মিশেল ওবামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশেল ওবামা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি
কাজের মেয়াদ
জানুয়ারী ২০, ২০০৯ – জানুয়ারি ২০, ২০১৭
রাষ্ট্রপতিবারাক ওবামা
পূর্বসূরীলরা বুশ
ব্যক্তিগত বিবরণ
জন্মমিশেল লভান রবিনসন
(1964-01-17) জানুয়ারি ১৭, ১৯৬৪ (বয়স ৬০)
শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাআমেরিকান
রাজনৈতিক দলডেমোক্রেটিক
দাম্পত্য সঙ্গীবারাক ওবামা (বি. ১৯৯২)
সম্পর্কক্রেইগ রবিনসন (ভাই)
সন্তানমালিয়া ওবামা (জন্ম ১৯৯৮)
সাশা ওবামা (জন্ম ২০০১)
বাসস্থানহাইড পার্ক, শিকাগো (ব্যক্তিগত)
প্রাক্তন শিক্ষার্থীপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় (A.B.)
হার্ভার্ড ল স্কুল (J.D.)
জীবিকাআইনজীবী
ধর্মপ্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান
স্বাক্ষর

মিশেল লভান রবিনসন ওবামা (জন্ম: জানুয়ারি ১৭, ১৯৬৪) হলেন একজন আমেরিকান আইনজীবীলেখক, যিনি ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের ৪৪তম ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সহধর্মিণী এবং যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-আমেরিকান ফার্স্ট লেডি। ইলিনয় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত শিকাগোর উত্তরাংশে বেড়ে ওঠা মিশেল ওবামা প্রিন্সটন বিশ্ববিদ্যালয়হার্ভার্ড ল স্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি সিলডি অস্টিন নামক একটি আইন সংস্থায় কর্মরত ছিলেন যেখানে প্রথমবার বারাক ওবামার সাথে তার পরিচয় ঘটে। পরবর্তীকালে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অ‍্যাসোসিয়েট ডীন অব স্টুডেন্ট সার্ভিস এবং শিকাগো মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ফর কমিউনিটি অ‍্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স পদেও কর্মরত ছিলেন। ১৯৯২ সালে বারাক ওবামা ও মিশেল ওবামা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই দম্পতির দুই সন্তান আছে।

পরিবার এবং শিক্ষা[সম্পাদনা]

মিশেল লভান রবিনসন ১৭ জানুয়ারি ১৯৬৪ শিকাগোয় জন্মগ্রহণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

সম্মানজনক পদবীসমূহ
পূর্বসূরী
লরা বুশ
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি
২০০৯–২০১৭
উত্তরসূরী
মিলেনিয়া ট্রাম্প