২০১৪-১৫ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৪-১৫ পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড পাকিস্তান
তারিখ ৩১ জানুয়ারি, ২০১৫ – ৩ ফেব্রুয়ারি, ২০১৫
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মিসবাহ-উল-হক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রস টেলর (১৬১) মিসবাহ-উল-হক (১০৩)
সর্বাধিক উইকেট গ্রান্ট এলিয়ট (৫) মোহাম্মদ ইরফান (৩)
সিরিজ সেরা খেলোয়াড় গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড)

পাকিস্তান ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ পর্যন্ত দলটি নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে দুইটি একদিনের আন্তর্জাতিক খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাকিস্তানের এ সফরটি মূলতঃ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের পূর্ব-প্রস্তুতির অংশবিশেষ যা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিত হয়।[১][২] নিউজিল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হয়।

দলীয় সদস্য[সম্পাদনা]

একদিনের আন্তর্জাতিক
 নিউজিল্যান্ড  পাকিস্তান

সফরের ম্যাচ[সম্পাদনা]

১ম ৫০ ওভার সফরের ম্যাচ[সম্পাদনা]

২৫ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
পাকিস্তান 
৩১৩ (৪৯.৩ ওভার)
বনাম
মিসবাহ-উল-হক ১০৭ (১১৯)
লোগান ফন বীক ২/৫৩ (১০ ওভার)
টিম সেইফের্ট ১১৫* (৮৯)
এহসান আদিল ২/৮১ (৯.২ ওভার)
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ ৪ উইকেটে বিজয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন
আম্পায়ার: গ্যারি বাক্সটার এবং টনি গিলিজ
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম সেইফের্ট (নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

২য় ৫০ ওভার সফরের ম্যাচ[সম্পাদনা]

২৭ জানুয়ারি ২০১৫
স্কোরকার্ড
পাকিস্তান 
২৬৭/৭ (৫০ ওভার)
বনাম
মাইকেল পোলার্ড ১৫৩ (১৩২)
মোহাম্মদ ইরফান ৩/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ ১ উইকেটে বিজয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন
আম্পায়ার: গ্যারি বাক্সটার এবং ফিল জোন্স
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল পোলার্ড (নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

৩১ জানুয়ারি ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
 পাকিস্তান
২১০ (৪৫.৩ ওভার)
বনাম
নিউজিল্যান্ড 
২১৩/৩ (৩৯.৩ ওভার)
শহীদ আফ্রিদি ৬৭ (২৯)
গ্রান্ট এলিয়ট ৩/২৬ (৪.৩ ওভার)
গ্রান্ট এলিয়ট ৬৪* (৬৮)
শহীদ আফ্রিদি ১/৩৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে বিজয়ী
ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্রান্ট এলিয়ট (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই[সম্পাদনা]

৩ ফেব্রুয়ারি ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩৬৯/৫ (৫০ ওভার)
বনাম
 পাকিস্তান
২৫০ (৪৩.১ ওভার)
নিউজিল্যান্ড ১১৯ রানে বিজয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: রড টাকার (অস্ট্রেলিয়া) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান[সম্পাদনা]

ওডিআই
ব্যাটিং[৪]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
রস টেলর  নিউজিল্যান্ড ১৬১ ১০২*
মার্টিন গাপটিল  নিউজিল্যান্ড ১১৫ ৫৭.৫০ ৭৬
কেন উইলিয়ামসন  নিউজিল্যান্ড ১১২ ১১২.০০ ১১২
মিসবাহ-উল-হক  পাকিস্তান ১০৩ ৫১.৫০ ৫৮
গ্রান্ট এলিয়ট  নিউজিল্যান্ড ৯২ ৯২.০০ ৬৪*
বোলিং[৫]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
গ্রান্ট এলিয়ট  নিউজিল্যান্ড ৮.৩ ১২.২০ ৩/২৬
ট্রেন্ট বোল্ট  নিউজিল্যান্ড ১৭.১ ২০.০০ ২/২৫
অ্যাডাম মিলেন  নিউজিল্যান্ড ১৮ ৩১.৬৬ ২/৫২
মোহাম্মদ ইরফান  পাকিস্তান ২০ ৩৭.৩৩ ২/৫২
কাইল মিলস  নিউজিল্যান্ড ১০ ১৪.৫০ ২/২৯

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Staff, ESPNcricinfo (৩ জুন ২০১৪)। "Test cricket returns to Christchurch"ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  2. "Pakistan tour of Australia and New Zealand, 2014/15 / Fixtures"। ESPNcricinfo। ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  3. "Junaid to miss NZ ODIs with injury"। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ 
  4. "Records / Pakistan in New Zealand ODI Series, 2014/15 / Most runs" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮ 
  5. "Records / Pakistan in New Zealand ODI Series, 2014/15 / Most wickets" (ইংরেজি ভাষায়)। Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৮