বিষয়বস্তুতে চলুন

লুডভিগ ফান বেটহোফেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Ludwig van Beethoven থেকে পুনর্নির্দেশিত)
লুডভিগ ফান বেটহোফেন
লুডভিগ ফান বেটহোফেন
লুডভিগ ফান বেটহোফেন
প্রাথমিক তথ্য
উপনামবেটহোফেন, বেঠোফেন, বিটোফেন
মৃত্যু২৬ মার্চ ১৮২৭(1827-03-26) (বয়স ৫৭)
ধরনধ্রুপদী/ক্লাসিক্যাল
পেশাসুরকার
বাদ্যযন্ত্রপিয়ানো, বেহালা

লুডভিগ ফান বেটহোফেন[টীকা ১](জার্মান: [ˈluːtvɪç fan ˈbeːt.hoːfən] (শুনুন)) (ডিসেম্বর ১৭, ১৭৭০মার্চ ২৬, ১৮২৭) একজন জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। তাকে সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন মনে করা হয়। তিনি পাশ্চাত্য সঙ্গীতের ধ্রুপদীরোমান্টিক যুগের অন্তর্বর্তীকালীন সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব। তার খ্যাতি ও প্রতিভা পরবর্তী প্রজন্মের সুরকার, সঙ্গীতজ্ঞ ও শ্রোতাদের অনুপ্রাণিত করেছে।

জীবন[সম্পাদনা]

বেটহোফেনের জন্ম জার্মানির বন শহরে। তরুণ বয়সে তিনি সেখান থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় চলে আসেন ও সেখানেই বাকী জীবন কাটান। এখানে তিনি ইয়োসেফ হেইডন-এর অধীনে দীক্ষা নেন এবং শিঘ্রই অসামান্যকৌশলী পিয়ানোবাদক হিসেবে খ্যাতিলাভ করেন। বয়স ত্রিশ ছোঁয়ার আগেই তিনি ধীরে ধীরে তার শ্রবণশক্তি হারাতে থাকেন, কিন্তু এই ব্যক্তিগত বিপর্যয়ের মাঝেও তিনি বিশ্বকে বহুদিন ধরে অসাধারণ সব “মাস্টারপিস” উপহার দিয়ে যান। বেইটোভেন ছিলেন প্রথম “ফ্রি-ল্যান্স” সুরকারদের একজন — তিনি ভাড়ায় কনসার্ট পরিচালনা করতেন, তার সুর প্রকাশকদের[১] কাছে বিক্রি করতেন ও কিছু সহৃদয় ধনীর কাছ থেকে ভাতা পেতেন — গির্জা বা কোন রাজকীয় সভায় স্থায়ী চাকরি করা তার স্বভাবে ছিল না।

টীকা[সম্পাদনা]

  1. এই জার্মান ব্যক্তি বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "কে ছিলেন বেটোফেন?"DW.COM। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]