অঘোষ অলিজিহ্ব্য স্পর্শধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Voiceless uvular plosive থেকে পুনর্নির্দেশিত)
অঘোষ অলিজিহ্ব্য স্পর্শধ্বনির বৈশিষ্ট্যসমূহ
জাত ব্যঞ্জন
বায়ুর সঞ্চালক ফুসফুস
বায়ুর অভিমুখ বহির্গামী
বায়ুর পথ কেন্দ্রিক
ঘোষতা অঘোষ
উচ্চারক পশ্চাজ্জিহ্বা
উচ্চারণস্থান অলিজিহ্বা
উচ্চারণরীতি স্পর্শ

অঘোষ অলিজিহ্ব্য স্পর্শধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।

আইপিএতে [q]
বাংলা লিপিতে এই ধ্বনির কোনও বিশেষ বর্ণ নেই।

এই বর্ণের উচ্চারণ বাংলা "ক্‌‌"-এর কাছে। এটি আরবি ভাষা ছাড়াও বিশ্বের অনেক ভাষায় ব্যবহার করা হয়।