২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১২ই আগস্ট (হিট)
১৪ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী ৫৩জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   জাপান
রৌপ্য পদক   অস্ট্রেলিয়া
ব্রোঞ্জ পদক   ফ্রান্স
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১২১৪ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্রেস্টস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট সাতটি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:১৩.৭০সেকেন্ড(A মান) এবং ২:১৮.৩৭সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড[সম্পাদনা]

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড  কুসুকে কিতাজিমা (JPN) ২:০৭.৫১ টোকিও, জাপান ৮ই জুন ২০০৮ [১]
অলিম্পিক রেকর্ড  কুসুকে কিতাজিমা (JPN) ২:০৯.৪৪ অ্যাথেন্স, গ্রীস ১৮ই আগস্ট ২০০৪ -

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১২ই আগস্ট হিট ৫ পাওলো বসিনি  ইতালি ২:০৮.৯৮ OR
১২ই আগস্ট হিট ৭ ড্যানিয়েল গুয়ের্তা  হাঙ্গেরি ২:০৮.৬৮ OR
১৩ই আগস্ট সেমিফাইনাল ১ কুসুকে কিতাজিমা  জাপান ২:০৮.৬১ OR
১৪ই আগস্ট ফাইনাল কুসুকে কিতাজিমা  জাপান ২:০৭.৬৪ OR

হিট[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
ড্যানিয়েল গুয়ের্তা  হাঙ্গেরি ২:০৮.৬৮ Q, OR, ER
পাওলো বসিনি  ইতালি ২:০৮.৯৮ Q, OR, ER
লোরিস ফ্যাকি  ইতালি ২:০৯.১২ Q
হুগুয়েজ ডুবস্ক  ফ্রান্স ২:০৯.৪২ Q
মাইক অ্যান্ড্রু ব্রাউন  কানাডা ২:০৯.৮৪ Q
কুসুকে কিতাজিমা  জাপান ২:০৯.৮৯ Q
এরিক শান্টিউ  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.২৯ Q
উইলিয়াম ডাইরিং  দক্ষিণ আফ্রিকা ২:১০.৩৯ Q
নিল ভার্সফেল্ড  দক্ষিণ আফ্রিকা ২:১০.৫০ Q
১০ স্কট স্প্যান  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.৬১ Q
১১ ভ্লাদিস্লাভ পলিয়াকভ  কাজাখস্তান ২:১০.৮৩ Q
১২ অ্যান্ড্রু ব্রি  আয়ারল্যান্ড ২:১০.৯১ Q
১৩ ব্রেন্টন রিকার্ড  অস্ট্রেলিয়া ২:১১.০০ Q
১৪ ইগর বরিসিক  ইউক্রেন ২:১১.০৮ Q
১৯ ক্রিস্টোফার গিলক্রিস্ট  গ্রেট ব্রিটেন ২:১১.১৩ Q
২০ গ্লেন স্নাইডার্স  নিউজিল্যান্ড ২:১১.১৯ Q
২১ আলেক্সান্ডার ডেল ওয়েন  নরওয়ে ২:১১.৩০
২১ য়ুতা সুয়েনাগা  জাপান ২:১১.৩০
২৩ থিয়াগো পেরেইরা  ব্রাজিল ২:১১.৪০
২৪ টম বেইরি  ইসরায়েল ২:১১.৪৪
২৯ ইস্তভান হুনর মেট  অস্ট্রিয়া ২:১১.৫৬
৩০ ভ্যালেরি ডাইমো  ইউক্রেন ২:১১.৬৫
৩১ গ্রিগোরি ফ্যাল্কো  রাশিয়া ২:১১.৮৮
৩২ মিহাইল আলেক্সান্ড্রভ  বুলগেরিয়া ২:১১.৯৪
৩৩ ইয়েভজেনি রিঝকভ  কাজাখস্তান ২:১২.৪৪
৩৪ ক্রিশ্চিয়ান স্প্রেঙ্গার  অস্ট্রেলিয়া ২:১২.৫৬
৩৫ মেলকুইয়াডেজ আলভারেজ  স্পেন ২:১২.৫৯
৩৬ জুলিয়েন নিকোলার্ডট  ফ্রান্স ২:১২.৭৬
৩৭ ম্যাথু বয়েস  কানাডা ২:১২.৮৭
৩৮ হেনরিক বার্বোসা  ব্রাজিল ২:১২.৯৯
৩৯ এডভিনাস দাউতার্তাস  লিথুয়ানিয়া ২:১৩.১১
৪০ কার্লোস আলমেইডা  পর্তুগাল ২:১৩.৩৪
৪১ ক্রিস ক্রিস্টেনসেন  ডেনমার্ক ২:১৩.৯২
৪২ সের্জিও গার্সিয়া  স্পেন ২:১৪.৩০
৪৩ ম্যাক্সিম পোডোপ্রিগোরা  অস্ট্রিয়া ২:১৪.৪৩
৪৪ সন্দীপ সেজওয়াল  ভারত ২:১৫.২৪
৪৫ জেমস কির্টন  গ্রেট ব্রিটেন ২:১৫.২৫
৪৬ জ্যাকব জোহান স্বেনসন  আইসল্যান্ড ২:১৫.৫৮
৪৭ জিরি জেডলিস্কা  চেক প্রজাতন্ত্র ২:১৫.৭৯
৪৮ লরেন্ট কার্নল  লুক্সেমবুর্গ ২:১৫.৮৭
৪৯ রোমানোস ইয়াসোনাস অ্যালিফ্যান্টিস  গ্রিস ২:১৬.০৪
৫০ সোফিয়ানি দাইদ  আলজেরিয়া ২:১৬.১৫
৫১ সুজং সিন  দক্ষিণ কোরিয়া ২:১৬.২১
৫২ ঝংজিয়ান লাই  চীন ২:১৬.২৮
৫৩ আলেক্সি জিনোভায়েভ  রাশিয়া ২:১৬.৪০
৫৪ মার্টি অ্যালজান্ড  এস্তোনিয়া ২:১৬.৫২
৫৫ মিগুয়েল মলিনা  ফিলিপাইন ২:১৬.৯৪
৫৬ রবিন ভ্যান অ্যাগেলে  নেদারল্যান্ডস ২:১৭.১৪
৫৭ ওয়েই-ওয়েন ওয়াং  চীনা তাইপেই ২:১৭.২০
৫৮ লিওপোল্ডো হোসে আন্দারা গঞ্জালেজ  ভেনেজুয়েলা ২:১৭.৭৭
৫৯ ওমর আসলানোগ্লু  তুরস্ক ২:১৭.৯৩
৬০ সের্জিও আন্দ্রেজ ফেরেইরা  আর্জেন্টিনা ২:২০.১০
DNS ভ্যালেন্টিন প্রেদা  রোমানিয়া DNS

সেমিফাইনাল[সম্পাদনা]

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
সেমিফাইনাল ১ কুসুকে কিতাজিমা  জাপান ২:০৮.৬১ Q, OR
সেমিফাইনাল ২ মাইক ব্রাউন  কানাডা ২:০৮.৮৮ Q, OC
সেমিফাইনাল ১ স্কট স্প্যান  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৯.০৮ Q
সেমিফাইনাল ২ ব্রেন্টন রিকার্ড  অস্ট্রেলিয়া ২:০৯.৭২ Q
সেমিফাইনাল ২ ড্যানিয়েল গুয়ের্তা  হাঙ্গেরি ২:০৯.৭৩ Q
সেমিফাইনাল ২ লোরিস ফ্যাকি  ইতালি ২:০৯.৭৫ Q
সেমিফাইনাল ১ পাওলো বসিনি  ইতালি ২:০৯.৯৫ Q
সেমিফাইনাল ১ 5 হুগুয়েজ ডুবস্ক  ফ্রান্স ২:০৯.৯৭ Q
সেমিফাইনাল ২ নিল ভার্সফেল্ড  দক্ষিণ আফ্রিকা ২:১০.০৬
১০ সেমিফাইনাল ২ এরিক শান্টিউ  মার্কিন যুক্তরাষ্ট্র ২:১০.১০
১১ সেমিফাইনাল ১ অ্যান্ড্রু ব্রি  আয়ারল্যান্ড ২:১০.১৬
১২ সেমিফাইনাল ১ উইলিয়াম ডাইরিং  দক্ষিণ আফ্রিকা ২:১০.২১
১৩ সেমিফাইনাল ২ ক্রিস্টোফার গিলক্রিস্ট  গ্রেট ব্রিটেন ২:১০.২৭ NR
১৪ সেমিফাইনাল ১ ইগর বরিসিক  ইউক্রেন ২:১০.৯৯
১৫ সেমিফাইনাল ১ ভ্লাদিস্লাভ পলিয়াকভ  কাজাখস্তান ২:১১.৮৭
১৬ সেমিফাইনাল ২ গ্লেন স্নাইডার্স  নিউজিল্যান্ড ২:১২.০৭

ফাইনাল[সম্পাদনা]

ক্রম লেন নাম দেশ সময় টিকা
১ কুসুকে কিতাজিমা  জাপান ২:০৭.৬৪ ওআর
২ ব্রেন্টন রিকার্ড  অস্ট্রেলিয়া ২:০৮.৮৮ OC
৩ হুগুয়েজ ডুবস্ক  ফ্রান্স ২:০৮.৯৪
মাইক ব্রাউন  কানাডা ২:০৯.০৩
ড্যানিয়েল গুয়ের্তা  হাঙ্গেরি ২:০৯.২২
স্কট স্প্যান  মার্কিন যুক্তরাষ্ট্র ২:০৯.৭৬
লোরিস ফ্যাকি  ইতালি ২:১০.৫৭
পাওলো বসিনি  ইতালি ২:১১.৪৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lord, Craig (২০০৮-০৬-০৮)। "Kitajima Dons LZR For ২:০৭.51 WR 200m Breaststroke"। swimnews.com। ২০০৮-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-০৯