ব্যবহারকারী:Faisal Hasan

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
এই ব্যবহারকারী একজন নিশাচর এবং কোনো ব্যতিক্রমতা ছাড়া রাতে তিনি উইকিতে থাকেন।
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
১,০০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১,০০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।

আমি ফয়সল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের আন্ডারগ্রাজুয়েট ছাত্র। আমার স্কুল ও কলেজ যথাক্রমে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ

উইকিপিডিয়াতে কাজ করা আমার জীবনের অন্যতম আনন্দময় অভিজ্ঞতা। আমি উইকিতে যোগদান করি ২০০৯ সালের এপ্রিল মাসে। উইকিসংকলনেও আমি মাঝে মাঝে কাজ করি। চেষ্টা করছি বাংলা ভাষার মুক্ত প্রকল্পগুলোর সাথে সাধ্যমত যুক্ত থাকার।

আমার উইকিপদক:

হাতের পাঁচ সর্বাধিক নিবন্ধদাতা পদক' জুন ২০০৯
এ ব্যবহারকারী জুন ২০০৯ মাসে হাতের পাচেঁর সর্বাধিক ৩৪ টি নিবন্ধ তৈরি করেছেন।
তাঁর এ অবদানের স্বীকৃতিসরূপ ফয়সলকে এ পদক প্রদান করা হল।----বেলায়েত

আমার পরিসংখ্যান: বাংলা উইকিতে আমার পরিসংখ্যান দেখুন এখানে

বাংলা উইকিতে বর্তমান নিবন্ধ সংখ্যা: মোট নিবন্ধ ১,৫১,৬৮৫ টি।