২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি

পদক বিজয়ী
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ৯ই আগস্ট ১৮:৩৩-১৮:৫৭ (হিট)
১০ই আগস্ট ১০:০৪-১০:১৩ (ফাইনাল)
প্রতিযোগী২২ টি দেশের ২৯জন প্রতিযোগী
বিজয়ীর সময়৪:০৩.৮৪ (ডব্লিউআর)
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   হাঙ্গেরি
ব্রোঞ্জ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ৪০০মিটার ব্যক্তিগত মেডলি বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১০ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে মেডলি সাঁতারের প্রতিযোগিতা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি প্রথম দুইবার বাটারফ্লাই স্ট্রোক, দ্বিতীয় দুইবার ব্যাকস্ট্রোক, তৃতীয় জোড়া ব্রেস্টস্ট্রোক এবং শেষ দুইবার ফ্রিস্টাইল সাঁতরে পার করতে হয়। সাঁতারের অন্যান্য বিভাগের মত এই ফ্রিস্টাইল অংশে সাঁতারুরা বাটারফ্লাই বা ব্যাকস্ট্রোক বা ব্রেস্টস্ট্রোক ব্যবহার করতে পারেন না; ফলে বেশিরভাগ সাঁতারু এই বিভাগে ফ্রন্ট ক্রল করেন।

ফাইনাল ছাড়া সর্বমোট চারটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম আটজন সাঁতারুকে ফাইনালের জন্য বাছাই করা হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ৪:১৮.৪০সেকেন্ড(A মান) এবং ৪:২৭.৪৫সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  মাইকেল ফেলপস (USA) ৪:০৫.২৫ ওমাহা, যুক্তরাষ্ট্র ২৯শে জুন ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড  মাইকেল ফেলপস (USA) ৪:০৮.২৬ অ্যাথেন্স, গ্রীস ১৪ই আগস্ট ২০০৪ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
৯ই আগস্ট হিট ৪ মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:০৭.৮২ OR
১০ই আগস্ট ফাইনাল মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:০৩.৮৪ OR WR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:০৭.৮২ Q, OR
লাজলো শে  হাঙ্গেরি ৪:০৯.২৬ Q
লুকা মারিন  ইতালি ৪:১০.২২ Q
রায়ান লখটে  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:১০.৩৩ Q
জর্জো কিস  হাঙ্গেরি ৪:১০.৬৬ Q
আলেসিও বোগিয়াত্তো  ইতালি ৪:১০.৬৮ Q
ব্রায়ান জন্স  কানাডা ৪:১১.৪১ Q, NR
থিয়াগো পেরেইরা  ব্রাজিল ৪:১১.৭৪ Q
কিথ বিভার্স  কানাডা ৪:১২.৭৫
১০ ব্রাডলি অ্যালি  বার্বাডোস ৪:১৪.০১ NR
১১ গ্যাল নেভো  ইসরায়েল ৪:১৪.০৩ NR
১২ রিয়ান শ্যুম্যান  দক্ষিণ আফ্রিকা ৪:১৪.০৯
১৩ আন্দ্রেই ক্রাইলভ  রাশিয়া ৪:১৪.৫৫
১৪ ট্রাভিস নেদেরপেল্ট  অস্ট্রেলিয়া ৪:১৫.৩৭
১৫ ডিঙ্কো জুকিচ  অস্ট্রিয়া ৪:১৫.৪৮ NR
১৬ আলেক্সান্ডার টিখোনভ  রাশিয়া ৪:১৬.৪৯
১৭ থমাস হ্যাফিল্ড  গ্রেট ব্রিটেন ৪:১৬.৭৬
১৮ ভ্যাসিলিওস ডেমেটিস  গ্রিস ৪:১৮.৪০
১৯ ইউয়ান ডেল  গ্রেট ব্রিটেন ৪:১৮.৬০
২০ ভাদিম লেপস্কি  ইউক্রেন ৪:২০.৯৬
২১ ওমর পিঁজ  কলম্বিয়া ৪:২২.৩১
২২ পিয়ের হেনরি  ফ্রান্স ৪:২২.৪১
২৩ নিক্সা রোকি  ক্রোয়েশিয়া ৪:২২.৪৪
২৪ জেভিয়ার নুনেজ  স্পেন ৪:২২.৬৯
২৫ রোমানোস ইয়াসোনাস আলিফ্যান্টিস  গ্রিস ৪:২৩.৪১
২৬ দিমিত্রি গর্ডিয়েঙ্কো  কাজাখস্তান ৪:২৫.২০
২৭ ভাসিলি দানিলভ  কিরগিজস্তান ৪:২৯.২০
২৮ ডেনিস নজর  তুরস্ক ৪:৩০.৮০
২৯ হোসিন হাসিয়ান  অ্যান্ডোরা ৪:৩২.০০

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ মাইকেল ফেলপস  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:০৩.৮৪ ডব্লিউআর
২ লাজলো শে  হাঙ্গেরি ৪:০৬.১৬ ER
৩ রায়ান লখটে  মার্কিন যুক্তরাষ্ট্র ৪:০৮.০৯
আলেসিও বোগিয়াত্তো  ইতালি ৪:১২.১৬
লুকা মারিন  ইতালি ৪:১২.৪৭
জর্জো কিস  হাঙ্গেরি ৪:১২.৮৪
ব্রায়ান জন্স  কানাডা ৪:১3.38
থিয়াগো পেরেইরা  ব্রাজিল ৪:১৫.৪০
  • WR = বিশ্ব রেকর্ড (World Record); OR = অলিম্পিক রেকর্ড (Olympic Record)
  • NR = জাতীয় রেকর্ড (National Record); ER = ইউরোপীয় রেকর্ড (European Record)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Crouse, Karen (২০০৮-০৬-৩০)। "Rival's fast finish propels Phelps to another record"The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬