বিছে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Chilopoda থেকে পুনর্নির্দেশিত)
বিছা

বিছা সন্ধিপদ পর্বের বহুপদ (myriapoda) উপপর্বের অন্যতম সদস্য- দ্রতগামী স্থলচর পোকা। ঢাকা নর্দমা সহ ইত্যদি অন্ধকার জায়গায় এদের পাওয়া যায়।

ইংরেজি নাম Centipede-এর মানে "শতপদ", যদিও নামটি ভুল। পরিণত (adult) বিছের ১৫ থেকে ১৯১টি দেহভাগ থাকে, কিন্তু এখনও কোনও জোড় সংখ্যক (যেমন ৫০) দেহভাগ বিশিষ্ট বিছে পাওয়া যায় নি। প্রতিটি দেহভাগে একজোড়া বিষাক্ত পা (maxipod) আছে। প্রথম বক্ষভাগের (মাথার শূঁড় না) পা সম্মুখবর্তী হয়ে দাঁড়া তৈরি করেছে।

বিছার শরীর উপরনিচে চ্যাপ্টা, কেন্নোর গোল। দ্রতগামী বিছার প্রতিটি দেহভাগে একজোড়া বিষাক্ত পা আছে। কেন্নোর প্রথম কয়কটি ছাড়া প্রতিটি দেহভাগে দুইজোড়া পা আছে; কেন্নোর বিষ নেই ও গতি মন্থর।

Reference[সম্পাদনা]