হেনরি আয়রিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(হেনরী আয়রিং থেকে পুনর্নির্দেশিত)
হেনরী আয়রিং
জন্ম(১৯০১-০২-২০)২০ ফেব্রুয়ারি ১৯০১
মৃত্যু২৬ ডিসেম্বর ১৯৮১(1981-12-26) (বয়স ৮০)
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনআরিজোনা বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণট্রানজিশন স্টেট থিওরি
দাম্পত্য সঙ্গীMildred Bennion
সন্তান3
পুরস্কাররসায়নে ওলফ পুরস্কার (১৯৮০)
প্রিস্টলি মেডেল (১৯৭৫)
এলিয়ট ক্রেসন মেডেল (১৯৬৯)
আর্ভিং ল্যাংমিউয়র অ্যাওয়ার্ড (১৯৬৮)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৬৬)
পিটার ডিবাই অ্যাওয়ার্ড (১৯৬৪)
Newcomb Cleveland Prize (1932)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব উটাহ
ডক্টরেট শিক্ষার্থীকিথ জেমস লেইডলার
জোসেফ ওকল্যান্ড হার্শফিল্ডার
টীকা
He is the father of Henry B. Eyring.

হেনরী আয়রিং একজন মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক রসায়নবিজ্ঞানী। তার মুখ্য অবদান ছিল রাসায়নিক বিক্রিয়া হার এবং মধ্যবর্তী যৌগসমূহে। তিনি ৬০০ এর অধিক বৈজ্ঞানিক নিবন্ধ এবং ১০টি বৈজ্ঞানিক বই রচনা করেন। তিনি ১৯৬৩ সালে আমেরিকান কেমিক্যাল সোসাইটি এবং ১৯৬৫ সালে আমেরিকান অ্যাসসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জীবনী[সম্পাদনা]

আয়রিং আরিজোনা বিশ্ববিদ্যালয় থেকে খনি প্রকৌশল, মেটালার্জি এবং রসায়নে ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯২৭সালে রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এ ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৪৬ সাল পর্যন্ত এখানেই কর্মরত ছিলেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব উটাহ এর গ্র্যাজুয়েট স্কুলের ডীন হিসেবে নিযুক্ত হন।

পুরস্কার[সম্পাদনা]