ব্যবহারকারী:ডা: প্রবীর আচার্য্য নয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ডাঃ প্রবীর আচার্য্য নয়ন,
গীতিকার, বাংলাদেশ টেলিভিশন
রচনা, সম্পাদনা ও নির্মাণসমূহ

  • [বৈশাখ আসে][১][বৈশাখ আসে]
  • রাগ পরিচয়- শাস্ত্রীয় সঙ্গীতের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রচিত। এতে প্রবীর আচার্য নয়ন প্রবর্ত্তিত সর্বরাগ এর স্বরমালিকা ও লক্ষণগীত দেওয়া আছে।
  • গীতমালিকা- বিভিন্ন সময়ে গীতিকার প্রবীর আচার্য্য নয়ন এর রচিত গানগুলির একটি অনন্য সংকলন।
  • নয়নগীতি- প্রবীর আচার্য্য রচিত কয়েকটি গানের স্বরলিপি নিয়ে রচিত।
  • আঞ্চলিকতা- প্রবীর আচার্য্য রচিত কয়েকটি আঞ্চলিক গান নিয়ে রচিত।
  • অনুভূতি- প্রবীর আচার্য্য রচিত কয়েকটি একক ও বৃন্দ আবৃত্তি করার মত কবিতা নিয়ে রচিত।
  • জ্যোতিষবান্ধব- প্রবীর আচার্য্য নির্মিত বাংলা ও ইংরেজীতে জন্মপত্রিকা তৈরী করার উপযোগী একটি কম্পিউটার সফটওয়্যার।
  • নবনীতা- ডাঃ প্রবীর আচার্য্য নয়ন এর সম্পাদিত কবি শীলা দাশগুপ্তা এর রচিত কবিতার একটি সংকলন।
  • [ক্ষণজন্মা][২]- গীতিকার প্রবীর আচার্য্য সম্পাদিত গীতিকার শতাব্দী সাহা মনি’র স্মরণে কয়েকটি গানের একটি সংকলন।

এছাড়া বিভিন্ন ব্লগ, পত্রিকা, প্রকাশনায় তার অনেক লেখা প্রকাশিত হয়েছে।