হেলেন কুইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেলেন কুইন
জন্ম (1943-05-19) ১৯ মে ১৯৪৩ (বয়স ৮০)
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, postdoctoral work at DESY
পেশাকণা পদার্থবিজ্ঞানী
নিয়োগকারীহার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড লিনিয়ার অ্যাক্সিলারেটর সেন্টার
বোর্ড সদস্যBoard on Science Education of the National Research Council (of NAS)

হেলেন কুইন একজন অস্ট্রেলীয় বংশোদ্ভূত কণা পদার্থবিজ্ঞানী।

জীবনী[সম্পাদনা]

কুইন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বিএস, ১৯৬৪ সালে এমএস এবং ১৯৬৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ ১৯৭২ সালে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন এবং ১৯৭৬ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]