আর্থার কেলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্থার কেলি
Arthur Cayley
আর্থার কেলি
জন্ম১৬ই আগস্ট, ১৮২১
মৃত্যু২৬শে জানুয়ারি, ১৮৯৫
জাতীয়তা ব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণঅভিক্ষেপী জ্যামিতি
গ্রুপ তত্ত্ব
পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রগণিতবিদ
প্রতিষ্ঠানসমূহকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাঅজানা
ডক্টরেট শিক্ষার্থীএইচ এফ বেকার
অ্যান্ড্রু ফর্সাইথ
শার্লট স্কট

আর্থার কেলি (ইংরেজি: Arthur Cayley) (১৬ই আগস্ট, ১৮২১—২৬শে জানুয়ারি, ১৮৯৫) একজন ব্রিটিশ গণিতবিদ। তিনি বিপরীত ম্যাট্রিক্সের ধারণাসহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন এবং এটা তিনি ১৮৫৩ খ্রিষ্টাব্দে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি ১৮৫৮ খ্রিষ্টাব্দে তার পত্রিকা “Memoir on the theory of Matrices” এ প্রথমে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। [১] এ কারণে তাকে ম্যাট্রিক্স এর ”জনক” বলা হয়। বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ ১৯২৫ খ্রিষ্টাব্দে কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের প্রথম ব্যবহার শুরু করেন। গণিতে সমীকরণ জোটের সমাধান , পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে , উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায় গণিতে আয়-ব্যয় হিসাব বিনিয়োগ করতে হবে তা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সহজে নির্ণয় করা যায়।

জীবনী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. See Cayley (1858) "A Memoir on the Theory of Matrices", Philosophical Transactions of the Royal Society of London, 148 : 24 : "I have verified the theorem, in the next simplest case, of a matrix of the order 3, … but I have not thought it necessary to undertake the labour of a formal proof of the theorem in the general case of a matrix of any degree."