হে উৎসব ঢাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হে উৎসব ঢাকা
Hay Festival Dhaka
আরম্ভ১৯ নভেম্বর ২০১৫ (2015-11-19)
সমাপ্তি২১ নভেম্বর ২০১৫ (2015-11-21)
ঘটনাস্থলবাংলা একাডেমি
অবস্থান (সমূহ)রমনা, ঢাকা
দেশবাংলাদেশ
কার্যকাল২০১১-বর্তমান
প্রবর্তিত২০১১
পৃষ্ঠপোষক(গণ)হে সাহিত্য উৎসব
ওয়েবসাইট
www.hayfestival.com

হে উৎসব ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত একটি সাহিত্য উৎসব। এটি যুক্তরাজ্যের হে ফেস্টিভাল অফ লিটারেচার অ্যান্ড আর্টসের পৃষ্ঠপোষক কর্তৃক আয়োজিত হয়ে থাকে। হে ঢাকা ২০১১ সালে পিটার ফ্লোরেন্স এবং তাহমিমা আনাম কর্তৃক ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপর থেকে প্রতি বছর এই উৎসবের আয়োজন হয়ে আসছে।[১][২]

প্রতি বছর এই উৎসব ঢাকা জেলার রমনা এলাকায় বাংলা একাডেমির ঐতিহাসিক স্থানে অনুষ্ঠিত হয়।

ইতিহাস[সম্পাদনা]

২০১১ সালে ঢাকার ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে পরীক্ষামূলকভাবে মাত্র এক দিনের জন্যে শুরু হয়েছিল হে উৎসব। লোকসমাগমের কারণে পরের বছর ২০১২ সালে থেকে এটি নিয়মিতভাবে বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজিত হয়ে আসছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hay Festival Dhaka 2012"। Hayfestival.com। ২০১৩-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৯ 
  2. "New Age | The Outspoken Daily"। Newagebd.com। ২০১২-১১-২২। ২০১৩-১১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-০৯ 
  3. শুভময় হক (নভেম্বর ২২, ২০১৩)। "ঢাকায় হে উৎসব"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ নভেম্বর ২০, ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]