উইকিপিডিয়া আলোচনা:গোপনকারী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(উইকিপিডিয়া আলোচনা:ওভারসাইট থেকে পুনর্নির্দেশিত)
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ১৬ দিন আগে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

অন্যান্য উইকি নীতিমালা পাতাগুলিতে প্রচলিত বাংলা ব্যবহারের সাথে সামঞ্জস্য রেখে ভাষা স্থানীয়করণের অংশ হিসেবে "দমন" (বা অন্য কোনও যুতসই বাংলা পরিভাষা) শিরোনামে রাখা ঠিক হবে। -- অর্ণব (আলাপ | অবদান) ০৯:০৫, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Zaheen পাতাটি মূলত খসড়া পর্যায়ে আছে, আমি উপযুক্ত বাংলা শব্দ খুঁজছি। কোন শব্দ ব্যবহার করাটা যুতসই হবে বলে আপনার মনে হয়? —শাকিল (আলাপ · অবদান) ০৯:০৯, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজিতে নীতিমালাটিকে Oversight policy, অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীদের oversighter বলে। পাশাপাশি এটি suppress বা suppressor নামেও পরিচিত। এই শব্দগুলোর'ই উপযুক্ত বাংলা শব্দ খোঁজা হচ্ছে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:২১, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ভারতীয় ভাষাগুলোতে একে আভিধানিক অর্থ অনুযায়ী "তদারকি" হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তবে ফার্সি উইকিপিডিয়া একে আক্ষরিক নাম না দিয়ে "আড়াল" নাম দিয়েছে যা অধিক যুক্তিযুক্ত। বাংলা অভিধানে এর অর্থ "সতত পর্যবেক্ষণ"। এসব বিবেচনায় এর নাম দেওয়া যেতে পারে:
  1. আড়ালকর্ম
  2. অপ্রদর্শিত ত্রুটি পর্যবেক্ষণ
  3. অপ্রদর্শনকর্ম
মেহেদী আবেদীন ১৫:৩৭, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MehediabedinZaheen: এগুলো অনেক জটিল শব্দ এবং অনেকক্ষেত্রেই অপ্রাসঙ্গিক মনে হতে পারে। বর্তমানে আমাদের হাতে কিছু অপশন আছে, যেমন গোপনকারী, গোপন পর্যবেক্ষক, দমন, দমনকারী। আমার কাছে শেষ দুটো ব্যবহার করাটাকেই যুতসই মনে হয়, oversight => দমন ও oversighter => দমনকারী। —শাকিল (আলাপ · অবদান) ০৫:২৯, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil কিন্তু দমন তো প্রাসঙ্গিক নয়। গোপনকারী অধিক প্রাসঙ্গিক। মেহেদী আবেদীন ০৯:৫১, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin দমনকারী একেবারে অপ্রাসঙ্গিক তা নয়, দমন বা চাপা দেওয়া অনেকক্ষেত্রে এক অর্থে ব্যবহার হতে পারে। তবে হ্যাঁ দমনকারী শব্দটি অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে সেক্ষেত্রে গোপনকারী ভালো বিকল্প। —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৯, ৫ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

কাজের তালিকা[সম্পাদনা]

  • বৈশ্বিক নীতিমালা স্থানীয়করণ  করা হয়েছে
  • সম্প্রদায়ের অনুমোদনের জন্য আলোচনাসভায় উপস্থাপন, নজরতালিকায় বিজ্ঞপ্তি ও সম্প্রদায়ের মেইলিং লিস্টে ই-মেইল প্রদান  করা হয়েছে
  • অনুমোদিত হলে; প্রশাসকদের মেইলিং লিস্টে প্রশাসকদের দমনকারী হওয়ার আবেদনের জন্য আমন্ত্রণ জানানো  করা হয়েছে
  • ...
  • ভিআরটি উইকিতে নতুন ভিআরটি সারি তৈরি করার অনুরোধ ω প্রতীক্ষমাণ
  • ভিআরটি ঠিকানা দিয়ে একটি উইকিপিডিয়া অ্যাকাউন্ট তৈরি। yellow tickY আংশিকভাবে সম্পন্ন

শাকিল (আলাপ · অবদান) ০৫:৪৪, ১ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন