বিষয়বস্তুতে চলুন

মনুসংহিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(মনুস্মৃতি থেকে পুনর্নির্দেশিত)

মনুসংহিতা বা মনুস্মৃতি বৈদিক সনাতন ধর্মালম্বী অনুসারীদের অনুশাসনে ব্যবহৃত মূখ্য এক স্মৃতিগ্রন্থ। শাস্ত্রে অনেকগুলো মনুর উল্লেখ পাওয়া যায় যেমন প্রাচেতসেন মনু [১](মহাভারত), বৈবস্বত মনু ইত্যাদি। বর্তমানে এ নামে প্রচলিত যে গ্রন্থটি পাওয়া যায় তা মোট ১২ প্রকরণে বিভক্ত এবং ২৬৮৩ পঙ্‌ক্তি বা শ্লোকের বেশ বড়সড় সংকলন।

রচক ও রচনাকাল[সম্পাদনা]

গ্রন্থটির নামেই রচনাকারী উপস্থিত। হিন্দুধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদের এক মন্ত্রদ্রষ্টা ঋষি মনুর উল্লেখ পাওয়া যায় যিনি এককভাবে ৪[২], যৌথভাবে ২[৩] ও বৈকল্পিকভাবে ১ [৪] সূক্ত রচনা করেছিলেন। মন্যু নামের আরেক ঋষিকেও ২ সূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষি হিসেবে উল্লেখ পাওয়া [৫]মনু যদি মনুস্মৃতি বা মনুসংহিতার রচয়িতা হয়ে থাকেন তাহলে তার সময়কাল ন্যূনতম ২০০০ খ্রিপূ । ঋগ্বেদের পরে ব্রাহ্মণ, প্রাতিশাখ্যআরণ্যক কাল পেরিয়ে এমন ব্যক্তিনামাঙ্কিত অনুশাসনসূত্রাদি গ্রন্থিত হয়েছে যেগুলো আসলে বেদ-অনুসরণের নিমিত্তে রচিত শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ জ্যোতিষের অন্তর্ভুক্ত কল্প শ্রেণীর শ্রৌত- , গৃহ্য- , ধর্ম- ও শূল্ব-সূত্রাদির সংকলন ।

অন্তর্ভুক্ত বিষয়াদি[সম্পাদনা]

মানুষকে অনুশাসিত করার সূত্র বা নীতিই এর মূখ্য আলোচ্য বিষয় হলেও সৃষ্টির আদি থেকে বর্তমান আরো বিষয়ও মনু ঋষি তার স্মৃতি বা সংহিতায় আলোচনা করেছেন ।

অধ্যায়বিন্যাস[সম্পাদনা]

মনুসংহিতা ২৬৮৩ পঙ্‌ক্তি বা শ্লোক নিয়ে ১২ অধ্যায়ে বিভক্ত।

  • ১ সৃষ্টিরহস্যবিজ্ঞান প্রকরণ (১১৯ পঙ্‌ক্তি বা শ্লোক)
  • ২ ধর্মানুষ্ঠান প্রকরণ (২৪৯ পঙ্‌ক্তি)
  • ৩ ধর্মসংস্কার প্রকরণ (২৮৬ পঙ্‌ক্তি)
  • ৪ ব্রহ্মচর্য্য-গার্হস্থ্যাশ্রমধর্ম প্রকরণ (২৬০ পঙ্‌ক্তি)
  • ৫ অশৌচবিধিবিধান প্রকরণ (১৬৯ পঙ্‌ক্তি)
  • ৬ বানপ্রস্থ প্রকরণ (৯৭ পঙ্‌ক্তি)
  • ৭ রাজ্যনিয়ন্ত্রণ প্রকরণ (২২৬ পঙ্‌ক্তি)
  • ৮ রাষ্ট্রনীতি প্রকরণ (৪২০ পঙ্‌ক্তি)
  • ৯ ব্যাবহারিকধর্ম প্রকরণ (৩৩৫ পঙ্‌ক্তি)
  • ১০ সামাজিকনীতি প্রকরণ (১৩০ পঙ্‌ক্তি)
  • ১১ প্রায়শ্চিত্ত-সিদ্ধান্ত প্রকরণ (২৬৬ পঙ্‌ক্তি)
  • ১২ মোক্ষধর্ম প্রকরণ (১২৬ পঙ্‌ক্তি)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পাতা:মহাভারতম্ (হরিদাস সিদ্ধান্তবাগীশ) খন্ড ৩২.pdf/৫৫২ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  2. ঋগ্বেদ ৮:২৭, ২৮, ৩০ ও ৩১
  3. ঋগ্বেদ ৯:১০১ ও ১০৬
  4. ঋগ্বেদ ৮:২৯
  5. ঋগ্বেদ ১০:৮৩ ও ৮৪