লুডোলফ কাম্পহাউজেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাম্পহাউজেন, গট্টফ্রীড লুডোলফ
জন্ম১০ জানুয়ারি, ১৮০৩
মৃত্যু৩ ডিসেম্বর, ১৮৯০

গট্টফ্রীড লুডোলফ কাম্পহাউজেন (ইংরেজি: Gottfried Ludolf Camphausen) (১০ জানুয়ারি, ১৮০৩ - ৩ ডিসেম্বর, ১৮৯০) প্রুশীয় রাষ্ট্রীয় কর্মী, রাইন অঞ্চলের উদারপন্থী বুর্জোয়াদের একজন নেতা। ১৮৪৮ সালের ২৯ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত প্রুশীয়ার বুর্জোয়া-উদারপন্থী সরকারের নেতৃত্ব করেন।[১] জুলাই ১৮৪৮ সালে তিনি ফ্রাংকফুর্ট পার্লামেন্টে প্রতিনিধিত্বশীল প্রুশিয়ান হিসেবে যোগদান করেন। সেই পদে তিনি এপ্রিল, ১৮৪৯ পর্যন্ত থাকেন। রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে মোহমুক্তি ঘটলে একজন জ্ঞানী এবং বিষণ্ণ মানুষ হিসেবে অবশেষে তিনি পদত্যাগ করেন এবং কোলনে পুনরায় ব্যাংকিং ব্যবসায় ফিরে যান ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. লেনিন, কী করতে হবে; প্রগতি প্রকাশন, মস্কো; পৃষ্ঠা-১৫১
  • G. L. M. Strauss, Men Who Have Made the New German Empire, Vol. II, London: Tinsley Brothers, 1875, pp. 289–290.

বহিঃসংযোগ[সম্পাদনা]