বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:সাম্যবাদ পার্শ্বদণ্ড

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টেমপ্লেট আলোচনা:সাম্যবাদ থেকে পুনর্নির্দেশিত)

communism-এর বাংলা পরিভাষা "সাম্যবাদ" করা হয়েছে। যেমন communist manifesto = সাম্যবাদী ইশ্‌তেহার। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৫, ১০ জুন ২০০৮ (UTC)

একই ভাবে কমিউনিজম কথাটিও আধিক পরিচিত।আবার সাম্যবাদ কথাটিও বহুল প্রচলিত। তাই দুইটি রাখাই দরকার মনে করি। জয়ন্ত নাথ ০৫:০৮, ১১ জুন ২০০৮ (UTC)

সাম্যবাদ বা কমিউনিজমের উপর মূল নিবন্ধে ব্র‌্যাকেটে ইংরেজি পরিভাষা কমিউনিজমের উল্লেখ অবশ্যই থাকতে পারে, তবে এই টেম্পলেটে যেকোন একটা ভাষার পরিভাষা রাখার জায়গা আছে। এসব পরিস্থিতে বাংলা উইকিপিডিয়ার বাকী সব জায়গায় বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন ডেমোক্রেসি, পলিটিক্‌স, পলিটিশিয়ান, এসব ইংরেজি শব্দ কথ্য বাংলাতে বহুল প্রচলিত হলেও লিখিত বাংলায় এগুলির বাংলা পরিভাষাকেই প্রাধান্য দেওয়া হয়, তাই আমরা গণতন্ত্র, রাজনীতি, রাজনীতিবিদ, ইত্যাদি লিখি। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩৯, ১১ জুন ২০০৮ (UTC)

তাহলে টেমপ্লেটটাকে সাম্যবাদ-এ সরিয়ে নিচ্ছি। সকলে এক মত তো? জয়ন্ত নাথ ১১:৩৬, ১১ জুন ২০০৮ (UTC)