মোহাম্মদ ইউসুফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Mohammad Yousuf (cricketer) থেকে পুনর্নির্দেশিত)
মোহাম্মদ ইউসুফ

محمد یوسف
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ ইউসুফ
জন্ম (1974-08-27) ২৭ আগস্ট ১৯৭৪ (বয়স ৪৯)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১২২)
২৬ ফেব্রুয়ারি ১৯৯৮ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৯ আগস্ট ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫২)
২৮ মার্চ ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২২ সেপ্টেম্বর ২০১০ বনাম ইংল্যান্ড
ওডিআই শার্ট নং১৩
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১ওয়ারউইকশায়ার
২০১০লাহোর লায়ন্স
২০১০ইসলামাবাদ লিওপার্ডস
২০০৮ল্যাঙ্কাশায়ার
২০০৪-২০০৮লাহোর লায়ন্স
২০০৩-২০০৪লাহোর
২০০২-২০০৩জেডটিবিএল
২০০০-২০০১লাহোর ব্লুজ
১৯৯৯-২০০২পিআইএ
১৯৯৭-১৯৯৮লাহোর সিটি
১৯৯৭-২০০৮ওয়াপদা
১৯৯৬-১৯৯৭ভাওয়ালপুর
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০ এফসি
ম্যাচ সংখ্যা ৯০ ২৮৮ ১৩৪
রানের সংখ্যা ৭,৫৩০ ৯,৭২০ ৫০ ১০,১৫২
ব্যাটিং গড় ৫২.২৯ ৪১.৭১ ১৬.৬৬ ৪৯.২৮
১০০/৫০ ২৪/৩৩ ১৫/৬৪ ০/০ ২৯/৪৯
সর্বোচ্চ রান ২২৩ ১৪১* ২৬ ২২৩
বল করেছে ১৮
উইকেট
বোলিং গড় ১.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ০/৩ ১/০ –/– ০/৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৬৫/– ৫৮/– ১/– ৮৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২০ এপ্রিল ২০১২

ইউসুফ ইউহানা বা মোহাম্মদ ইউসুফ (উর্দু: محمد یوسف‎‎; জন্ম: ২৭ আগস্ট, ১৯৭৪) লাহোরে জন্মগ্রহণকারী পাকিস্তানের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি পাকিস্তান জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যানঅধিনায়কের দায়িত্বে ছিলেন। ২০০৫ সালে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। স্বল্পসংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে তিনিও ছিলেন একজন, যিনি পাকিস্তান ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

নিম্নশ্রেণীভূক্ত হিন্দু বাল্মিকি গোত্রে জন্মগ্রহণ করেন যারা পরবর্তীতে খ্রিস্টান ধর্মগ্রহণ করেন।[১] বাবা ইয়োহানা মাসেহ রেলওয়ে স্টেশনে কাজ করতেন ও রেলওয়ে কলোনীতে বসবাস করতো তাদের পরিবার। শৈশবে তিনি ব্যাট চালাতে পারতেন না; তাই তার ভাইয়েরা টেনিস বলের সাহায্যে তাকে সাহস যোগাতেন। ১২ বছর বয়সে গোল্ডেন জিমখানা দলের দৃষ্টিতে পড়েন ও ক্রিকেটের সাথে সম্পৃক্ত হন। লাহোরের ফরম্যান ক্রিস্টিয়ান কলেজে অধ্যয়ন করেন ও সেখানেই ১৯৯৪ সালের শুরুর দিক পর্যন্ত খেলতে থাকেন।[২] একসময় তিনি ভাগ্যান্বেষণে ভাওয়ালপুরে রিক্সা চালাতেন।[৩]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২৬ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে ডারবানে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক ঘটে ইউসুফের। ৫০-এর অধিক গড়ে সাত সহস্রাধিক রান করেন যা যে কোন পাকিস্তানি ব্যাটসম্যানদের চেয়ে বেশি। এছাড়াও তার ২৪টি সেঞ্চুরিও রয়েছে। ২৭ বলে অর্ধ-শতক করেন যা বিশ্বের তৃতীয় দ্রুততম অর্ধ-শতক। ২০০৪ সালের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রান করেন। ডিসেম্বর, ২০০৫ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ২২৩ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। সাত মাস পর জুলাই, ২০০৬ সালে ইংল্যান্ড সফরে একই দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ২০২ ও ৪৮ রান করে পুনরায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। হেডিংলিতে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ১৯২ ও ওভালের চূড়ান্ত টেস্টে ১২৮ রান সংগ্রহ করেন।

২৮ মার্চ, ১৯৯৮ তারিখে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। ওডিআইয়ে ৪০-এর অধিক গড়ে নয় সহস্রাধিক রান করেন যা বিখ্যাত ব্যাটসম্যান জহির আব্বাসের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়। ২০০২-২০০৩ মৌসুমে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪০৫ রান সংগ্রহ করেন আউট না হয়েই। ২৩ বলে অর্ধ-শতক এবং ৬৮ বলে সেঞ্চুরি করেছেন তিনি। ২০০২ এবং ২০০৩ সালে ধারাবাহিকভাবে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

নিষিদ্ধতা[সম্পাদনা]

১০ মার্চ, ২০১০ তারিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক ইউসুফকে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ২০০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে দলের পরাজয়ের পর তদন্ত কমিটির সুপারিশই এর প্রধান কারণ।[৪] পিসিবি’র আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয় যে, তিনি পুনরায় দলের পক্ষ হয়ে খেলতে পারবেন না।[৪] এরপর তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৯ মার্চ, ২০১০ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তর থেকে অবসরের ঘোষণা দেন।[৫] কিন্তু জুলাই/আগস্ট, ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রথম টেস্টে পাকিস্তানের মারাত্মক বিপর্যয়ের পর অবসর ভেঙ্গে তাকে পুনরায় দলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছিল।[৬]

সম্মাননা[সম্পাদনা]

ইউসুফ ২০০৭ সালে বছরের সেরা টেস্ট খেলোয়াড় হিসেবে আইসিসি পুরস্কার লাভ করেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hail Yuvraj Valmiki, nation's new sports icon- By Anurradha Prasad"news24online.com। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১ 
  2. Wisden Cricketer of the Year 2007 – Mohammad Yousuf, mag4you.com, ২৫ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১২ 
  3. "Pakistan will prosper with a leader like Yousuf"। Melbourne: The Age। ৩১ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১২ 
  4. "Rana, Malik get one-year bans, Younis and Yousuf axed from teams"ESPNCricinfo। ২৯ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১০ 
  5. "Mohammad Yousuf retires from international cricket"ESPNcricinfo। ২৯ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১০ 
  6. Nagraj Gollapudi (১ আগস্ট ২০১০)। "Mohammad Yousuf added to Test squad"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১০ 
  7. "Yousuf named Test player of the year as Aussies dominate ICC awards". Dawn.com. 12 September 2007. Retrieved 24 June 2010.[dead link]

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

পূর্বসূরী
ইউনুস খান
পাকিস্তানি জাতীয় ক্রিকেট অধিনায়ক
২০০৯-২০১০
উত্তরসূরী
শহীদ আফ্রিদি