নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Nottingham Forest F.C. থেকে পুনর্নির্দেশিত)
নটিংহ্যাম ফরেস্ট
পূর্ণ নামনটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব
ডাকনামফরেস্ট, দ্য রেডস, ট্রিকি ট্রিজ
প্রতিষ্ঠিত১৮৬৫; ১৫৯ বছর আগে (1865)[১]
মাঠসিটি গ্রাউন্ড
ধারণক্ষমতা৩০,৪৪৬
মালিকএনএফ ফুটবল ইনভেস্টমেন্ট লিমিটেড
এভাঙ্গেলোস মারিনাকিস (৮০%)
সক্রেটিস কোমিনাকিস (২০%)[২]
সভাপতিইংল্যান্ড নিকোলাস র‍্যান্ডাল কিউসি[৩]
ম্যানেজারইংল্যান্ড স্টিভ কুপার
লিগপ্রিমিয়ার লিগ
২০২২–২৩১৬তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাব (ইংরেজি: Nottingham Forest Football Club; এছাড়াও নটিংহ্যাম ফরেস্ট এফসি অথবা শুধুমাত্র নটিংহ্যাম ফরেস্ট নামে পরিচিত) হচ্ছে নটিংহ্যাম ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। নটিংহ্যাম ফরেস্ট তাদের সকল হোম ম্যাচ নটিংহ্যামের সিটি গ্রাউন্ডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৪৪৬। চিরপ্রতিদ্বন্দ্বী নটস কাউন্টির ঠিক বিপরীত দিকেই এই ক্লাবটি অবস্থিত। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টিভ কুপার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন নিকোলাস র‍্যান্ডাল। বর্তমানে ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় জোসেফ অ্যাড্রিয়ান ওরেল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সিটি সেন্টারের ঠিক উত্তরে অবস্থিত ফরেস্ট রিক্রিয়েশন গ্রাউন্ড থেকেই এই ক্লাবের নামকরণ করা হয়েছে। এখানেই নটিংহ্যাম গুজ ফেয়ার নামক স্থানে ক্লাবের প্রথম মাঠ ছিল। সাধারণত ফরেস্ট বনামেও এই ক্লাবটি পরিচিত। এই ক্লাবের সাথে ফরেস্ট ফুটবল ক্লাবের কোন সম্পর্ক নেই।

ঘরোয়া ফুটবলে, নটিংহ্যাম ফরেস্ট এপর্যন্ত ১২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি প্রিমিয়ার লিগ, ৩টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ২টি এফএ কাপ এবং ৪টি ফুটবল লিগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং ১টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

উৎস: [৪]

লিগ[সম্পাদনা]

চ্যাম্পিয়ন (১): ১৯৭৭–৭৮
রানার-আপ (২): ১৯৬৬–৬৭, ১৯৭৮–৭৯
চ্যাম্পিয়ন (৩): ১৯০৬–০৭, ১৯২১–২২, ১৯৯৭–৯৮
রানার-আপ (২): ১৯৫৬–৫৭, ১৯৯৩–৯৪
চ্যাম্পিয়ন (১): ১৯৫০–৫১ (দক্ষিণ)
রানার-আপ (১): ২০০৭–০৮

কাপ[সম্পাদনা]

চ্যাম্পিয়ন (২): ১৮৯৭–৯৮, ১৯৫৮–৫৯
রানার-আপ (১): ১৯৯০–৯১
চ্যাম্পিয়ন (৪): ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৮৮–৮৯, ১৯৮৯–৯০
রানার-আপ (২): ১৯৭৯–৮০, ১৯৯১–৯২
চ্যাম্পিয়ন (১): ১৯৭৮
রানার-আপ (১): ১৯৫৯

ইউরোপীয়[সম্পাদনা]

চ্যাম্পিয়ন (২): ১৯৭৮–৭৯, ১৯৭৯–৮০
চ্যাম্পিয়ন (১): ১৯৭৯
রানার-আপ (১): ১৯৮০

বিশ্বব্যাপী[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "History of NFFC"। Nottingham Forest Football Club। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  2. https://www.nottinghamforest.co.uk/company-details/
  3. "Who's Who"। Nottingham Forest Football Club। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯ 
  4. "Archived copy"। ২২ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৩ 
  5. "Malmö FF"svenskfotboll.se (Swedish ভাষায়)। The Swedish Football Association। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]