ইয়াকুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়াকুব
يَعْقُوب
যাকোব

ইসলামি চারুলিপিতে লেখা ইয়াʿকুব
সমাধিপিতৃকুলপতিদের গুহা, হিব্রোণ
অন্যান্য নামবাইবেলীয়: যাকোব
ইব্রীয়: יַעֲקֹב
ইব্রীয়: יִשְׂרָאֵל
ধ্রুপদী আরবি: إِسْرَآءِيل
আধুনিক প্রমিত আরবি: إِسْرَآئِيل
দাম্পত্য সঙ্গীরাহেল, লেয়া
সন্তানইউসুফ, বিনিয়ামীন এবং আরও ১০জন
পিতা-মাতাইসহাক
রিবিকা

ইয়াʿকুব (ইংরেজি: Jacob; হিব্রু ভাষায়: יַעֲקֹב‎‎, Yaʿakov; প্রাচীন গ্রিকἸακώβ, Iakōb; আরবি: يَعْقُوب, প্রতিবর্ণীকৃত: Yaʿqūb), ইসরাঈল নামেও পরিচিত (হিব্রু ভাষায়: יִשְׂרָאֵל; আধুনিক: Yiśrāʾēl; সপ্ততি গ্রিক ভাষায়: Ἰσραήλ Israēl; আরবি ভাষায়: إِسْرَائِيل), হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে, তিনি ছিলেন একজন নবী[১] তার গোত্রের নাম ছিল বনী ইসরাঈল। বনী ইসরাঈল নামে কোরআনে একটি সূরা নাযিল হয়েছে।

জীবনী[সম্পাদনা]

পারিবারিক জীবন[সম্পাদনা]

ইয়াকুব এর বার জন পুত্র-সন্তানের কথা কোরাআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলে বার জন পুত্র-সন্তান ও কয়েক জন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই সন্তান-সম্ভতি হয় এবং বংশ বিস্তার লাভ করে। হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হলঃ রেউবেন, সিমোন, লেভি, জুদাহ(ইয়াহুদা), দান, নাফতালি, গাদ, আশের, ইসসাচার, জেবুলুন, মেয়ে দিনাহ, জোসেফ বা ইউসুফ, এবং বেনজামিন বা বেনিয়ামিন। তার উপাধি ছিল ইসরাঈল । তাই বারটি পরিবার সবাই বনী-ইসরাঈল নামে খ্যাত হয়। বারপুত্রের মধ্যে দশ জন জ্যেষ্ঠপুত্র ইয়াকুব এর প্রথমা স্ত্রী "লাইয়্যা বিন্‌তে লাইয়্যানের" গর্ভে জন্মলাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব লাইয়্যার ভগিনী "রাহীলকে" বিবাহ করেন। রাহীলের গর্ভে দু'পুত্র ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই ইউসুফ এর একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট দশ জন বৈমাত্রেয় ভাই ও কয়েক জন বোন। ইউসুফ জননী রাহীলও বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুমুখে পতিত হন।[২]

বাইবেল অনুযায়ী বংশতালিকা[সম্পাদনা]

তেরহ
সারা[৩]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[৪]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন
যাকোবলেয়া
লেবি
গের্শোনকহাৎমরারি
লিব্‌নিশিমিয়িযিষ্‌হরহিব্রোণউষীয়েলমহলিমূশি
যোকেবদঅম্রমমীশায়েলইল্‌সাফনসিথ্রি
মরিয়মহারোণমোশিসিপ্পোরা
গের্শোমইলীয়েষর

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wells, John C. (১৯৯০)। Longman pronunciation dictionary। Harlow, England: Longman। পৃষ্ঠা 381। আইএসবিএন 0-582-05383-8  entry "Jacob"
  2. মারেফুল কোরআন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ ডিসেম্বর ২০১০ তারিখে, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ শাফী' , অনুবাদঃ মাওলানা মুহিউদ্দন খান, সূরা ইউসুফ পৃষ্ঠা- ৬৫৪।
  3. Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
  4. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph

বহিঃসংযোগ[সম্পাদনা]