২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ১০০মিটার ব্যাকস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১০ই আগস্ট (হিট)
১২ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৩৮ টি দেশের ৪৯জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   জিম্বাবুয়ে
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ১০০মিটার ব্যাকস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০১২ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্যাকস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দুইবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট সাতটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:০১.৭০সেকেন্ড(A মান) এবং ১:০৩.৮৬সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

অনুসূচী[সম্পাদনা]

সমস্ত সময় চীন প্রমাণ সময় (ইউটিসি+৮) অনুসারে।

তারিখ সময় রাউন্ড
রবিবার, ১০ই আগস্ট, ২০০৮ ১৮:৩০-১৯:০০ হিট
সোমবার, ১১ই আগস্ট, ২০০৮ ১০:০০-১০:১০ সেমিফাইনাল
মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০০৮ ১০:২০ ফাইনাল

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  নাতালি কলিন (USA) ৫৮.৯৭ ওমাহা, যুক্তরাষ্ট্র ১লা জুলাই ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড  নাতালি কলিন (USA) ৫৯.৬৮ অ্যাথেন্স, গ্রীস ২১শে আগস্ট ২০০৪

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১০ই আগস্ট ৫ম হিট আনাস্তাসিয়া জুয়েভা  রাশিয়া ৫৯.৬১ OR
১০ই আগস্ট ৬ষ্ঠ হিট রেইকো নাকামুরা  জাপান ৫৯.৩৬ OR
১০ই আগস্ট ৭ম হিট কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ৫৯.০০ OR
১১ই আগস্ট সেমিফাইনাল ২ কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ৫৮.৭৭ OR WR

প্রাথমিক পর্যায়ের হিটে, কির্স্টি কভেন্ট্রি প্রথমে অলিম্পিক রেকর্ড ও পরে বিশ্বরেকর্ড ভাঙেন। ফলে, ফাইনালের আগেই নতুন অলিম্পিক ও বিশ্ব রেকর্ড তৈরী হয়ে যায়। ফাইনালে, নাতালি কলিন জিতলেও, তিনি কভেন্ট্রির থেকে অলিম্পিক বা বিশ্ব রেকর্ড পুনরুদ্ধার করতে পারেন নি। যদিও, টুর্নামেন্টের আগে নিজের গড়া বিশ্ব রেকর্ডের থেকে .০১সেকেন্ড কম সময় করে তিনি ব্যক্তিগত সেরা সময়ের উন্নতি সাধন করেন।

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ০:৫৯.০০ Q, OR
রেইকো নাকামুরা  জাপান ০:৫৯.৩৬ Q, OR
আনাস্তাসিয়া জুয়েভা  রাশিয়া ০:৫৯.৬১ Q, OR
নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৯.৬৯ Q
লরি মানাউদৌ  ফ্রান্স ১:০০.০৯ Q
জেম্মা স্পোফোর্থ  গ্রেট ব্রিটেন ১:০০.১১ Q
মার্গারেট হোয়েলজার  মার্কিন যুক্তরাষ্ট্র ১:০০.১৩ Q
ইটো হানা  জাপান ১:০০.১৬ Q
এমিলি সিবম  অস্ট্রেলিয়া ১:০০.২৭ Q
১০ জুলিয়া উইলকিনসন  কানাডা ১:০০.৩৮ Q
১১ অ্যাঞ্জি বুশুল্ট  জার্মানি ১:০০.৪৮ Q
১২ এলিজাবেথ সিমন্ডস  গ্রেট ব্রিটেন ১:০০.৫৩ Q
১৩ নিনা আলেকজান্দ্রোভনা ঝিভানেভস্কায়া  স্পেন ১:০০.৫৪ Q
১৪ সোফি এডিংটন  অস্ট্রেলিয়া ১:০০.৬৫ Q
১৫ এলিজাবেথ কোস্টার  নিউজিল্যান্ড ১:০০.৬৬ Q
১৬ সেনিয়া মোস্কভিনা  রাশিয়া ১:০০.৭০ Q
১৭ ঝু তিয়ানলংজি  চীন ১:০০.৮২
১৮ ফ্যাবিওলা মোলিনা  ব্রাজিল ১:০১.০০
১৯ ক্যারোলিনা কলোরাডো  কলম্বিয়া ১:০১.১৯
২০ মেলিসা ইনগ্রাম  নিউজিল্যান্ড ১:০১.২৪
২১ ক্যাটরিনা জুবকোভা  ইউক্রেন ১:০১.২৫
২২ সানিয়া যোভানোভিচ  ক্রোয়েশিয়া ১:০১.৩০
২৩ আলেক্সিয়ান ক্যাস্টেল  ফ্রান্স ১:০১.৪৪
২৪ নিকোলেত জেপেসি  হাঙ্গেরি ১:০১.৭৭
২৫ আনা গোস্টোমেলস্কি  ইসরায়েল ১:০১.৮৭
২৬ রোমিনা আর্মেলিনি  ইতালি ১:০২.২১
২৬ আঞ্জা কারমেন  স্লোভেনিয়া ১:০২.২১
২৮ মার্সিডিস পেরিস  স্পেন ১:০২.৩০
২৯ সারা জোস্ট্রোম  সুইডেন ১:০২.৩৮
৩০ হানা-মারিয়া সেপ্পালা  ফিনল্যান্ড ১:০২.৩৯
৩১ আইসলিং মার্গারেট কুনি  আয়ারল্যান্ড ১:০২.৫০
৩২ আলানা ডিলেট  বাহামা দ্বীপপুঞ্জ ১:০২.৫৬
৩৩ কিয়েরা আইটকিন  বারমুডা ১:০২.৬২
৩৪ সাই হিউ ওয়েই শেরি  হংকং ১:০২.৬৮
৩৫ ফার্নান্ডা গঞ্জালেজ  মেক্সিকো ১:০২.৭৬
৩৬ জুজানা মাজুরেক  পোল্যান্ড ১:০২.৭৭
৩৭ ইরিনা আমশেনিকোভা  ইউক্রেন ১:০২.৮৫
৩৮ গিসেলা মোরালেস  গুয়াতেমালা ১:০২.৯২
৩৯ পেট্রা ক্লসোভা  চেক প্রজাতন্ত্র ১:০৩.৩৬
৪০ মারিকা স্ট্র্যাজমেস্টার  সার্বিয়া ১:০৩.৫৬
৪১ সারা ব্লেক বাটেম্যান  আইসল্যান্ড ১:০৩.৮২
৪২ ক্রিস্টিন জেনার  জার্মানি ১:০৩.৮৭
৪৩ এরিন ভলকান  ভেনেজুয়েলা ১:০৩.৯০
৪৪ কিম ইয়ুওন  দক্ষিণ কোরিয়া ১:০৪.৬৩
৪৫ ইয়েকাটেরিনা রুডেঙ্কো  কাজাখস্তান ১:০৪.৮৫
৪৬ মারিয়া ভার্জিনিয়া বায়েজ  প্যারাগুয়ে ১:০৫.৩৯
৪৭ ক্রিস্টি বোডেন  পানামা ১:০৭.১৮
DNS স্বেতলানা খোখলোভা  বেলারুশ DNS
DSQ ঝাও জিং  চীন DSQ

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ০:৫৮.৭৭ Q, WR
নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৯.৪৩ Q
রেইকো নাকামুরা  জাপান ০:৫৯.৬৪ Q
আনাস্তাসিয়া জুয়েভা  রাশিয়া ০:৫৯.৭৭ Q
জেম্মা স্পোফোর্থ  গ্রেট ব্রিটেন ০:৫৯.৭৯ Q
মার্গারেট হোয়েলজার  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৯.৮৪ Q
ইটো হানা  জাপান ১:০০.১৩ Q
লরি মানাউদৌ  ফ্রান্স ১:০০.১৯ Q
এমিলি সিবম  অস্ট্রেলিয়া ১:০০.৩১
১০ এলিজাবেথ সিমন্ডস  গ্রেট ব্রিটেন ১:০০.৩৯
১১ নিনা আলেকজান্দ্রোভনা ঝিভানেভস্কায়া  স্পেন ১:০০.৫০
১২ জুলিয়া উইলকিনসন  কানাডা ১:০০.৬০
১৩ সোফি এডিংটন  অস্ট্রেলিয়া ১:০১.০৫
১৪ সেনিয়া মোস্কভিনা  রাশিয়া ১:০১.০৬
১৫ অ্যাঞ্জি বুশুল্ট  জার্মানি ১:০১.১৫
১৬ এলিজাবেথ কোস্টার  নিউজিল্যান্ড ১:০১.৪৫

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ নাতালি কলিন  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৮.৯৬ AR
২ কির্স্টি কভেন্ট্রি  জিম্বাবুয়ে ০:৫৯.১৯
৩ মার্গারেট হোয়েলজার  মার্কিন যুক্তরাষ্ট্র ০:৫৯.৩৪
জেম্মা স্পোফোর্থ  গ্রেট ব্রিটেন ০:৫৯.৩৮ ER
আনাস্তাসিয়া জুয়েভা  রাশিয়া ০:৫৯.৪০
রেইকো নাকামুরা  জাপান ০:৫৯.৭২
লরি মানাউদৌ  ফ্রান্স ১:০০.১০
ইটো হানা  জাপান ১:০০.১৮

ER: ইউরোপীয় রেকর্ড (European Record)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Coughlin and Peirsol blitz to world records"The New York Times। ২০০৮-০৭-০১। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬ [অকার্যকর সংযোগ]