প্যারিস মেট্রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Paris Métro থেকে পুনর্নির্দেশিত)
প্যারিস মেট্রো
Paris Métropolitain
পারি মেত্রোপোলিতাঁ

সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়অ্যার.আ.তে.পে (অবকাঠামো)
ইল-দো-ফ্রঁস মোবিলিতে
(রেলগাড়িসমূহ)
অবস্থানপ্যারিস মেট্রোপলিটান এলাকা
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
১৬ (নম্বর ১–১৪, ৩বিস এবং ৭বিস)
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
৩০৩[১]
দৈনিক যাত্রীসংখ্যা৪১.৬ লক্ষ (২০১৫)
বাৎসরিক যাত্রীসংখ্যা১৫২ কোটি (২০১৫)[২]
চলাচল
চালুর তারিখ১৯ জুলাই ১৯০০; ১২৩ বছর আগে (1900-07-19)[৩]
পরিচালক সংস্থাঅ্যার.আ.তে.পে
একক গাড়ির সংখ্যা৭০০টি রেলগাড়ি
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য২১৪ কিমি (১৩৩ মা)[৩]
রেলপথের গেজ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট   ইঞ্চি) আদর্শ গেজ
বিদ্যুতায়ন৭৫০ ভোল্ট ডিসি তৃতীয় রেল
প্যারিসের রাস্তায় মেট্রো ব্যবস্থায় প্রবেশপথের প্রতীক

প্যারিস মেট্রো (ফরাসি: Métro de Paris মেত্রো দো পারি) ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। এটি প্যারিসের অন্যতম একটি প্রতীক। ব্যবস্থাটি এর "আর নুভো"-প্রভাবিত (ফরাসি ভাষায় Art Nouveau) সুষম স্থাপত্যের কারণে পরিচিত। মেট্রোটিতে রয়েছে ১৬টি চক্রপথ বা লাইন, যাদের বেশিরভাগই ভূগর্ভে অবস্থিত। রেলপথগুলির মোট দৈর্ঘ্য ২১৪ কিলোমিটার[৩]; বিরতিস্থল বা স্টেশনের সংখ্যা ৩০০।[১]

প্যারিস মেট্রোর বিরতিস্থলগুলি খুব কাছাকাছি স্থাপিত এবং এগুলি বিশ্বের মধ্যে সবচেয়ে কাছাকাছি স্থাপিত স্টেশন। প্যারিস শহরের ১০৫ বর্গকিলোমিটার এলাকার ভেতরে ২৪৫টি বিরতিস্থল আছে। লাইনগুলি ১ থেকে ১৪ পর্যন্ত ক্রমিক নম্বরে নামাঙ্কিত। দুইটি গৌণ লাইন আছে যারা ৩বিস (অর্থাৎ "অতিরিক্ত ৩") এবং ৭বিস ((অর্থাৎ "অতিরিক্ত ৭")) নামে পরিচিত; এগুলি আগে ৩ ও ৭নং লাইনের অংশ ছিল কিন্তু বর্তমানে আলাদা লাইন হিসেবে পরিগণিত হয়।

লাইনগুলিকে মেট্রো ব্যবস্থার মানচিত্রে ক্রমিক নম্বর ও রঙ দিয়ে আলাদা করা যায়। শেষ বিরতিস্থল দিয়ে ট্রেনের গতিপথ বোঝানো হয়।

প্যারিস মেট্রো মস্কোর পরেই ইউরোপের ২য় ব্যস্ততম দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। [৪] এটি প্রতিদিন ৪৫ লক্ষ যাত্রী ব্যবহার করে। ২০০৫ সালে এটি ১৩০ কোটি যাত্রীকে পরিবহন সেবা প্রদান করে।[২] শাৎ‌লে লে আল (ফরাসি ভাষায় Châtelet – Les Halles শাৎল্যা লে আল্‌ আ-ধ্ব-ব: /ʃatlɛ le al/) বিশ্বের বৃহত্তম ভূগর্ভস্থ রেলস্টেশন।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Network – The Metro: a Parisian institution"RATP। ২০১৭-০২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৯ 
  2. "RAPPORT D'ACTIVITÉ 2015" (pdf)। STIF। পৃষ্ঠা 18। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১৭ 
  3. "Brief history of the Paris metro"france.fr – The official website of France। ২০১৩-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-২১ 
  4. Metro systems by annual passenger rides
  5. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০০৮ 

আরও দেখুন[সম্পাদনা]