াল পাতাটি দেখতে পারেন।
  • পুরনো কোন বিষয়ে মন্তব্য করতে চাইলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের শেষে আপনার মন্তব্য যোগ করুন।
  • আপনি বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পসমূহের ব্যাপারে তথ্য অনুসন্ধানের জন্য info-bn@wikimedia.org ঠিকানায় ইমেইলও করতে পারেন।
  • আপনার নিজের নিরাপত্তার জন্যই, অনুগ্রহপূর্বক আপনার ই-মেইল ঠিকানা বা যোগাযোগের জন্য অন্য কোনো তথ্য এখানে দেবেন না
সরাসরি চলুন: সূচিপত্রেপ্রথম আলোচনায়পাদদেশের আলোচনায়


প্রধান পাতার বিভাগ

ইংরেজি উইকিপিডিয়ার প্রধান পাতায় On this day নামক একটি বিভাগ রয়েছে যাতে প্রতিদিনের তারিখের উল্লেখযোগ্য ঘটনাবলী প্রদর্শিত হয়। বাংলায় এটা চালু করা যেতে পারে। এই বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। Intakhab (আলাপ) ২০:১২, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

এইক্ষেত্রে প্রথমে তারিখ সম্পর্কিত নিবন্ধগুলোর কলেবড় বাড়াতে হবে; সেখানে প্রতিটি অংশে (ঘটনা / জন্ম / মৃত্যু) কমপক্ষে ১০টি করে ভূক্তি থাকা প্রয়োজন। কে করবে এটি? উইকিতে কেউ অন্যের নিবন্ধ উন্নয়ন করেনা, কেবল 'ট্যাগ' যোগ করা ছাড়া। আগে ঐ নিবন্ধগুলোকে উন্নত করা হোক,তারপর এটা করার কথা ভাবা যাবে। - Ashiq Shawon (আলাপ) ২১:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
অন্যের নিবন্ধে কেউ কাজ করে না একথা ঠিক নয় Ashiq Shawon ভাই। কেউ কেউ করেন। তবে খুবই কম। তবে নিবন্ধ সম্প্রসারণের তুলনায় কে কতটি নিবন্ধ তৈরী করেছে এই গণনার প্রবনতা বেশী। অমুক অতটি নিবন্ধ তৈরী করেছে। নতুনদের মধ্যে কে কত বেশী নিবন্ধ তৈরী করতে পারে ইত্যাদি প্রবনতা থেকে বেরিয়ে আসতে হবে। মানসম্মত নিবন্ধ তৈরীকে সব সময় কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। ফের দৌস ০৮:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
ঐ হার একেবারেই নগন্য, ভাই। যাই হোক, আগে তারিখ সম্পর্কিত নিবন্ধগুলো একটি মান-সম্পন্ন অবয়ব পাক, তারপর এটা করা যাবে। তার পূর্বে করার বিষয়ে আমার চরম আপত্তি। - Ashiq Shawon (আলাপ) ১১:০৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আসি Intakhab ভাই ও Ashiq দু্জনের সাথেই একমত। আমিও মনে করি যেহেতু বিষয়গুলো প্রধান পাতায় যাবে সুতরাং ব্যবহারকারীদের আমরা যে লিংকগুলোতে যেতে উৎসাহিত করবো সেগুলো আরও সম্বৃদ্ধ থাকা প্রয়োজন। এটা অবশ্য ওয়ান টাইম কাজ, একবার করে ফেলতে পারলে বছর বছর ওটাই ঘুরে আসবে :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
এই অনুচ্ছেদটি প্রধান পাতায় রাখার জন্য আগেও আলোচনা হয়েছিলো বেশ অনেকবার। কিন্তু উপরে অন্যরা যেভাবে উল্লেখ করলেন বিষয় সম্পর্কিত নিবন্ধগুলোর মান উন্নয়ন প্রয়োজন। তবে আবারও কাজ শুরু করা যেতে পারে। উইকিপিডিয়া:নির্বাচিত_বার্ষিকী পাতায় মাস ভিত্তিক অংশগুলো আলাদা করা আছে। ইংরেজি উইকি থেকে এটি সরাসরি কপি করা, তবে যে সময় কপি করা হয়েছিল আর আজকের মধ্যে হয়তো কিছু পরিবর্তন হয়েছে। নতুন কাজ শুরু করার জন্য ২মাসের একটি পরিকল্পনা করতে পারি। ৩১ ডিসেম্বর তারিখের পাতা থেকে কাজ শুরু করা হবে এবং ক্রমন্বয়ে ৩০, ২৯ এভাবে আগেতে থাকলো। কারা যোগ দিতে চান?---- নাসির খান সৈকতআলাপ • ০৫:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
নাসির ভাই পরিকল্পনা আরেকটু বিস্তারিত বললে সুবিধা হত। আমি আগ্রহী। Intakhab (আলাপ) ১৯:০৭, ৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
নির্বাচিত বার্ষিকী অংশটি থেকেই On this day এর মত অংশটি তৈরী করা যায়। বেশ অনেক বছর আগে ফেব্রুয়ারী মাসের অংশটি আমি শুরু করেছিলাম। কিন্তু দিন যেভাবে এগিয়ে যায় আমি সেইভাবে আগাতে পারিনি এবং একসময় এটি নিয়ে আর কাজ করাই হয়নি। আমরা যদি এখন আবার কয়েকজন কাজ শুরু করি তবে কিছু দিন পরে হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আমরা শুরু করবো কিভাবে?
ডিসেম্বর ৩১ তারিখ থেকে শুরু করতে বলেছি উপরে এবং ক্রমন্বয়ে ৩০, ২৯ এভাবে আগেতে থাকবে। অন্য একটি পদ্ধতি হতে পারে যে, কয়েক মাস পরের একটি তারিখ ঠিক করা যেদিন থেকে আমরা এই অংশটি প্রধান পাতায় যোগ করবো। ধরা যাক জুন ১, অর্থায় জুন ১ এবং পরবর্তী সকল তারিখের অনুচ্ছেদ তৈরী থাকবে এবং নিয়মিত তারিখ অনুযায়ী পরিবর্তন হতে থাকবে। কিন্তু যদি আমরা সঠিক গতিতে না আগাতে পারি তবে লাল লিংক থেকেই যাবে এবং আমাদের প্রধান পাতা থেকে সরিয়ে ফেলতে হবে। তাই আমি পেছন থেকে শুরু করতে আগ্রহী। শেষ থেকে শুরু করলে আমাদের জানাই থাকবে যে পরের তারিখ গুলো সম্পন্ন আছে এবং পছন্দমত একটি তারিখে অনুচ্ছেদটি যোগ করে দেয়া যাবে।---- নাসির খান সৈকতআলাপ • ০৮:৫৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

এই মাস উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী/ফেব্রুয়ারি ও বাকি ১১ মাস মানে ৩৬৫ দিনের জন্য পাতা গুলি শেষ করা গেলেই, প্রধান পাতায় নিয়ে আসা যাবে। আমি মূল কাঠামো তৈরি করেছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৮:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আমি মনে করি দিনেরটি দিনে করে রাখাই ভালো। ঠিক এই বিষয়টি মাথায় রেখেই গত বছরের মার্চ মাস থেকে আমি নিজেই এই কাজটি শুরু করেছিলাম যেখানে আফতাব আমাকে সহায়তা করেছিলো এবং বেশ অনেকদিন যাবত্ সেটি করে গিয়েছিলাম, তবে পরে আর করা হয়নি। একটা জিনিস লক্ষ করে দেখলাম - আমরা এখানে আলোচনা করছি ঠিকই, কিন্তু দিনলিপিগুলোতে কোনরূপ পরিবর্ধন ঘটছে না! যাই হোক, আমি মার্চের ১ তারিখ থেকে শুরু করলাম; প্রাথমিক লক্ষ্য - প্রতিটি সেকশনে কমপক্ষে ১০টি করে ভূক্তি যোগ করবো এবং তাদের লিংকগুলোকে লাল থেকে নীলে সরাবো। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩২, ১১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
শেষ এডিটথনে তো অনেকেই যোগ দিয়েছিল, সংখ্যাটা তো ৩০০ কাছাকাছি ছিল, সবাইকে বল্লেই তো হয় যে, যার জন্মদিন যে তারিখে সেই দিনটার ভুক্তি সে শেষ করবে, সাথে আর একটি যে কোন দিনের পাতা। সেটা হতে পারে তার পিতা/মাতার জন্মদিনের তারিখ। ত কিছু পাতা হয়ে যায়। আর যা বাকি থাকবে, এমনিই হয়ে যাবে। এইটি শেষ করার জন্যই একটি এডিটথন করা যেতে পারে । পুরস্কার উইকিব্যাচে বা উইকি পেন দেওয়া যেতে পারে। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৫:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Ashiq Shawon:, মার্চ থেকে শুরু না করে ডিসেম্বর থেকে শুরু করার অনুরোধ করবো। কারণটি উপরে ব্যাক্ষা করেছি। টার্গেট কিছুটা দূরে এবং বাস্তব সম্মত হলে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আর শুরু ১মাস দিয়ে প্রথম পাতায় একটি অনুচ্ছেদ যোগ করা যাবে না। সেক্ষেত্রে পরের মাসগুলোও জরুরী। আবার দিবসের কয়েকটি লাইন অনুবাদ করা নয়, লিংকের সাথে যুক্ত পাতাগুলোও তৈরী ও কিছুটা সম্প্রসারণ করা প্রয়োজন হবে। ---- নাসির খান সৈকতআলাপ • ০৬:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
ঠিক আছে; শুরু করা হলো। - Ashiq Shawon (আলাপ) ০৬:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
জয়ন্তদার সাথে এই বিষয়ে একমত যে এডিটাথনে যারা অংশ নিয়েছিলেন তাদের কাজে লাগাতে পারলে সহজে হয়ে যেত। কিন্তু যারা কাজ করেছিলেন তাদের অনেকের অংশগ্রহণ এডিটাথনের পর কমে গেছে। তাই আমার মতে আমরা ১২জনের একটা দলের প্রত্যেকে যদি একেক মাসের দায়িত্ব নিয়ে প্রত্যেকদিন একটা তারিখের তথ্য যোগ করি আর তথ্য যোগ করার ক্ষেত্রে আশিক ভাইয়ের প্রস্তাবিত প্রত্যেকটা অনুচ্ছেদের (ঘটনা, জন্ম, মৃত্যু) জন্য অন্তত ১০টি করে এন্ট্রি রাখি তবে প্রাথমিক একটা ফর্মে দাড় করানোর কাজ এক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। Intakhab (আলাপ) ০৯:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমি ইন্তেখাবের প্রস্তাব সমর্থন করছি। - --রাজু (আলাপ) ১৬:২১, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
গতবছর এই লক্ষ্যে আমি মাসখানেক একটানা তারিখের নিবন্ধ গুলোতে তথ্য যোগ করেছিলাম।আমার ইচ্ছা ছিলো প্রতিদিনেরটা প্রতিদিন সকালেই সম্পাদনা করা। কাজটা চালিয়ে যেতে পারলে এত দিনে প্রায় শেষ হয়ে যেত। পরীক্ষার কারণে তখন উইকিতে আসা বন্ধ করে দিয়েছিলাম। আমার পরেও আরো কয়েকজনকে দেখলাম এই কাজটা শুরু করেছিলেন। দেখে ভালোই লেগেছিলো। যাই হোক, আজ থেকে আমি আবার শুরু করলাম। -- Kishorsopnoneel (আলাপ) ২৩:০৩, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়ানদের অনলাইন মিটিং

সুধী, আগামী ৩রা মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি অনলাইন স্কাইপ মিটিং করতে চাচ্ছি। মিটিং-এর প্রাথমিক এজেন্ডা হলো,

  • প্রধান পাতার নির্বাচিত চিত্র ও চিত্রগুলো কিভাবে এবং কোন চিত্রগুলো যুক্ত করা যাবে সে সম্পর্কিত বিষয়াদি।
  • উইকিমিডিয়া কমন্সে প্রধান পাতার জন্য ভ্যালুড ও কোয়ালিটি ছবি মনোনয়ন এবং ওভারঅল কমন্স সম্পর্কিত।

প্রধান পাতার নির্বাচিত চিত্র নিয়ে আমি ও বোধিদা একটি ড্রাফ্ট তৈরি করবো করবো করেও করা হয়নি। যাইহোক, আশাকরি করা হয়ে যাবে মিটিং-এর আগে। আসলে বর্তমানে যারা চিত্রগুলো যুক্ত করছেন তারা কয়েকজনই ব্যাপারটা জানেন, বাকীরাও যাতে এই প্রক্রিয়া সম্পর্কে একটি পরিষ্কার ধরণা পান সে উদ্দেশ্যেই এই মিটিংটি ডাকা। আরও একটি কথা, এই চিত্রগুলো কমন্সে প্রসেস করার জন্য কমন্সের একজনের সাথে বট বিষয়ক ব্যাপারে কথা হয়েছে তাহলে আমাদের কাজ আরও কমে যাবে। মিটিং-এ সে সম্পর্কিত আলোচনাও করা যেতে পারে। এছাড়াও, আমার বাংলা উইকিপিডিয়ানদের মধ্যে অনলাইন মিটিং হয় না বললেই চলে, সেক্ষেত্রেও আমরা মিটিংটি করতে পারি। আমার এ ধরণের অনলাইন মিটিং নিয়মিত করার ইচ্ছা রয়েছে তাহলে নতুন ব্যবহারকারীদের সাথে অভিজ্ঞদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনারও একটি পথ তৈরি হবে। বাংলা উইকিপিডিয়ার স্কাইপ গ্রুপেই এটি অনুষ্ঠিত হবে, ঠিকানা, এখানে অথবা Bengali Wikipedia লিখে স্কাইপে অনুসন্ধান করলেও গ্রুপটি চলে আসার কথা। কেউ গ্রুপে জয়েন করতে না পারলে আমাকে জানালে আমিও এড করে নিতে পারবো। সবাইকে ধন্যবাদ ও আগ্রহীদের মতামত আশা করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

খুব ভালো উদ্যোগ। কমন্স নিয়ে কোথাও খুব একটা আলোচনা হয় না, তাই এর অনেক কিছুই আমাদের কাছে পরিস্কার না। আশা করি এই মিটিং ফলে অনেক কিছুই ভালো করে জানতে পারবো।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৭:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

Reminder: the visual editor is coming to this wiki soon

Twemoji 23f0.svg

Hello again. Please excuse the English. দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন. আপনাকে ধন্যবাদ!

This is a reminder that the visual editor is coming to all editors at this Wikipedia soon. As of this writing, the team is not aware of any issues specific to this language that should prevent the new software to be deployed here; therefore, please do let us know if you find any problems instead. You can report issues in Phabricator, the new bug tracking system or on the central feedback page on MediaWiki.org. There is a short guide at mediawiki.org that you can follow (as if it was a "checklist") to learn about the community work necessary to adapt the visual editor, and its referencing system in particular, to your community's needs.

If you can translate from English into this wiki's language, or know anyone who can, please follow the links below; just a little effort is required to make this language progress toward translations' completion! You'll help your community get the best possible experience when it comes to interface messages and documentation related to the visual editor. After you click on any links, your language should be available from the drop-down menu on the right. Once you've selected it, you'll see the document in English side by side with any translation work already done in your language. You can add new translations or modify existing ones. The interface is hosted at https://translatewiki.net; you'll need an account if you never translated there before. The other pages are at Mediawiki.org, for which you can use your regular Wikipedia account. You're welcome to contact me personally whenever you need help.

Thank you for your cooperation, and happy editing! --Elitre (WMF) (talk) ১৬:৩৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে মতামত দিন

আলোচনা শেষ হবে: ‍‍২৯ মার্চ ২০১৬ ০৬:১৫ (ইউটিসি)

সুধী,
শুভেচ্ছা নেবেন। আমাদের বাংলা উইকিপিডিয়া এখন আর সেই একেবারে ছোট উইকিপিডিয়া নেই, ট্রাফিক বাড়ার সাথে সাথে সম্পাদকের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে; একই সাথে ধ্বংসপ্রবণতাও বৃদ্ধি পেয়েছে। চেকইউজার বা ব্যবহারকারী পরীক্ষক অধিকারটি সকপাপেট বা একের অধিক একাউন্টের অপব্যবহার প্রতিরোধে ব্যবহার করা হয়। বিভিন্ন সময় সকপাপেটের বিভিন্ন আবেদন বতর্মানে আমাদের মেটাতে করতে হয়। এই আবেদনগুলো স্থানীয়ভাবে করতে হলে স্থানীয়ভাবে এই অধিকারটি এই উইকিতে যুক্ত করতে হবে। এ বিষয়ে সম্প্রদায়ের মতামত চাচ্ছি। একই সাথে আমি অধিকারটির জন্য

এগুলোতে যেকোন ধরণের পরিবতর্নের জন্যও এখানে আপনাদের মতামত জানাতে পারেন। এই অধিকারটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সম্প্রদায়ের সবাই মতামত রাখলে ভালো হয়। মতামত দেওয়ার সময় সমথর্ন বা বিরোধিতা টেমপ্লেট ব্যবহারের সাথে সাথে মন্তব্য করারও অনুরোধ করছি। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

পক্ষে

  1. প্রস্তাবকারী হিসেবে বাংলা উইকিপিডিয়ায় এই অধিকারটি যুক্তকরণে Symbol support vote.svg সমর্থন করছি। এছাড়া, নীতিমালা দুটিতেও আমার আপত্তি নাই।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  2. ধ্বংসপ্রবণতা ঠিকমত রোধ করা না গেলে উইকিপিডিয়ার গ্রহণযোগ্যতা হ্রাস পাওয়ার আশঙ্কা থাকে। এই অধিকারটি যেহেতু এটি রোধ করতে কাজ করবে তাই এর প্রতি আমিও Symbol support vote.svg সমর্থন জানাচ্ছি। --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৪:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  3. আমার মতে, ধ্বংসপ্রবণতা রোধে অধিকারটি উল্লেখযোগ্য অবদান রাখবে। তাই আমি প্রস্তাবটিকে Symbol support vote.svg সমর্থন করছি।--সাজিদ রেজা করিম ০৮:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  4. ধ্বংসপ্রবণতা বাংলা উইকির অন্যতম প্রধান একটি সমস্যা, কাজেই অধিকারটি পাবার বিষয়ে জোড়ালো Symbol support vote.svg সমর্থন রইলো। - Ashiq Shawon (আলাপ) ০৯:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  5. আমার মতে, ধ্বংসপ্রবণতা রোধে অধিকারটি উল্লেখযোগ্য অবদান রাখবে। তাই আমি প্রস্তাবটিকে Symbol support vote.svg সমর্থন করছি।-- Muḥammad (আলাপ) ০৯:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  6. Symbol support vote.svg সমর্থন, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এই অধিকার ভালো সুবিধা প্রদান করবে। --Intakhab (আলাপ) ১০:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  7. জোড়ালো Symbol support vote.svg সমর্থন ব্যক্ত করছি যা বাংলা উইকি'র গতিশীলতার সুন্দর প্রতিফলন হিসেবে বিবেচ্য! - Suvray (আলাপ) ১১:১০, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  8. উইকির ট্রাফিক বৃদ্ধির সাথে সকপাপেটারদের সংখ্যাও বৃদ্ধি পা্চ্ছে। তাই ধ্বংসপ্রবণতা রোধে এ প্রস্তাবকে পূর্ণ Symbol support vote.svg সমর্থন করছি।--কায়সার আহমাদ (আলাপ) ১২:০১, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  9. Symbol support vote.svg সমর্থন ধ্বংসপ্রবণতারোধে বাংলা উইকির সময় বাঁচবে এবং কাজে গতি আসবে। --প্রত্যয় (স্বাগতম) ১২:১২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  10. প্রস্তাব Symbol support vote.svg সমর্থন করছি। ~ মহীন (আলাপ) ১৪:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  11. Symbol support vote.svg সমর্থন -বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  12. Symbol support vote.svg সমর্থন --রাজু (আলাপ) ১৭:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  13. Symbol support vote.svg সমর্থন --আফতাব (আলাপ) ১৮:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  14. Symbol support vote.svg সমর্থন -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  15. Symbol support vote.svg সমর্থন সময়োপযোগী প্রস্তাব। বিভিন্ন সময় মেটাতে গিয়ে অনুরোধ করতে হয় বলে অনেক সময় অনুরোধ-ই করা হয়ে ওঠে না। তাছাড়া মেটাতে আমাদের বাস্তবতাটা বোঝানোও একটু কষ্ট। আর কোনো স্টুয়ার্ড যদি বেশি সাবধানতা অবলম্বন করেন তবে তো কথাই নেই! — তানভির • ১৯:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  16. Symbol support vote.svg সমর্থন --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ২১:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  17. Symbol support vote.svg সমর্থন Sumita Roy Dutta (আলাপ) ০৬:৩৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  18. Symbol support vote.svg সমর্থন জানাচ্ছি। -- Tarunno (আলাপ) ০৬:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  19. Symbol support vote.svg সমর্থন Atudu (আলাপ) ০৮:১৫, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  20. Symbol support vote.svg সমর্থন সমৃদ্ধ বাংলা উইকিপিডিয়া বিনির্মানে ধ্বংসপ্রবণতাকে শক্তহাতে প্রতিহত করতে হবে। সমর্থক ও প্রস্তাবক নাহিদ সুলতানের প্রস্তাবকে নিঃশর্ত সমর্থন করছি। ফের দৌস ০৯:১০, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  21. Symbol support vote.svg সমর্থন শরীফ (আলাপ) ০৯:১১, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  22. Symbol support vote.svg সমর্থন --জয়ন্ত (আলাপ - অবদান) ১৬:৪৭, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  23. Symbol support vote.svg সমর্থন---- নাসির খান সৈকতআলাপ • ০৫:৫২, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  24. Symbol support vote.svg সমর্থন বাংলা উইকিপিডিায় দিন দিন ধ্বংসপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই একাধিক একাউন্ট খুলে উইকিপিডিায় ধ্বংসাত্মক সম্পাদনা করতে মজা পায়। তাই এই অধিকারটি বাংলা উইকিতে যুক্ত করলে ভালই হবে।--সাজিদ বার্তা ০৭:৫২, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  25. Symbol support vote.svg সমর্থন--মামুন (আলাপ) ০৯:৪৩, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  26. বাংলা উইকির ধ্বংসাত্মক সম্পাদনা রোধে প্রস্তাবটির সাথে পূর্ণ Symbol support vote.svg সমর্থন ব্যক্ত করছি। --আবু সাঈদ (আলাপ) ১১:১০, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  27. Symbol support vote.svg সমর্থন ~ Rahul amin roktim (talk) ১৩:৩১, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  28. Symbol support vote.svg সমর্থন এধরনের অধিকার বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সমূহের মান এবং গ্রহনযোগ্যতা বাড়াতে সাহায্য করবে। কিছু কিছু নতুন অনলাইন ব্যবসয়ীরাও অসাধুভাবে এবং নিয়ম না মেনেই উইকিপিডিয়াতে সম্পাদনা চালাচ্ছে। উইকিপিডিয়ার ধ্বংসপ্রবনতা ঠেকাতে যদি এই অথিকার প্রাপ্ত ব্যবহারকারীগন কাজ করতে পারেন তাহলে বাংলা উইকিপিডিয়ার জন্য অনলাইনে বাংলা আন্দোলন নতুন মাত্রা পাবে বলে আশা করছি। --Nahid Hossain (আলাপ) ১৪:০৯, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  29. এই দিশাকে Symbol support vote.svg সমর্থন করছি... Face-smile.svg -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৭:২৪, ২ মার্চ ২০১৫‎ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  30. Symbol support vote.svg সমর্থন---- CAPTAIN RAJU () ১৭:৩৬, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  31. শক্তিশালী টুল। তাই অপব্যবহার না হোক এটাই কামনা। Symbol support vote.svg সমর্থন জানাচ্ছি। —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১৮:৩৭, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  32. Symbol support vote.svg সমর্থন --নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ১৯:৪০, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  33. Symbol support vote.svg সমর্থন -- ইয়াহিয়া ২০:৫১, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)
  34. Symbol support vote.svg সমর্থন Happiest persoN (আলাপ) ০৩:৩৪, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  35. বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী, ব্যপ্তি সবই বাড়ছে। তাই এমন উদ্যোগের প্রয়োজন এখন। Symbol support vote.svg সমর্থন--নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ • ০৮:২৯, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  36. যেহেতু অধিকারটি শুধুমাত্র আবেদন প্রক্রিয়ায় লাভ সম্ভব এবং অপব্যবহারের ক্ষেত্রে অধিকার তুলে নেওয়ারও সুযোগ রয়েছে, সেক্ষেত্রে সুবিধাটির বিশেষ অপব্যবহার হবে না বলে আশা রাখছি। অন্যদিকে উইকিপিডিয়ার উন্নয়নের স্বার্থে যেকোন নতুন সুবিধা, এক্সটেনশন অবশ্যই চালু করা উচিত। পূর্ণ সমর্থন রইল। ধন্যবাদ। Symbol support vote.svg সমর্থন উজ্জ্বল সরকার (আলাপ) ১১:২৪, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  37. Symbol support vote.svg সমর্থন -- Kishorsopnoneel (আলাপ) ২২:৫৪, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  38. Symbol support vote.svg সমর্থন উইকির গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সময়পযোগী সিদ্ধানটিতে পূর্ণ সমর্থন রইল। S Shamima Nasrin (আলাপ) ১৪:৪৩, ৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  39. Symbol support vote.svg সমর্থন -- Nahian shuvo
  40. Symbol support vote.svg সমর্থন--Sajibur (আলাপ) ১৫:৪৩, ৪ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  41. Symbol support vote.svg সমর্থন --রাফায়েল রাসেল (আলাপ) ০৪:০৭, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  42. Symbol support vote.svg সমর্থন। সময়োপযোগী উদ্যোগ। -- অংকন (আলাপ) ১২:৪৯, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  43. Symbol support vote.svg সমর্থন। সকল কিছুতে ভালো ও মন্দ প্রভাব থাকে। তাই বলে, মন্দের শংকা যেন আমাদের মনে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে দ্বিধার জন্ম না দেয়। জোরালো সমর্থন রইল। সাথে আছি। সাথেই রোখো। সকলকে শুভকামনা। Sufidisciple (আলাপ) ২২:৩১, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  44. Symbol support vote.svg সমর্থন সাম্প্রতিক ৩০ দিনে ৬০৪ জনের মত ব্যবহারকারী কাজ করেছে। তাই ধ্বংসপ্রবণতা বেড়েছে তাই এই অধিকার প্রয়োজন। Sethtalk ১৪:৫৪, ৮ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  45. Symbol support vote.svg সমর্থন  – তানভির (আলাপ) ১৪:৫৪, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  46. Symbol support vote.svg সমর্থন জানাই মুসফিক মুন্না (আলাপ) ১৫:৪৫, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  47. Symbol support vote.svg সমর্থন Foysoll Aurdree (আলাপ)
  48. Symbol support vote.svg সমর্থন, সময়োপযোগী একটি উদ্দ্যেগ। ইকবাল হোসেন (আলাপ) ১২:৪৮, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বিপক্ষে

প্রশ্ন/মতামত

এবং এর ব্যাবহার

আমি উইকিপিডিয়ার বিভিন্ন জায়গায় এর ব্যাবহারে তফাৎ লক্ষ করছি। উইকিপিডিয়ার বিভিন্ন জায়গায় অংক আবার কথাও অঙ্ক কথাও আশংকা কথাও আশঙ্কা এভাবে আরও যেমন:- সঙ্ঘ/ সংঘ, অংগ/অঙ্গ ইত্যাদি। এব্যাপারে নির্দিষ্টতা প্রয়োজন। কারণ কোনো সময় সম্পাদনা করতে গিয়ে এধরনের শব্দে দ্বিধা হচ্ছে যে কোন বানানাটা লিখব। আর এর ব্যাপারেও ভাবা উচিৎ না উচিত এটাও বুঝতে পারিনা। হটাত হবে না হটাৎ হবে তাও বুঝিনা। তো যায় হোক এব্যাপারে একটু ভাববেন!!! -- — জুলমাত আলাম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

প্রথমেই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। বাংলা একাডেমির বানানরীতি অনুযায়ী উপর্যুক্ত সবক্ষেত্রেই ঙ্ক ব্যবহার করবেন (অর্থাৎঃ অঙ্ক, আশঙ্কা, অঙ্গ); তবে সংঘ। আর ওটা উচিত হবে, উচিৎ না। আর হটাৎ বা হটাত কোনোটাই না, হবে হঠাৎ। শুভেচ্ছা রইল! -- অংকন (আলাপ) ১৩:০২, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিমিডিয়া ভারতের এপ্রিল মাসের নির্বাচিত উইকিপিডিয়ান

প্রিয়, আপনারা নিশ্চয়ই অবগত যে, উইকিমিডিয়া ভারতের ওয়েবসাইটের প্রধান পাতায় নির্বাচিত উইকিপিডিয়ান প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে একজন করে ভারতীয় উইকিপিডিয়ানের অবদান সম্বন্ধে সংক্ষিপ্ত তথ্য দেওয়া হয়ে থাকে। এপ্রিল মাসের নির্বাচিত ভারতীয় উইকিপিডিয়ান হিসেবে আমি দীর্ঘদিনের অক্লান্ত বাংলা উইকিপিডিয়ান অর্ণব দত্তের (ব্যবহারকারী:Jonoikobangali) নাম মনোনয়ন করছি। পুরাতন উইকিপিডিয়ানরা সকলেই তাঁকে চেনেন, তাদেরকে নতুন করে অর্ণবের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তাঁর প্রণীত নিবন্ধের সংখ্যা ১৪০০!!! ছাড়িয়েছে, কিন্তু সেটাই একমাত্র বড় কথা নয়, তাঁর চেয়েও বড় কথা, প্রত্যেক নিবন্ধের গুণমান উচ্চ মানের। বাংলা উইকিপিডিয়াকে গুণগত ভাবে সমৃদ্ধ করে তোলার ব্যাপারে তাঁর অবদান অসামান্য। উইকিপিডিয়ানদের এই মনোনয়নকে সমর্থন করার অনুরোধ জানাই। ধন্যবাদান্তে, -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০৪, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

  1. Symbol support vote.svg সমর্থন খুব ভাল। -- Sumita Roy Dutta (আলাপ) ০৯:০২, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  2. ওহ, বুঝতে পেরেছি ও এটি শক্ত Symbol support vote.svg সমর্থন--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৮, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  3. Symbol support vote.svg সমর্থন --কায়সার আহমাদ (আলাপ) ১৩:৩৮, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  4. যথোচিত Symbol support vote.svg সমর্থন ব্যক্ত করতে পেরে সত্যিকার অর্থেই আনন্দিত! -- Suvray (আলাপ) ১৭:০৯, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  5. Symbol support vote.svg সমর্থন --Intakhab (আলাপ) ১৭:৫৪, ১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  6. Symbol support vote.svg সমর্থন---- নাসির খান সৈকতআলাপ • ০৫:৫২, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  7. Symbol support vote.svg সমর্থন--সাজিদ রেজা করিম ০৯:৪৯, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  8. Symbol support vote.svg সমর্থন অবশ্যই। — তানভির • ১৩:৪৮, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  9. Symbol support vote.svg সমর্থন--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৫:১৪, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  10. Symbol support vote.svg সমর্থন অর্ণব দত্তের ব্যাবহারকারী পাতা এবং অবদান দেখলাম এবং আমি আমার পক্ষ থেকে সমর্থন করছি। তিনি প্রধান পাতায় আসার মতোই একজন অবদানকারী। --Nahid Hossain (আলাপ) ১৫:৩১, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  11. Symbol support vote.svg সমর্থন --রাজু (আলাপ) ১৭:৪৯, ২ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  12. Symbol support vote.svg সমর্থন আমি এই প্রস্তাব সর্বান্তকরনে সমর্থন করছি। --Arindam Maitra (আলাপ) ০২:১২, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  13. Symbol support vote.svg সমর্থন শরীফ (আলাপ) ০২:২৮, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  14. Symbol support vote.svg সমর্থন Atudu (আলাপ) ০৪:৩৭, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  15. Symbol support vote.svg সমর্থন --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ • ০৮:৩১, ৩ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  16. Symbol support vote.svg সমর্থন ~ মহীন (আলাপ) ২০:৩১, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  17. Symbol support vote.svg সমর্থন অর্ণবদা বাংলা উইকিপিডিয়ার অন্যতম অভিজ্ঞ ও সেরা অবদানকারী। নির্দ্বিধায় সমর্থন জানাচ্ছি।  – তানভির (আলাপ) ০৮:৪৬, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  18. Symbol support vote.svg সমর্থন ইকবাল হোসেন (আলাপ) ১৩:২৪, ১১ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় উইকিলাভ বা উইকিভালোবাসা এক্সটেনশন যোগ করা প্রসঙ্গে

প্রিয় সবাই,

আমরা কমবেশি সকলেই উইকিপদক বা বার্নস্টার সম্পর্কে জানি। ব্যবহারকারী পাতায় উইকিপদক (ও সমাদর জানিয়ে অন্যান্য আরও বার্তা) সুন্দরভাবে প্রদানের জন্য একটি সিস্টেমেটিক কাঠামো হলো উইকিলাভ এক্সটেনশন যা ইংরেজিসহ বিভিন্ন উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পে চালু রয়েছে। ইতোপূর্বে বাংলা উইকিপিডিয়ায় উইকিলাভ এক্সটেনশটি যোগের ব্যাপারে আলোচনাও হয়েছিলো (প্রায় আড়াই বছর আগে) যেখানে এই এক্সটেনশটি যোগের ব্যাপারে নীতিগতভাবে আলোচনায় যোগদানকারীরা একমত হয়েছিলেন। তবে সেই আলােচনায় এক্সটেনশটি বাংলায় লোকালাইজ করা না থাকায় কথা উঠেছিলো। আর প্রথমে নিজস্ব জেএস পাতায় এক্সটেনশটি কাজ করে কী না তা পরীক্ষা করে দেখার অনুরোধ উঠেছিলো।

  • প্রথমত, কিছুদিন আগেও এক্সটেনশনটি প্রায় ১৫%-এর মতো অনূদিত থাকলেও আমি গত দুই দিনে তা ১০০%-এ উন্নীত করেছি। :-) আগ্রহীদের প্রুফরিডের আমন্ত্রণ।
  • দ্বিতীয়ত, যেহেতু এটা ফ্যাব্রিকেটরের ইস্যুর দ্বারা ডেভেলপারদের মাধ্যমে এই উইকিপিডিয়ায় সংযুক্ত হবে তাই আমাদের আগে থেকে কাজ করে কি করে না সেই খুঁটিনাটি দেখার প্রয়োজন নেই, কারণ এ ঠিকভাবে যেনো কাজ করে সেই নিশ্চয়তা দেওয়ার দায়িত্বটি তাদের ওপরেই বর্তায়। তাছাড়া এই এক্সটেনশনটির বর্তমান স্ট্যাটাস স্ট্যাবল।

আমি তাই সবার কাছে এক্সটেনশনটি চালুর জন্য সমর্থন দেওয়ার অনুরোধ করছি। এখানকার সমর্থনের প্রেক্ষিতেই আমি পরবর্তীতে ফ্যাব্রিকেটরে ইস্যু খোলার আশা রাখি।

সবাইকে ধন্যবাদ। — তানভির • ০১:৩৮, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আপডেট: আলোচনাটি ৭ দিন পার হলে, অর্থাৎ ১২ তারিখ আমি ফ্যাব্রিকেটরে ইস্যুটি চালু করবো। ইতোমধ্যেই প্রুফরিডের কাজ শেষ হয়েছে। — তানভির • ১৯:১৩, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  1. সম্পূর্ণ Symbol support vote.svg সমর্থন রইল। এক্সটেনশনটি অনুবাদ করার জন্য অসংখ্য ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০২:০৪, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  2. Symbol support vote.svg সমর্থন উজ্জ্বল সরকার (আলাপ) ০৩:৩৭, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  3. Symbol support vote.svg সমর্থন রইল। তবে একটি বিষয় হলো, আমরা উইকির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং অনেকে সমর্থন করি কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। কিছুদিন আগে উইকিব্যাজ নিয়ে আলোচনা হয়েছিল কিন্তু উইকিলাভের আগের আলোচনার মত সেটাও আটকে গেছে। এবারের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আশা করছি। --কায়সার আহমাদ (আলাপ) ০৪:৩১, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  4. Symbol support vote.svg সমর্থন রইল।--সাজিদ রেজা করিম ০৮:৪৯, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  5. Symbol support vote.svg সমর্থন --সাজিদ বার্তা ১৩:৪২, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  6. গত আলোচনায় দুটি কনসার্ন ছিলো, অনুবাদ সম্পূর্ণ করা (যা তানভির ভাই করেছেন, ধন্যবাদ তাকে) এবং প্রথমে টেস্ট করে দেখা (এটারও প্রয়োজন নেই কারণ স্ট্যাবল সংস্করটিই আমরা পাচ্ছি)। এটা অনেকটা ধন্যবাদ এক্সটেনশনের মত। যাইহোক, পূর্ণ Symbol support vote.svg সমর্থন রইলো। (@Kayser Ahmad: আগেরবারের উইকিব্যাজ নিয়ে নাসির ভাই একটি গ্র্যান্টের আবেদন করেছিলেন, ফাউন্ডেশন সেটি এপ্রোভ করেনি, আমি যতদূর জানি।)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১১, ৫ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  7. Symbol support vote.svg সমর্থন--রাফায়েল রাসেল (আলাপ) ০৪:১৩, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  8. Symbol support vote.svg সমর্থন। দারুন হয়। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ • ১২:০৫, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  9. Symbol support vote.svg সমর্থন Sethtalk ০১:৩৯, ৯ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  10. Symbol support vote.svg সমর্থন ফের দৌস
  11. Symbol support vote.svg সমর্থন Foysoll Aurdree (আলাপ)
  12. Symbol support vote.svg সমর্থন তানভির ভাইকে ধন্যবাদ বিষয়টি নিয়ে পুনরায় প্রচেষ্টা চালাবার জন্যে।  – তানভির (আলাপ) ০৮:৪৮, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  13. Symbol support vote.svg সমর্থন . Muḥammad (আলাপ) ১১:০০, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  14. Symbol support vote.svg সমর্থন - Suvray (আলাপ) ১৫:৩৮, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  15. Symbol support vote.svg সমর্থন--জয়ন্ত (আলাপ - অবদান) ১৫:৫৪, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে অনলাইন এডিট-এ-থন

প্রিয় সবাই,

শুভেচ্ছা। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা একটা অনলাইন এডিট-এ-থন করতে চাই। ওই দিন আমরা সফল নারীদের (নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, তারকা ইত্যাদি) নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় যোগ করতে চাই। কাজটা যেহেতু অনলাইনে তাই চাইলে যে কেউ এ আয়োজনে অংশ নিতে পারেন। দিনব্যাপী চলবে এডিট-এ-থন। দিনটিতে আমরা শুধু নারীদের নিবন্ধগুলো করতে চাই। ইংরেজি ভাষায় যে নিবন্ধ আছে সেগুলোকেই বাংলায় অনুবাদের মাধ্যমেই আমরা এ এডিট-এ-থনে যোগ দিতে পারি।

সকলের মতামত ও সহযোগিতা কাম্য। --নুরুন্নবী চৌধুরী (হাছিব)আলাপ • ১২:০৮, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

গত বছর থেকে এটি আমরা করে আসছি, এবার কারও সম্ভবত ওভাবে মনে নাই, হাছিব ভাইকে ধন্যবাদ বিষয়টি শুরু করার জন্য। আমি উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৬/আন্তর্জাতিক নারী দিবস নামে প্রকল্প পাতা বানিয়েছি। সবাইকে অনুরোধ করছি গুরুত্বপূর্ণ নতুন ও পুরাতন নিবন্ধগুলো নির্দিষ্ট অনুচ্ছেদে যুক্ত করতে। আর কারও আপত্তি না থাকলে গত বছরের মত শুধুমাত্র ৮ই মার্চের জন্য সাইটনোটিশ দিয়ে দেওয়া যাবে :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৭, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
Symbol support vote.svg সমর্থন --কায়সার আহমাদ (আলাপ) ১৫:৫৩, ৬ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আমি সম্পাদনা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকার নীতিমালার একটা খসড়া তৈরি করেছি। এখন এই তালিকায় প্রথম ১০০০ জন সম্পাদকের সম্পাদনা সংখ্যা গণনার জন্য কোন এডিট কাউন্টার ব্যবহার যেতে পারে সে ব্যাপারে সবার মন্তব্য আশা করছি। এছাড়া, তালিকা হালনাগাদের জন্য ব্যবহৃত স্ক্রিপ্ট আমদানি করতে হবে এবং তালিকার সাথে যুক্ত করতে হবে। এটি কোনো অভিজ্ঞ উইকিপিডিয়ানের করা উচিত অথবা এ নিয়ে কোনো টিউটোরিয়াল করা হলে আমি নিজেই করতে পারবো। সবাইকে ধন্যবাদ।--সাজিদ রেজা করিম ০৮:০০, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

যারা আজকের নির্বাচিত চিত্র যুক্ত করতে কাজ করছেন, তাদের জন্য উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল কাজে আসবে। আমি খুব বেশি সময় নিয়ে তৈরি করিনি সুতরাং ভাষাগত ও ছোটখাটো সম্পাদনা করতে হলে, আপনাদের স্বাগতম।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১০, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

টিউটোরিয়ালটি তৈরির জন্য অসংখ্য ধন্যবাদ। টিউটোরিয়ালে লেখা আছে প্রাথমিকভাবে শুধু বাংলাদেশ ও ভারতের বিষয়শ্রেণী থেকে ছবি যোগ করতে। এতে বিশ্বের অন্যান্য বিষয়ের অনেক ভালো ছবি বাদ পড়ে যায়। আমার মতে, ছবি যোগ করার মানদন্ড সবচেয়ে ভালো ও কৌতূহলোদ্দীপক ছবি হওয়া উচিত। এজন্য আলাদা কোনো উইকিপ্রকল্প তৈরি করা যেতে পারে যার সদস্যরা কোনো মাসের নির্দিষ্ট তারিখের জন্য আগেই নিজ পছন্দের ছবি মনোনীত করবে। এ থেকে মতামতের মাধ্যমে ছবি নির্বাচিত করা হবে। এতে সকল বিষয়ের ছবির একটি ভারসাম্য তৈরি হবে।--সাজিদ রেজা করিম ১৪:০৫, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আগে সেটিই ছিলো, মানে কমন্সে যেটা আজকের নির্বাচিত চিত্র থাকতো বাই ডিফল্ট সেটাই এখানে বসিয়ে দেওয়া হতো। এতে আসলে খুব একটা কাজের কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি না। শুধুমাত্র ভারত ও বাংলাদেশের ছবি যুক্ত করার পেছনে কারণ হলো বাংলা উইকিপিডিয়া নরমালি এই দুই দেশের ব্যবহারকারীই ভিজিট করেন ও প্রধান পাতায় নিজেদের দেশের ছবি থাকলে ব্যবহারকারীরা ছবি আপ করতে আরও বেশি উৎসাহ পাবেন বলেই আমার মনে হয়। আর কমন্সের ওই নিয়মে চলতে থাকলে বাংলাদেশ ও ভারতের ছবি প্রধান পাতায় যাওয়ার সম্ভাবনা বছরে কয়েকটা কারণ কমন্সে নির্বাচিত চিত্র তেমন নেই এই দুই দেশের। আবার আপনি যে ইংরেজি উইকিপিডিয়ারমত আলাদা প্রকল্প পাতা তৈরি করে ছবি যুক্ত করার কথা বলেছেন, সেটিও আমি প্রথমে চিন্তা করেছিলাম কিন্তু প্র্যাকটিকালী দেখলে এখন আমাদের সে পরিমাণ ব্যবহারকারী নেই যারা নিয়মিত এই কাজগুলো করবেন। হয়ত প্রথম প্রথম কয়েকদিন চলবে কিন্তু শেষে প্রকল্প ডেড হয়ে যাবে এটা আগের অভিজ্ঞতা থেকে একরকম নিশ্চিত করেই বলা যায়। পক্ষান্তরে কমন্সের উক্ত বিষয়শ্রেণীগুলোতে ছবি মনোনয়ন নির্বাচিত ছবি মনোনয়নের মত কঠিন নয় সুতরাং ওই বিষয়শ্রেণীগুলোতে ছবি ইচ্ছে করলেই যুক্ত করা যাবে। যদি ছবি নাও থাকে তাহলেও কমন্সের নির্বাচিত চিত্র যুক্ত করার অপশন রয়েছে। আর এই পদ্ধতিটি আলোচনাসভায় আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল (পুরাতন আলোচনা দ্রষ্টব্য)। এই হলো মুটামুটি সারাংশ তবে আপনি যদি মনে করেন, তবে অবশ্যই নতুন একটি আলোচনা শুরু করতে পারেন :)--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪৯, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমি বলতে চাইছি যে, বর্তমান প্রক্রিয়ায় সবাইকে শুধু বাংলাদেশ ও ভারতের বিষয়শ্রেণী থেকে ছবি যোগ করতে হবে। এতে বৈচিত্র্য অনেক কমে যাবে। কমন্সের আজকের নির্বাচিত চিত্র যোগ করতে হবে এমন কোনো কথা নেই। কমন্সে এছাড়াও অনেক আকর্ষণীয় ছবি আছে। আর আজকের নির্বাচিত ছবি বিভাগের কাজ শুধু ছবি আপলোডে উৎসাহ প্রদান নয়। এটি ছবির মাধ্যমে বিশ্বকোষীয় জ্ঞান প্রদান করে। ভালো নিবন্ধ যেমন আলাদা উইকিপ্রকল্পের মাধ্যমে পরিচালিত হয় তেমনি এটিও আলাদা প্রকল্প দ্বারা পরিচালনা করলে প্রক্রিয়াটি সহজ হয়। কয়েকজন নিয়মিত ব্যবহারকারী হলেই প্রকল্পটি কার্যকর হবে। নির্বাচিত ছবি যেহেতু প্রশাসকদের কাজের আওতায় পরে তাই প্রশাসকদের অবদানই যথেষ্ঠ হবে।--সাজিদ রেজা করিম ১৬:০২, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ব্যবহারকারীদের লেখা প্রকাশ

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের অনেকেই ভাল ও মানসম্মত কবিতা,প্রবন্ধ, উপন্যাস ইত্যাদি লিখে থাকেন যেগুলি বাংলা উইকিপিডিয়াতে কাব্যমেলা নামে একটি বৃহৎ পাতায় প্রকাশ করার ব্যবস্হা করা হোক । মুহাম্মদহেলালউদ্দিন (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@মুহাম্মদহেলালউদ্দিন: আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম ও আপনার মতামতের জন্য ধন্যবাদ। আসলে বাংলা উইকিপিডিয়া একটি বিশ্বকোষ তাই সঙ্গত কারণেই এখানে শুধু বিশ্বকোষীয় নিবন্ধগুলোই থাকতে পারে। কবিতা বা প্রবন্ধ এখানে আসলে যুক্ত করা যাবে না। উইকিপিডিয়া সম্পর্কে আরও জানার জন্য দয়া করে উইকিপিডিয়া:উইকিপিডিয়া কি নয় পাতাটি দেখুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২১, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]