২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – লাইট হেভিওয়েট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট
মুষ্টিযুদ্ধ।

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে লাইট হেভিওয়েট প্রতিযোগিতা ছিল তৃতীয় সর্বাধিক ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ, আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা লাইট হেভিওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৮১ কিলোগ্রাম (১৭৮.৬ পাউন্ড) থেকে কম ওজনের।

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

৩২জনের রাউন্ডে সামোয়ার প্রতিযোগী ফারানি টাভুই নকআউট হয়ে জ্ঞান হারান। এজন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।[১]

পদকবিজয়ী[সম্পাদনা]

স্বর্ণ ঝ্যাং জিয়াওপিং
 চীন
রৌপ্য কেনেথ ইগান
 আয়ারল্যান্ড
ব্রোঞ্জ টোনি জেফ্রিস
 গ্রেট ব্রিটেন
ইয়ের্কেবুলান শাইনালিয়েভ
 কাজাখস্তান

সময়সূচী[সম্পাদনা]

সমস্ত সময় ‎চীন প্রমাণ সময় (ইউটিসি+৮)

তারিখ সময় রাউন্ড
৯ই আগস্ট, ২০০৮, শনিবার ১৫:৩০-১৬:৩০
১৯:০০-২০:৩০
৩২জনের রাউন্ড
১৪ই আগস্ট, ২০০৮, বৃহস্পতিবার ১৪:৩০-১৬:৩০ ১৬জনের রাউন্ড
১৯শে আগস্ট, ২০০৮, মঙ্গলবার ২১:০১-২২:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ২১:০১-২১:৩০ সেমিফাইনাল
২৪শে আগস্ট, ২০০৮, রবিবার ১৫:৫১-১৬:০৫ ফাইনাল লড়াই

ড্র[সম্পাদনা]

ফাইনাল[সম্পাদনা]

  সেমিফাইনাল ফাইনাল
                 
  টোনি জেফ্রিস (GBR)  
  কেনেথ ইগান (IRL) ১০  
      কেনেথ ইগান (IRL)
    ঝ্যাং জিয়াওপিং (CHN) ১১
  ঝ্যাং জিয়াওপিং (CHN) ৪+
  ইয়ের্কেবুলান শাইনালিয়েভ (KAZ)  

ঊর্ধাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           এলেইডার আলভারেজ (COL)  
           টোনি জেফ্রিস (GBR) +৫  
             টোনি জেফ্রিস (GBR) ১০  
             ইমরে জেলো (HUN)  
           লুইজ গঞ্জালেস (VEN)    
           ইমরে জেলো (HUN) RSCH  
             টোনি জেফ্রিস (GBR)
  আজিয়া অগাস্তামা (HAI)         কেনেথ ইগান (IRL) ১০
  ওয়াশিংটন সিলভা (BRA)       ওয়াশিংটন সিলভা (BRA)  
  বস্তির সমির (GHA) RSC       বস্তির সমির (GHA)  
  দাউদা ইজোবো (NGR)           ওয়াশিংটন সিলভা (BRA)  
  জুলিয়াস জ্যাকসন (ISV)         কেনেথ ইগান (IRL)  
  কেনেথ ইগান (IRL) ২২       কেনেথ ইগান (IRL) ১০       
  আজিজ আলি (KEN)       বাহরাম মুজাফফর (TUR)       
  বাহরাম মুজাফফর (TUR)  

নিম্নাংশ[সম্পাদনা]

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
  মুরাদ সাহরোই (TUN)  
  ঝ্যাং জিয়াওপিং (CHN)       ঝ্যাং জিয়াওপিং (CHN)  
  আর্টুর বেটেরবিয়েভ (RUS) ১৫       আর্টুর বেটেরবিয়েভ (RUS)  
  কেনেডি কাতেন্দে (SWE)         ঝ্যাং জিয়াওপিং (CHN) ১২  
  রামাদান ইয়াসের (EGY) +১০         আব্দেলহাফিদ বেঞ্চাব্লা (ALG)  
  রামাজান ম্যাগোমেডভ (BLR) ১০       রামাদান ইয়াসের (EGY)  
  দিনেশ কুমার (IND)         আব্দেলহাফিদ বেঞ্চাব্লা (ALG) ১৩  
  আব্দেলহাফিদ বেঞ্চাব্লা (ALG) RSCOS         ঝ্যাং জিয়াওপিং (CHN) ৪+
  মারিও সিভোলিয়া (CRO) RSCH         ইয়ের্কেবুলান শাইনালিয়েভ (KAZ)
  সাতুপাইটিয়া ফারানি টাভুই (SAM)         মারিও সিভোলিয়া (CRO)  
  আব্বোস আতোয়েভ (UZB)       ঝাখোন কুর্বানভ (TJK)  
  ঝাখোন কুর্বানভ (TJK) ১১         ঝাখোন কুর্বানভ (TJK) DSQ  
  মেহদি ঘোর্বানি (IRI)         ইয়ের্কেবুলান শাইনালিয়েভ (KAZ)    
  কার্লোস নেগ্রন (PUR) ১৩       কার্লোস নেগ্রন (PUR)       
  ইয়ের্কেবুলান শাইনালিয়েভ (KAZ) ১১       ইয়ের্কেবুলান শাইনালিয়েভ (KAZ)       
  দাউগির্দাস সেমিওটাস (LTU)  

পাদটীকা[সম্পাদনা]

  1. "Samoan boxer injured in knockout", Associated Press, August 9, 2008

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]