২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি

স্টেফানি রাইস
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১১ই আগস্ট (হিট)
১৩ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৩০ টি দেশের ৩৯জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   অস্ট্রেলিয়া
রৌপ্য পদক   জিম্বাবুয়ে
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১১১৩ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের প্রতিযোগিতা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি প্রথমবার বাটারফ্লাই স্ট্রোক, দ্বিতীয়বার ব্যাকস্ট্রোক, তৃতীয়বার ব্রেস্টস্ট্রোক এবং চতুর্থবার অর্থাৎ শেষবার ফ্রিস্টাইল। সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট পাঁচটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:১৫.২৭সেকেন্ড(A মান) এবং ২:২০.০০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  স্টেফানি রাইস (AUS) ২:০৮.৯২ সিডনি, অস্ট্রেলিয়া ২৫শে মার্চ ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড  য়ানা ক্লোচকোভা (UKR) ২:১০.৬৮ সিডনি, অস্ট্রেলিয়া ১৯শে সেপ্টেম্বর ২০০০ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১২ই আগস্ট সেমিফাইনাল ১ কির্স্টি কভেনট্রি  জিম্বাবুয়ে ২:০৯.৫৩ OR
১৩ই আগস্ট ফাইনাল স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ২:০৮.৪৫ OR WR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
অ্যালিসিয়া কাটস  অস্ট্রেলিয়া ২:১১.৫৫ Q
কেটি হফ  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১১.৫৮ Q
নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১১.৬৩ Q
হানা মাইলি  গ্রেট ব্রিটেন ২:১১.৭২ Q
জুলি জর্থ-হানসেন  ডেনমার্ক ২:১১.৯৯ Q
স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ২:১২.০৭ Q
ক্যামিলি মাফাট  ফ্রান্স ২:১২.১৬ Q
কির্স্টি কভেনট্রি  জিম্বাবুয়ে ২:১২.১৮ Q
আসামি কিতাগাওয়া  জাপান ২:১২.৪৭ Q
কাতার্জিনা বারানৌস্কা  পোল্যান্ড ২:১২.৪৭ Q
১১ ইভলিন ভেরাসো  হাঙ্গেরি ২:১২.৫২ Q
১২ লি জিয়াক্সিং  চীন ২:১২.৫৩ Q
১৩ জুলিয়া উইলকিনসন  কানাডা ২:১২.৫৬ Q
১৪ মিরেইয়া বেলমন্টে  স্পেন ২:১২.৭৫ Q
১৫ কেরি-অ্যান পেইন  গ্রেট ব্রিটেন ২:১২.৭৮ Q
১৬ স্বেতলানা কারপিভা  রাশিয়া ২:১২.৯৪ Q
১৭ কাটিঙ্কা হোজু  হাঙ্গেরি ২:১৩.০৫
১৮ হেলেন নরফোক  নিউজিল্যান্ড ২:১৩.৫০
১৯ এরিকা মর্নিংস্টার  কানাডা ২:১৪.১১
২০ কি হুই  চীন ২:১৪.২৫
২১ সিলিয়া ভাবরে  ফ্রান্স ২:১৪.৩৪
২২ জোয়ানা মারানহো  ব্রাজিল ২:১৪.৯৭
২৩ সারা নর্ডেনস্টাম  নরওয়ে ২:১৫.১৩
২৪ হিরা চোই  দক্ষিণ কোরিয়া ২:১৫.২৬
২৫ অ্যাঞ্জা ক্লিনার  স্লোভেনিয়া ২:১৫.৩৯
২৬ জেসিকা পেঙ্গেলি  দক্ষিণ আফ্রিকা ২:১৫.৮০
২৭ মারিয়া পেলাজ  স্পেন ২:১৫.৯৭
২৮ ফেমকে হিমসকার্ক  নেদারল্যান্ডস ২:১৬.২৮
২৯ ই টিং সিও  মালয়েশিয়া ২:১৭.১১
৩০ ক্যাথারিন শীলার  জার্মানি ২:১৮.০০
৩১ গানা জেরকাল  ইউক্রেন ২:১৮.২৫
৩২ এরিকা স্টুয়ার্ড  কলম্বিয়া ২:১৮.৫৪
৩৩ হিউ ওয়েই শেরি সাই  হংকং ২:১৮.৯১
৩৪ সোনিয়া শুবার  জার্মানি ২:২০.১৮
৩৫ আর্লা ডগ  আইসল্যান্ড ২:২০.৫৩
৩৬ ম্যান-শু লিন  চীনা তাইপেই ২:২৩.২৯
৩৭ জর্জিনা বার্ডাখ  আর্জেন্টিনা ২:২৫.৭৪
৩৮ ফিব্রিয়ানি রত্না মারিটা  ইন্দোনেশিয়া ২:২৮.১৮
- মারৌয়া মাথলুথি  তিউনিসিয়া DNS

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
কির্স্টি কভেনট্রি  জিম্বাবুয়ে ২:০৯.৫৩ Q ওআর
স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ২:১০.৫৮ Q
কেটি হফ  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.৯০ Q
নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১১.৮৪ Q
জুলিয়া উইলকিনসন  কানাডা ২:১২.০৩ Q
অ্যালিসিয়া কাটস  অস্ট্রেলিয়া ২:১২.০৩ Q
কাতার্জিনা বারানৌস্কা  পোল্যান্ড ২:১২.১৩ Q, NR
আসামি কিতাগাওয়া  জাপান ২:১২.১৮ Q
ইভলিন ভেরাসো  হাঙ্গেরি ২:১২.১৮
১০ জুলি জর্থ-হানসেন  ডেনমার্ক ২:১২.২৬
১১ হানা মাইলি  গ্রেট ব্রিটেন ২:১২.৩৫
১২ ক্যামিলি মাফাট  ফ্রান্স ২:১২.৩৬
১৩ স্বেতলানা কারপিভা  রাশিয়া ২:১৩.২৬
১৪ মিরেইয়া বেলমন্টে  স্পেন ২:১৩.৪৫
১৫ লি জিয়াক্সিং  চীন ২:১৩.৪৭
১৬ কেরি-অ্যান পেইন  গ্রেট ব্রিটেন ২:১৪.১৪

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ স্টেফানি রাইস  অস্ট্রেলিয়া ২:০৮.৪৫ ডব্লিউআর[২]
২ কির্স্টি কভেনট্রি  জিম্বাবুয়ে ২:০৮.৫৯ [৩]
৩ নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.৩৪ [৩]
কেটি হফ  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.৬৮
অ্যালিসিয়া কাটস  অস্ট্রেলিয়া ২:১১.৪৩
আসামি কিতাগাওয়া  জাপান ২:১১.৫৬
জুলিয়া উইলকিনসন  কানাডা ২:১২:৪৩
কাতার্জিনা বারানৌস্কা  পোল্যান্ড ২:১৩.৩৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মেডলি বিভাগে রাইস নতুন রেকর্ড গড়লেন"The Age। ২০০৮-০৩-২৫। ২০১২-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬ 
  2. "টানটান উত্তেজক মেডলি ফাইনালে রাইসের জয়"BBC NewsBBC Sport। ২০০৮-০৮-১৩। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৩  [অকার্যকর সংযোগ]
  3. "2008 Beijing"। ২৩ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১১