প্লাংকের সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Planck time থেকে পুনর্নির্দেশিত)
পাই সংখ্যা দ্বারা প্লাংক ইউনিট প্রাপ্ত

পদার্থবিজ্ঞানে, প্লাংকের সময় হল প্লাংক একক ব্যবস্থায় শুন্য মাধ্যমে আলো এক প্ল্যাংকের দৈর্ঘ্য আতিক্রম করতে যে সময় লাগে। একে tP দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং, প্লাংকের সময়কে সংজ্ঞায়িত করা যায়ঃ-

সেকেন্ড[১]

এখানে,

= হ্রস প্লাংকের ধ্রুবক (ভিন্নক্ষেত্রে, এর পরিবর্তে ব্যবহৃত হয়)
=মহাকর্ষ ধ্রুবক
= শুন্য মাধ্যমে আলোর দ্রুতি।

বন্ধনির মাঝের সংখ্যাটি প্রাক্কলিত আদর্শ বিচূতি (standard error)।

ভৌত গুরত্ব[সম্পাদনা]

প্লাংকের সময় এর উদ্ভব গাণিতিক পদার্থবিজ্ঞানের একটি শাখা, মাত্রা বিশ্লেষন থেকে। মাত্রা বিশ্লেষন করা হয় পরিমাপের একক এবং প্রাকৃতিক ধ্রুবক ব্যবহার করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. CODATA Value: Planck Time – The NIST Reference on Constants, Units, and Uncertainty.