উইলিয়াম জন র‍্যাংকিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম জন র‍্যাংকিন
উইলিয়াম জন র‍্যাংকিন
জন্ম(১৮২০-০৭-০৫)৫ জুলাই ১৮২০
মৃত্যু২৪ ডিসেম্বর ১৮৭২(1872-12-24) (বয়স ৫২)
জাতীয়তাস্কটিশ
মাতৃশিক্ষায়তনএডিনবরা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণতাপগতিবিদ্যা, পুরকৌশল
পুরস্কারKeith Medal (1854)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান, প্রকৌশল
প্রতিষ্ঠানসমূহগ্লাসগো বিশ্ববিদ্যালয়
যাদেরকে প্রভাবিত করেছেনPierre Duhem

উইলিয়াম জন র‍্যাংকিন একজন স্কটিশ পুরকৌশলী, পদার্থবিজ্ঞানী এবং গণিতবিদ। তিনি রুডলফ ক্লসিয়াসউইলিয়াম থমসন এর তাপগতিবিদ্যা বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা। র‍্যাংকিন স্টীম ইঞ্জিনের পূর্ণাঙ্গ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ১৮৪০ থেকে শুরু করে বিজ্ঞান এবং প্রকৌশলের বিষয়সমূহের উপর কয়েক শত পেপার এবং নোট লিখেন।

অন্যান্য[সম্পাদনা]

র‍্যাংকিন ১৮৫৫ সালের নভেম্বর থেকে ১৮৭২ সালে তাঁর মৃত্যু পর্যন্ত গ্লাসগো বিশ্ববিদ্যালয় এ পুরকৌশল এবং বলবিদ্যার অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সম্মাননা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Library and Archive catalogue"। The Royal Society। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. http://www.engineeringhalloffame.org/listing-4.html