আলাপ:প্রধান পাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৫ বছর পূর্বে "ভারতীয় নিয়মে বাংলা তারিখ" অনুচ্ছেদে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Reofpl (আলোচনা | অবদান)
Reofpl (আলাপ)-এর সম্পাদিত 3359323 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১৫ নং লাইন: ১৫ নং লাইন:
::ঠিক আছে। দেখা যাক আফতাব ও অন্যরা কী বলেন। আমি অবশ্য বাংলা তারিখ পুরো মুছে দেওয়ার পক্ষে একেবারেই নই। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৬:০৩, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
::ঠিক আছে। দেখা যাক আফতাব ও অন্যরা কী বলেন। আমি অবশ্য বাংলা তারিখ পুরো মুছে দেওয়ার পক্ষে একেবারেই নই। --[[User:Zaheen|অর্ণব]] ([[User talk:Zaheen|আলাপ]] | [[বিশেষ:Contributions/Zaheen|অবদান]]) ০৬:০৩, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
:::{{উত্তর|Zaheen|NahidSultan}} [[বঙ্গাব্দ#মাস]] থেকে, সনাতন নিয়মে মাস তো স্থিতিশীল না। জাভাস্ক্রিপ্ট কোডে ৩০.৯৫০ দিন, ৩১.৪২৯ দিন ... ইত্যাদি করে হিসাব করে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে। এটাকে উইকিকোডে নিয়ে কীভাবে সনাতন নিয়মে করা যায় তা জানি না, গবেষণা করে দেখা লাগবে। আর যে গ্যাজেট ঘড়িটা স্থানীয় সময় দেখায় সেটা আসলে বাংলাদেশের সময় অনুসারে না, সেটা আসলে ডিভাইসের সময় অনুসরণ করে। ফলে যিনি অন্য দেশে তিনি তার সময় অনুসারে সময় দেখতে পান। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০১:৩৪, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
:::{{উত্তর|Zaheen|NahidSultan}} [[বঙ্গাব্দ#মাস]] থেকে, সনাতন নিয়মে মাস তো স্থিতিশীল না। জাভাস্ক্রিপ্ট কোডে ৩০.৯৫০ দিন, ৩১.৪২৯ দিন ... ইত্যাদি করে হিসাব করে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে। এটাকে উইকিকোডে নিয়ে কীভাবে সনাতন নিয়মে করা যায় তা জানি না, গবেষণা করে দেখা লাগবে। আর যে গ্যাজেট ঘড়িটা স্থানীয় সময় দেখায় সেটা আসলে বাংলাদেশের সময় অনুসারে না, সেটা আসলে ডিভাইসের সময় অনুসরণ করে। ফলে যিনি অন্য দেশে তিনি তার সময় অনুসারে সময় দেখতে পান। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাব]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০১:৩৪, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)

== রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ==

রনি এডিবল অয়েল এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ।
বি/৫ বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট ।
শো-রুম- আমজাদ আলী রোড,কালিঘাট, সিলেট
ফোন- ০৮২১-৮৪০১৩১ / ০৮২১-৮৪০১৩২
মোবাইল- ০১৮১৯-৫৯৩৮৬৯
ই-মেইল: Contact@reofpl.com

০৮:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

আলাপ:প্রধান পাতা/হেডার

আজাকি প্রসঙ্গে

আজাকিতে সংযুক্ত ছবিটি ঠিক কোন বাক্যটির সাথে সম্পর্কযুক্ত তা সঠিকভাবে বোঝা যায় না। বাক্যটির সাথে যেন "ছবিতে" শব্দটি সংযুক্ত করা হয়। আমি পূর্বেও প্রধান পাতার আলাপ পাতায় এটা নিয়ে বার্তা রেখেছিলাম। প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি।- রাফি (আলাপ) ১৫:৫০, ১৭ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

নির্বাচিত নিবন্ধ

নির্বাচিত নিবন্ধ এ কি নতুন কোন নিবন্ধ যোগ হবে না আর?একজন মহাপুরুষ (আলাপ) ১২:০২, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Nafiur14: মানসম্মত নিবন্ধ থাকলে হবে না কেন? উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ দেখুন। আপনার মতে, কোনো নিবন্ধ যোগ করার মত থাকলে এখানে প্রস্তাবনা যোগ করুনআ হ ম সাকিব বার্তা ১২:৪৮, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় নিয়মে বাংলা তারিখ

একটি আর্কাইভ করা বার্তাতে দেখলাম যে একজন ভারতীয় বাঙালী ব্যবহারকারী অনুরোধ করেছেন যে বাংলা সনের তারিখে যেন পশ্চিমবঙ্গে প্রচলিত তারিখও ব্যবহার করা হয়। সেটার তখন কেউ উত্তর দেয়নি। আমার মনে হয় এটা একটা যুক্তিযুক্ত অনুরোধ। পশ্চিমবঙ্গের কোটি কোটি বাংলাভাষী একটি ভিন্ন বাংলা সনের পঞ্জি (পুরাতন নিয়মেরটি) অনুসরণ করেন, তাদেরটাও পাশাপাশি থাকলে ভাল হয়। @আফতাবুজ্জামান এবং NahidSultan:সহ আপনাদের সবার মতামত চাচ্ছি। এটা বাস্তবায়ন করা কি খুব কঠিন হবে? --অর্ণব (আলাপ | অবদান) ১৭:১০, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আমার কাছেও অনুরোধটি যুক্তিসংগতই মনে হয়। তবে, ভারত ও বাংলাদেশ সময়ে যেহেতু ৩০ মিনিটের পার্থক্য সেহেতু প্রধান পাতাতে যদি দুটি বাংলা তারিখ আলাদা আলাদা করে বাংলাদেশ ও ভারত লিখে দেই সেক্ষেত্রে শুধুমাত্র তারিখ শুরু হওয়ার সময়ে এবং দিনটি শেষ হওয়ার সময়ে শুধুমাত্র পার্থক্য দেখাবে। যেহেতু প্রধান পাতায় সময় প্রদর্শিত হয় ইউটিসিতে সেক্ষেত্রে শুধুমাত্র বাংলা তারিখটা দুভাবে থাকলে দিনের বাকী সময় সেটা কনফিউশন তৈরি করবে। সেক্ষেত্রে প্রধান পাতা থেকে বাংলা তারিখটা একেবারেই মুছে দেওয়া উচিত (যখন এটা আফতাব করেছিলো তখন খুব সম্ভবত আমিও মত দিয়েছিলাম পক্ষে তবে তখন এ বিষয়টি মাথায় আসেনি)। সেখানে ইউটিসি সময়ই প্রদর্শিত হোক। তবে সমস্যা এখানেই শেষ নয়। এরপর গ্যাজেটে বাংলা তারিখ আছে। তবে সেখানে আমাদের ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমত নির্বাচন করতে পারে যাতে সে অনুসারে ‘বাংলা তারিখ’ একটা বাংলাদেশ ও একটা ভারতের জন্য তৈরি করলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে নিজেদের কাজে। তবে সমস্যা হলো, সাইটব্যাপী বাংলা তারিখের একটা মডিউল আছে যেটাতে বাংলাদেশের সময় দেওয়া ও বিভিন্ন নামস্থাপে প্রয়োজনের সময় কেন্দ্রীয় একটা স্থান থেকে সেটা বাংলাদেশ সময়ই দেখায়। সেগুলো কিভাবে দুই সময় প্রদর্শণ করানো যাবে সেই উপায় খুঁজে বের করতে হবে। তারিখ টেমপ্লেট নিয়ে আফতাব কাজ করেছে, ও আরও ভালো আইডিয়া হয়ত দিতে পারবে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৪১, ২৫ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে। দেখা যাক আফতাব ও অন্যরা কী বলেন। আমি অবশ্য বাংলা তারিখ পুরো মুছে দেওয়ার পক্ষে একেবারেই নই। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:০৩, ২৬ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@Zaheen এবং NahidSultan: বঙ্গাব্দ#মাস থেকে, সনাতন নিয়মে মাস তো স্থিতিশীল না। জাভাস্ক্রিপ্ট কোডে ৩০.৯৫০ দিন, ৩১.৪২৯ দিন ... ইত্যাদি করে হিসাব করে একটা স্থিতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে। এটাকে উইকিকোডে নিয়ে কীভাবে সনাতন নিয়মে করা যায় তা জানি না, গবেষণা করে দেখা লাগবে। আর যে গ্যাজেট ঘড়িটা স্থানীয় সময় দেখায় সেটা আসলে বাংলাদেশের সময় অনুসারে না, সেটা আসলে ডিভাইসের সময় অনুসরণ করে। ফলে যিনি অন্য দেশে তিনি তার সময় অনুসারে সময় দেখতে পান। --আফতাব (আলাপ) ০১:৩৪, ২৮ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন