ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ
জন্মMay 18, 1901
মৃত্যুডিসেম্বর ১১, ১৯৭৮(1978-12-11) (বয়স ৭৭)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন
রোচেস্টার বিশ্ববিদ্যালয়
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯৫৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
ডক্টরাল উপদেষ্টাJohn R. Murlin
১৯৫৫ সালে ভিগ্নেয়াউদ

ভিঞ্চেন্ত দু ভিগ্নেয়াউদ (ইংরেজি: Vincent du Vigneaud, মে ১৮, ১৯০১ - ডিসেম্বর ১১, ১৯৭৮) একজন মার্কিন প্রাণরসায়নবিদ ছিলেন। তিনি জৈব রাসায়নিকভাবে গুরুত্বপূর্ণ সালফার যৌগগুলিতে তার কাজের জন্য, বিশেষ করে একটি পলিপেপটাইড হরমোন সর্বপ্রথম সংশ্লেষণের জন্য ১৯৫৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন ।

জীবনী[সম্পাদনা]

ভিগ্নেয়াউদ ১৯০১ সালের ১৮ মে ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯২৩ সালে বিএসসি এবং ১৯২৪ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি রোচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩২ সালে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে যোগদান করেন এবং ১৯৩৮ সালে কর্নেল মেডিকেল কলেজে যোগদান করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]