দ্য লেমনহেডস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লেমনহেডস
শেপার্ড বুশ এম্পায়ারে দ্য লেমনহেডস
শেপার্ড বুশ এম্পায়ারে দ্য লেমনহেডস
পটভূমি
উৎপত্তিবোস্টন, যুক্তরাষ্ট্র
ধরণসমূহপাংক রক (পূর্বে)
অলটারনেটিভ রক (পরবর্তীতে)
যে কয় বছর সক্রিয় ছিল১৯৮৬-১৯৯৭
২০০৫-বর্তমান
লেবেলসমূহট্যাং! (১৯৮৬-১৯৯০)
আটলান্টিক (১৯৯০-১৯৯৬)
ভারগান্ট (২০০৬-২০০৮)
দি এন্ড (২০০৯-বর্তমান)
সহযোগী অন্যান্য
কাজ
অল, ব্ল্যাক ফ্ল্যাগ, ব্লেইক বেবিজ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সদস্যবৃন্দ
এভান ডান্ডো; ভেস রুথেনবার্গ, ডেভন অ্যাশলি, মার্ক কাটসিঙ্গার
প্রাক্তন সদস্যবৃন্দ
বেন ডিলি, কোরে ব্রেনান, জন স্ট্রহোম, ডগ ট্র্যাশটেন, জুলিয়ানা হ্যাটফিল্ড

দ্য লেমনহেডস (ইংরেজি: The Lemonheads) হচ্ছে অল্টারনেটিভ রক ভিত্তিক একটি মার্কিন রক ব্যান্ড। ১৯৮৬ সালে গিটারিস্ট ও গায়ক এভান ডান্ডো এটি প্রতিষ্ঠা করেন, যিনি এই ব্যান্ডের এখন পর্যন্ত একমাত্র স্থায়ী সদস্য।

দ্য লেমনহেডস-এর জনপ্রিয়তা বৃদ্ধি পায় ১৯৯২ সালে ইট'স আ শেইম অ্যাবাউট রয় অ্যালবামের মাধ্যমে। অ্যালবামাটি প্রযোজন, প্রকৌশল ও মিক্সিং করেছিলেন প্রযোজক ব্রুস রব, ডো, এবং জো। এই অ্যালবামাটি ব্যান্ডের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম হিসেবে পরিচয় লাভ করে। এছাড়াও এটাকে ধরা হয় অল্টারনেটিভ রক সঙ্গীতের অ্যালবামগুলোর মধ্যে সবচেয়ে ভালো।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

সাক্ষাৎকার[সম্পাদনা]