২ মার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২রা মার্চ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

২ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬১তম (অধিবর্ষে ৬২তম) দিন। বছর শেষ হতে আরো ৩০৪ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী[সম্পাদনা]

  • ০৬৮০ - মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।
  • ১৪৯৮ - ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।
  • ১৫২৫ - হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় ।
  • ১৮০১ - স্পেনপর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।
  • ১৮৯৬ - ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।
  • ১৯১৭ - পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।
  • ১৯১৯ - মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।
  • ১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।
  • ১৯৪৪ - নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।
  • ১৯৪৮ - সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।
  • ১৯৫২ - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বিহারের (বর্তমানে ঝাড়খণ্ডের সিন্ধ্রিতে সার কারখানার উদ্বোধন করেন।
  • ১৯৫৬ - মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।
  • ১৯৭১ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় গাম্বিয়া
  • ১৯৭৩ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।
  • ১৯৮৫ - আরব লীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯১ - শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত।
  • ১৯৯৫ - কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।
  • ১৯৯৭ - পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।
  • ১৯৯৯ - ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।
  • ২০০০ - ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ।
  • ২০০১ - আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।
  • ২০০৪ - ইরাকে যুদ্ধ: আল-কায়েদা ইরাকে আশুরা গণহত্যা চালায়, ১৭০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়।
  • ২০২২ - গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার সিদ্ধান্তে জাতীয় স্লোগান হল - জয় বাংলা(২ রা মার্চ ২০২২ তারিখের গেজেট প্রঞ্জাপন অনুসারে)

জন্ম[সম্পাদনা]

  • ১৭৬০ - ক্যামিল ডেস্মউলিন্স, ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।
  • ১৭৯৩ - স্যাম হাউস্টন, মার্কিন সৈনিক, রাজনীতিক, টেক্সাস প্রজাতন্ত্রের ১ম রাষ্ট্রপতি।
  • ১৮২০ - মুলতাতুলি, ডাচ লেখক।
  • ১৮৮১ - অতুলচন্দ্র ঘোষ, ভারতের স্বাধীনতা সংগ্রামী, লোকসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পুরুলিয়া জেলার বঙ্গভূক্তি আন্দোলনের মূখ্যস্থপতি। (মৃ. ১৯৬২)
  • ১৮৯৪ - প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক শৈলবালা ঘোষজায়া।(মৃ.১৯৭৪)
  • ১৮৯৫ - বাঙালি অভিনেত্রী নিভাননী দেবী।(মৃ.১৯৭৮)
  • ১৮৯৮ - মোহাম্মদ বরকত উল্লাহ, সাহিত্যিক।
  • ১৯১৯ - জেনিফার জোনস, মার্কিন অভিনেত্রী।
  • ১৯২৩ - রিচার্ড উইলিয়াম টিম, রামোন ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী ও শিক্ষাবিদ। (মৃ. ২০২০)
  • ১৯২৬ - কুমার রায়, ভারতীয় বাঙালি নট, নাট্যকার ও নাট্যনির্দেশক। (মৃ.২০১০)
  • ১৯৩১ - মিখাইল গর্বাচেভ, নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট।
  • ১৯৩৩ - আনন্দজি ভিরজি শাহ, ভারতীয় সঙ্গীত পরিচালক ও কল্যাণজি-আনন্দজির জুটি।[স্পষ্টকরণ প্রয়োজন]
  • ১৯৩৭ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট। (মৃ. ১৭/৯/২০২১)
  • ১৯৪২ - মীর হোসেইন মুসাভি, ইরানীয় স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৫৫ - শোকো আসাহরা, জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও'র প্রতিষ্ঠাতা।
  • ১৯৬২ - জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, মার্কিন গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।
  • ১৯৬৮ - ড্যানিয়েল ক্রেইগ, ইংরেজ অভিনেতা।
  • ১৯৭৭ - অ্যান্ড্রু জন স্ট্রস, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
  • ১৯৭৯ - ডেমিয়েন ডাফ, আইরিশ ফুটবল খেলোয়াড়।
  • ১৯৮২ - কেভিন কুরানয়ি, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু[সম্পাদনা]

ছুটি ও অন্যান্য[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]