ফেদেরিকো কাপাসসো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ফেডরিকো কাপাসো থেকে পুনর্নির্দেশিত)
ফেদেরিকো কাপাসসো
জন্ম১৯৪৯
জাতীয়তাইতালি-মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনUniversity of Rome
পরিচিতির কারণকোয়ান্টাম ক্যাসকেড লেজার; ব্যান্ড গ্যাপ ইঞ্জিনিয়ারিং; repulsive Casimir forces; ওয়েভফ্রন্ট engineering using plasmonics
পুরস্কারDuddell Medal and Prize (2002)
এডিসন মেডেল (২০০৪)
SPIE Gold Medal (2013)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রফলিত পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহবেল ল্যাব্‌স
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরেট শিক্ষার্থীErtrugul Cubuckcu, Jonathan Fan, Nanfang Yu, Benjamin Lee. Jeremy Munday, Eizabeth Smythe, Christine Wang

ফেদেরিকো কাপাসসো (ইতালীয়: Frederico Capasso) একজন প্রখ্যাত ফলিত পদার্থবিজ্ঞানী এবং কোয়ান্টাম ক্যাসকেড লেজার এর অন্যতম উদ্ভাবক। তিনি ৬০টির অধিক ইউএস প্যাটেন্টের অধিকারী। কাপাসসো ১৯৭৩ সালে স্যাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম থেকে পদার্থবিজ্ঞানে সুম্মা কাম লডসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ সালে বেল ল্যাব্‌স এ যোগদান করেন। ১৯৮৪ সালে তিনি ডিস্টিংগুইশড মেম্বার অব টেকনিক্যাল স্টাফ নিযুক্ত হন এবং ১৯৯৭ সালে বেল ল্যাবস ফেলো হন। তিনি ১৯৮৭ থেকে ২০০০ সাল পর্যন্ত কোয়ান্টাম ফেনোমেনা অ্যান্ড ডিভাইস রিসার্চ ডিপার্টমেন্ট এবং সেমিকন্ডাক্টর ফিজিক্স রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। তিনি ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট অব ফিজিক্যাল রিসার্চ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালের ১ জানুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ যোগদান করেন। [১]

সদস্যপদ[সম্পাদনা]

  • ফেলো, দ্য ইন্সটিটিউট অব ফিজিক্স (যুক্তরাজ্য), ১৯৯৯
  • ফেলো, আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, ১৯৯৮
  • সম্মানসূচক সদস্য, দ্য ফ্রাঙ্কলিন ইন্সটিটিউট, ১৯৯৭
  • সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস, ১৯৯৫
  • সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং, 1995
  • ফেলো, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স, ১৯৯২
  • ফেলো, International Society for Optical Engineering (SPIE), 1991
  • ফেলো, অপটিক্যাল সোসাইটি অব আমেরিকা, 1989
  • ফেলো, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, 1987
  • ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, 1986

সম্মাননা[সম্পাদনা]

  • Recognized as a Laser Luminary by SPIE as part of the Laserfest celebrations for the 50th anniversary of the first laser, 2010
  • Berthold Leibinger Zukunft Prize (Future prize), 2010
  • King Faisal International Prize for Science, 2005
  • Gold Medal of the President of Italy for meritorious achievement in science, 2005
  • Commendatore of the Italian Republic, 2004
  • এডিসন মেডেল, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স, ২০০৪
  • য়ার্থার শলো প্রাইজ ইন লেজার সায়েন্স, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি, 2004
  • Tommasoni & Chisesi Prize for Outstanding Achievements in Physics, 2004
  • সম্মানসূচক ডক্টরেট, তড়িৎ প্রকৌশল, University of Bologna, Italy, 2003
  • Goff Smith Prize and Lecture, University of Michigan, 2003
  • Duddell Medal and Prize of The Institute of Physics (London, UK), 2002
  • Robert Wood Prize of the Optical Society of America, 2001
  • Silver Seal of the University of Bari, 2001
  • Willis E. Lamb Medal for Laser Physics and Quantum Optics, 2000
  • NASA Group Achievement Award, 2000
  • Alessandro Volta Memorial Medal, University of Pavia, Italy, 1999
  • IEEE/Laser & Electrooptics Society W. Streifer Award for Scientific Achievement, 1998
  • Rank Prize in Optoelectronics (UK), 1998
  • Capitolium Prize from the Mayor of Rome, Italy, 1998
  • Wetherill Medal of the Franklin Institute, 1997
  • বেল ল্যাবরেটরীজ ফেলো অ্যাওয়ার্ড, 1997
  • ম্যাটেরিয়ালস রিসার্চ সোসাইটি মেডেল, 1995
  • Moet Hennessy·Louis Vuitton “Leonardo da Vinci” Award of Excellence (France), 1995
  • Newcomb Cleveland Prize of the American Association for the Advancement of Science, 1995
  • Electronics Letters Prize of the Institute of Electrical Engineers (London, UK), 1995
  • Heinrich Welker Memorial Medal (Germany) and International Compound Semiconductors Symposium Award, 1994
  • দ্য নিউ ইয়র্ক অ্যাকাডেমি অব সায়েন্সেস অ্যাওয়ার্ড, ১৯৯৩
  • আইইই ডেভিড সারনফ অ্যাওয়ার্ড ইন ইলেক্ট্রনিক্স, ১৯৯১
  • Bell Laboratories Distinguished Member of Technical Staff Award, 1984

তথ্যসূত্র[সম্পাদনা]