২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ ডি উরুগুয়ে, কোস্টারিকা, ইংল্যান্ড, এবং ইতালিকে নিয়ে গঠিত। এটিই একমাত্র গ্রপ যেখানে এক এর অধিক পূর্বে বিশ্বকাপ বিজয়ী দল রয়েছে। গ্রুপ ডিতে তিনটি বিশ্বকাপজয়ী দল রয়েছে যাদের মধ্যে কমপক্ষে একটি দল গ্রুপ পর্ব হতে বাদ পড়বে। এই গ্রুপের খেলা ১৪ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন ২০১৪ পর্যন্ত চলেছে।

দলসমূহ[সম্পাদনা]

ড্র স্থান দল বাছাইয়ের
পদ্ধতি
বাছাইয়ের
তারিখ
চূড়ান্তপর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা
র‍্যাঙ্কিং
[দ্রষ্টব্য ১]
ডি১  উরুগুয়ে এএফসি বনাম কনমেবোল প্লে-অফ বিজয়ী ২০ নভেম্বর ২০১৩ ১২তম ২০১০ বিজয়ী (১৯৩০, ১৯৫০)
ডি২  কোস্টা রিকা কনকাকাফ ৪র্থ রাউন্ড ২য় রানার আপ ১০ সেপ্টেম্বর ২০১৩ চতুর্থ ২০০৬ ১৬ দলের রাউন্ড (১৯৯০) ৩১
ডি৩  ইংল্যান্ড উয়েফা গ্রুপ এইচ বিজয়ী ১৫ অক্টোবর ২০১৩ ১৪তম ২০১০ বিজয়ী (১৯৬৬) ১০
ডি৪  ইতালি উয়েফা গ্রুপ বি বিজয়ী ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮তম ২০১০ বিজয়ী (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)

অবস্থান[সম্পাদনা]

ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 কোস্টা রিকা +৩
 উরুগুয়ে
 ইতালি −১
 ইংল্যান্ড −২

খেলাসমূহ[সম্পাদনা]

উরুগুয়ে বনাম কোস্টারিকা[সম্পাদনা]

দুই দল এর আগে আটটি খেলায় মুখোমুখি হয়েছে। সর্বশেষ তারা ২০০৯ সালে মুখোমুখি হয় ২০১০ বিশ্বকাপের কনকাকাফ - কনমেবল প্লে-অফে। যেখানে উরুগুয়ে দুই লেগ মিলিয়ে ২-১ গোল ব্যবধানে জয় লাভ করে এবং ২০১০ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।[১] এই প্রথম বিশ্বকাপের এক খেলায়তেই কোস্টা রিকা তিন গোল করে এবং উরুগুয়েও প্রথমবারের মত বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা বা ইউরোপের বাহিরের কোন দলের বিপক্ষে পরাজিত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

উরুগুয়ে
কোস্টা রিকা
গো ফের্নান্দো মুসলেরা
রা.ব্যা ১৬ মাক্সি পেরেইরা লাল কার্ড ৯০+৪'
সে.ব্যা দিয়েগো লুগানো () হলুদ কার্ড ৫০'
সে.ব্যা দিয়েগো গদিন
লে.ব্যা ২২ মার্তিন কাসেরেস হলুদ কার্ড ৮১'
রা.মি ১১ ক্রিস্তিয়ান স্তুয়ানি
সে.মি ১৭ এহিদিও আরেবালো রিওস
সে.মি ওয়াল্তের গারগানো হলুদ কার্ড ৫৬' ৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
লে.মি ক্রিস্তিয়ান রোদ্রিগেস ৭৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৬'
সে.ফ ১০ দিয়েগো ফরলান ৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
সে.ফ ২১ এদিনসন কাভানি
বদলি:
১৪ নিকোলাস লদেরিও ৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
২০ আলবারো গোঞ্জালেস ৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
আবেল এর্নান্দেস ৭৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৬'
ম্যানেজার:
অস্কার তাবারেস
গো কেইলর নাবাস
সে.ব্যা অস্কার দুয়ার্তে
সে.ব্যা হিয়ানকার্লো গোঞ্জালেজ
সে.ব্যা মাইকেল উমানিয়া
রা.উ.ব্যা ১৬ ক্রিস্তিয়ান গাম্বোয়া
লে.উ.ব্যা ১৫ হুনিয়র দিয়াস
সে.মি সেলসো বোর্হেস
সে.মি ১৭ ইয়েলৎসিন তেহেদা ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
অ্যা.মি ১০ ব্রায়ান রুইজ () ৮৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৩'
অ্যা.মি ক্রিস্তিয়ান বোলানিয়োস ৮৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৯'
সে.ফ জোয়েল কাম্পবেল
বদলি:
২২ হোসে মিগুয়েল কুবেরো ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
২১ মার্কো উরেনিয়া ৮৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৩'
১১ মাইকেল বারান্তেস ৮৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৯'
ম্যানেজার:
কলম্বিয়া হোর্হে লুইস পিন্তো

ম্যচসেরা:
জোয়েল কাম্পবেল (কোস্টা রিকা)

সহকারী রেফারি:
মার্ক বশ (জার্মানি)
স্তেফান লুপ (জার্মানি)
চতুর্থ অফিসিয়াল:
বিক্তোর উগো কারিয়ো (পেরু)
পঞ্চম অফিসিয়াল:
রোদনি আকিনো (প্যারাগুয়ে)

ইংল্যান্ড বনাম ইতালি[সম্পাদনা]

দুইটি দল এর আগে ২৪টি খেলায় মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৯৯০ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি উল্লেখযোগ্য, যেখানে ইতালি ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।[৩] দল দুইটি সাম্প্রতিক মুখোমুখি হয় উয়েফা ইউরো ২০১২ এর কোয়ার্টার-ফাইনালে। খেলাটি গোলশুন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে জয় লাভ করে ইতালি।

ইংল্যান্ড
ইতালি
গো জো হার্ট
রা.ব্যা গ্লেন জনসন
সে.ব্যা গ্যারি কাহিল
সে.ব্যা ফিল জাগিয়েল্কা
লে.ব্যা লেইটন বেইন্স
ডি.মি স্টিভেন জেরার্ড ()
ডি.মি ১৪ জর্ডান হেন্ডারসন ৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
রা.উ ১১ ড্যানি ওয়েলব্যাক ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
অ্যা.মি ১৯ রাহিম স্টার্লিং হলুদ কার্ড ৯০+২'
লে.উ ১০ ওয়েইন রুনি
সে.ফ ড্যানিয়েল স্টারিজ ৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
বদলি:
২১ রস বার্কলি ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
জ্যাক উইলশেয়ার ৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
২০ অ্যাডাম লালানা ৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
ম্যানেজার:
রয় হজসন
গো ১২ সালভাতোরে সিরিগু
রা.ব্যা মাত্তেও দারমিয়ান
সে.ব্যা ১৫ আন্দ্রেয়া বার্জায়লি
সে.ব্যা ২০ গাব্রিয়েল পালেত্তা
লে.ব্যা জর্জো কিল্লিনি
রা.মি ক্লাউদিও মার্কিজিও
সে.মি ১৬ দানিয়েলে দে রোসি
লে.মি ২৩ মার্কো ভেররাত্তি ৫৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৭'
অ্যা.মি ২১ আন্দ্রেয়া পিরলো ()
সে.স্ট্রা আন্তনিয়ো কান্দ্রেভা ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
সে.ফ মারিও বালোতেল্লি ৭৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৩'
বদলি:
থিয়াগো মত্তা ৫৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৭'
১৭ চিরো ইম্মবিলে ৭৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৩'
১৮ মার্কো পারোলো ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
ম্যানেজার:
সিজারে প্রানদেল্লি

ম্যাচসেরা:
মারিও বালোতেল্লি (ইতালি)

সহকারী রেফারিগণ:
সান্দের ফন রুকেল (নেদারল্যান্ডস)
এরবিন জেইনস্ত্রা (নেদারল্যান্ডস)
চতুর্থ অফিসিয়াল:
ওয়াল্তের লোপেজ (গুয়াতেমালা)
পঞ্চম অফিসিয়াল:
লেওনেল লেয়াল (কোস্টা রিকা)

উরুগুয়ে বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

উরুগুয়ে ২-১ ইংল্যান্ড
সুয়ারেজ গোল ৩৯' গোল ৮৫' রুনি গোল ৭৫'
দর্শক সংখ্যা: ৬২,৫৭৫
রেফারি: কার্লোস ভেলাসকো কার্বালো (স্পেন)

ইতালি বনাম কোস্টারিকা[সম্পাদনা]

ইতালি ০-১ কোস্টা রিকা
রুইজ গোল ৪৪'
দর্শক সংখ্যা: ৪০,২৮৫
রেফারি: এনরিকে ওজেস (চিলি)

ইতালি বনাম উরুগুয়ে[সম্পাদনা]

ইতালি ০-১ উরুগুয়ে
গোডিন গোল ৮১'
দর্শক সংখ্যা: ৩৯,৭০৬
রেফারি: মার্কো রদ্রিগেজ (মেক্সিকো)

কোস্টারিকা বনাম ইংল্যান্ড[সম্পাদনা]

কোস্টা রিকা ০-০ ইংল্যান্ড
দর্শক সংখ্যা: ৫৭,৮২৩
রেফারি: জামেল হামুদি (আলজেরিয়া)

নোটস[সম্পাদনা]

  1. ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র‍্যাঙ্কিং, এই র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১৩। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  2. "Referee designations for matches 5-8" (পিডিএফ)ফিফা। ১২ জুন ২০১৪। ১৭ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 
  3. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃষ্ঠা ১৪। ২৯ জুন ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]