রেডিও আমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেডিও আমার
প্রচারের স্থানঢাকা,
চট্টগ্রাম
স্লোগানবাংলাদেশের প্রতিধ্বনি
ফ্রিকোয়েন্সি৮৮.৪ এফএম
প্রথম সম্প্রচার১১ ডিসেম্বর ২০০৭ (2007-12-11)
ভাষাবাংলা
প্রাক্তন ফ্রিকোয়েন্সি১০১.৬ এফএম
ওয়েবকাস্টরেডিও আমার
ওয়েবসাইটwww.radioaamar.com

রেডিও আমার ছিল বাংলাদেশের ২৪ ঘণ্টার একটি বেসরকারি এফএম রেডিও স্টেশন। এটি ঢাকায় ৮৮.৪ এফএমে সম্প্রচারিত হত। ২০০৭ সালের ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রেডিও আমার।[১] এটির প্রোগ্রামগুলির মধ্যে ছিল সংবাদ, বাংলা গান, ইংরেজি গান, ব্যান্ড গান, আবহাওয়ার খবর, ট্র্যাফিক খরব এবং বাজারের খবর।

২০০৮ সালের অক্টোবরে স্টেশনটি ঢাকায় ১০১.৬ এফএম ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে ৮৮.৪ এফএমে আসে। রেডিও আমার বর্তমানে বন্ধ হয়ে গেছে।[২]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নতুন আঙ্গিকে রেডিও আমার"। নয়া দিগন্ত। ২৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. হোসাইন, মো আব্দুল্লাহ আল। "কেন দাঁড়াতে পারল না এফএম রেডিও"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩