হেনরি স্যামুয়েলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হেনরী স্যামুয়েলি থেকে পুনর্নির্দেশিত)
হেনরী স্যামুয়েলি
Samueli (right) and the Stanley Cup champion Ducks present President George W. Bush with a jersey
জন্ম (1954-09-20) ২০ সেপ্টেম্বর ১৯৫৪ (বয়স ৬৯)
জাতীয়তামার্কিন
শিক্ষাইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস
পরিচিতির কারণব্রডকম এর সহ-প্রতিষ্ঠাতা
owner of the Anaheim Ducks
দাম্পত্য সঙ্গীSusan Samueli
সন্তানthree

হেনরী স্যামুয়েলি ব্রডকম এর সহ-প্রতিষ্টাতা, বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তার ৭০টি প্যাটেন্ট আছে। তিনি আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর ফেলো এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর একজন সদস্য।

জীবনী[সম্পাদনা]

স্যামুয়েলি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৭৫ সালে ব্যাচেলর্স, ১৯৭৬ সালে মাস্টার্স এবং ১৯৮০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]