স্বেচ্ছাসেবকদের কুচকাওয়াজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(March of the Volunteers থেকে পুনর্নির্দেশিত)
义勇军进行曲
স্বেচ্ছাসেবকদের কুচকাওয়াজ

 গণচীন
 ম্যাকাও
 হং কং-এর জাতীয় সঙ্গীত

কথাTian Han, ১৯৩৪
সুরNie Er, ১৯৩৫
গ্রহণের তারিখ২৭-০৯-১৯৪৯ (দে ফাক্তো চীনে প্রধানভুমি)[১]
০১-০৭-১৯৯৭ (হংকং তে)[২]
২০-১২-১৯৯৯ (ম্যাকাও তে)[৩]
১৪-০৩-২০০৪ (সাংবিধানিক অবস্থা লাভ করেছ)[৪]

স্বেচ্ছাসেবকদের কুচকাওয়াজ (ম্যান্ডারিন চীনাভাষায় 义勇军进行曲 ইইয়োংচিউন চিনশিংছিউ) গণচীনের জাতীয় সঙ্গীত।

গানের কথা[সম্পাদনা]

ঐতিহ্যবাহী চীনালিপি পুনর্গঠিত চীনালিপি উচ্চারণ বাংলা

起來!不願做奴隸的人們!
把我們的血肉,築成我們新的長城!
中華民族到了最危險的時候,
每個人被迫着發出最後的吼聲。
起來!起來!起來!
我們萬眾一心,
冒着敵人的炮火,前進!
冒着敵人的炮火,前進!
前進!前進!進!

起来!不愿做奴隶的人们!
把我们的血肉,筑成我们新的长城!
中华民族到了最危险的时候,
每个人被迫着发出最后的吼声。
起来!起来!起来!
我们万众一心,
冒着敌人的炮火,前进!
冒着敌人的炮火,前进!
前进!前进!进!

ছিলায়! পুইউয়ান ৎসুও নুলি ত রেন্মেন!
পা উওমেন ত শিউয়েরৌ চুছং উওমেন শিন ত ছাংছং! চংহুয়া মিন্তসু তাও লিয়াও ৎসুয়েই উইয়েইশিয়েন ত শ্রহৌ,
মেইকরেন পেইফ চ ফাছু ৎসুয়েইহৌ ত হৌশং।
ছিলায়! ছিলায়! ছিলায়!
উওমেন উয়াঞ্চোঙিশিন,
মাও চ তিরেন ত ফাওহুও, ছিয়েঞ্চিন!
মাও চ তিরেন ত ফাওহুও, ছিয়েঞ্চিন!
ছিয়েঞ্চিন! ছিয়েঞ্চিন! চিন!

জাগো! সবাই যারা দাস হতে নারাজ!
আমাদের রক্তে মাংসে গড়ে তোল নতুন এক মহাপ্রাচীর!
চীন জাতি তার দূর্যোগময় কাল অতিক্রম করছে,
তাই নিজেদের সর্বশেষ প্রতিরোধ গড়ে তোল!
জাগো! জাগো! জাগো!
কোটি প্রাণ আজ এক হৃদয়ে!
রুখে দাঁড়াবে শত্রুর গুলির বিরুদ্ধে, চলো!
রুখে দাঁড়াবে শত্রুর গুলির বিরুদ্ধে, চলো!
চলো! চলো! চলো!

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mole per Liter per Microgram per Kilogram per Day"Definitions। Qeios। ২০২০-০২-০২। 
  2. "Liter per Hour per Microgram per Kilogram per Day"Definitions। Qeios। ২০২০-০২-০২। 
  3. "Mole per Liter per Microgram per Kilogram per Day"Definitions। Qeios। ২০২০-০২-০২। 
  4. "Mole per Liter per Microgram per Kilogram per Day"Definitions। Qeios। ২০২০-০২-০২। 

বহিঃসংযোগ[সম্পাদনা]