প্রকাশ কারাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(প্রকাশ কারাট থেকে পুনর্নির্দেশিত)
প্রকাশ কারাট
പ്രകാശ് കാരാട്ട്
প্রকাশ কারাট
সাধারণ সম্পাদক, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
পূর্বসূরীহরকিষেণ সিংহ সুরজিৎ
উত্তরসূরীসীতারাম ইয়েচুরি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1948-02-07) ৭ ফেব্রুয়ারি ১৯৪৮ (বয়স ৭৬)
রেঙ্গুন, বর্মা
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীবৃন্দা কারাট
সন্তাননিঃসন্তান
বাসস্থাননয়াদিল্লি
ধর্মনাস্তিক[তথ্যসূত্র প্রয়োজন]
২৭ জানুয়ারি, ২০০৭ অনুযায়ী
উৎস: [১]

প্রকাশ কারাত (মলয়ালম: പ്രകാശ് കാരാട്ട്) হলেন ভারতের একজন কমিউনিস্ট রাজনীতিক। ইনি ৭ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে (সরকারি নথি অনুসারে, ১৯ অক্টোবর ১৯৪৭) বর্মার রেঙ্গুনে জন্মগ্রহণ করেন। তিনি ১১ এপ্রিল ২০০৫ থেকে ১৯ এপ্রিল ২০১৫ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র সাধারণ সম্পাদক ছিলেন।

শিক্ষা[সম্পাদনা]

প্রকাশ কারাত বার্মার লেতপাদানে ১৯৪৮ সালের ৭ ফেব্রুয়ারি জন্মেছিলেন। তার পিতা বার্মা রেলওয়েতে কেরানির চাকরি করতেন এবং সেখানেই ব্রিটিশ রাজত্বে চাকুরি খুঁজে পেয়েছিলেন।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি বিশিষ্ট কমিউনিস্ট রাজনীতিবিদ ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)-র পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত কে বিবাহ করেন।

কমিউনিস্ট পার্টি[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. "Comrade Prakash Karat breaks his silence on Prakash Karat", The Indian Express, Feb. 08, 2008, http://archive.indianexpress.com/news/comrade-prakash-karat-breaks-his-silence-on-prakash-karat/270539/1