হ্যান্স গেয়র্গ ডেমেল্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হ্যান্স গেয়র্গ ডেমেল্ট
জন্ম(১৯২২-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯২২
মৃত্যু৭ মার্চ ২০১৭(2017-03-07) (বয়স ৯৪)
জাতীয়তাজার্মানি
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অফ গ্যটিঙেন
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ওয়াশিংটন
ডিউক বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য শিক্ষার্থীডেভিড জে ওয়াইনল্যান্ড

হ্যান্স গেয়র্গ ডেমেল্ট (৯ সেপ্টেম্বর, ১৯২২ - ৭ মার্চ, ২০১৭) একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৮৯ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।[১]

জীবনী[সম্পাদনা]

তিনি ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন থেকে ১৯৪৮ সালে মাস্টার্স এবং ১৯৫০ সালে পিএইচডি অর্জন করেন। তিনি ডক্টরেটোত্তর গবেষণা করেন ডিউক বিশ্ববিদ্যালয়ে। সিয়াটলে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ১৯৫৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৫৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৬১ সালে পূর্ণ অধ্যাপক হন।

সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nobel Prize in Physics 1989. Press release"। The Royal Swedish Academy of Sciences। ১২ অক্টোবর ১৯৮৯। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৮