১৮ জুলাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(18 July থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

১৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৯তম (অধিবর্ষে ২০০তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ৮৭১ - বৃটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।
  • ১৭৮৩ - বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।
  • ১৮৪১ - ১৮ জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৪ - স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
  • ১৮৭১ - কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
  • ১৯৪৭ - ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
  • ১৯৬৬ - মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
  • ১৯৬৮ - আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৬ - গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের ইতিহাসে রুমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমিনিচি প্রথমবারের মতো পারফেক্ট ১০ স্কোর করেন।
  • ১৯৭৬ - মন্ট্রিলে ২১তম অলিম্পিকের উদ্বোধন হয়।
  • ১৯৭৭ - ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

জন্ম[সম্পাদনা]

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]