স্নে'উ-জুর-বা-য়ে-শেস-'বার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্নে'উ-জুর-বা-য়ে-শেস-'বার

স্নে'উ-জুর-বা-ইয়ে-শেস-'বার (ওয়াইলি: sne'u zur ba ye shes 'bar) (১০৪২-১১১৮) একাদশ শতাব্দীর একজন বিখ্যাত তিব্বতী সাধক ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

স্নে'উ-জুর-বা-য়ে-শেস-'বার ১০৪২ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ফান-য়ুল অঞ্চলের সা-স্কোর-থোং-পা (ওয়াইলি: sa skor thong pa) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঝাং-স্তাগ-পো (ওয়াইলি: zhang stag po)। শৈশবে তিনি ব্রাগ-র্গ্যাব (ওয়াইলি: brag rgyab) বৌদ্ধবিহারে বৌদ্ধধর্মে দীক্ষিত হন। ছাব্বিশ বছর বয়সে তিনি র্বা-স্গ্রেং বৌদ্ধবিহারে দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শানের নিকট খা-'বার-মা'ই-গ্তোর-মা (ওয়াইলি: kha 'bar ma'i gtor ma) সম্বন্ধে শিক্ষালাভ করেন। দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শানের মৃত্যুর পর তিনি পো-তো-বা-রিন-ছেন-গ্সাল-ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যালের শিষ্যত্ব গ্রহণ করেন। এই সময় তিনি একজন জ্যোতিষ ও চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তীকালে তিনি 'ফান-য়ুল অঞ্চলে স্নে'উ-জুর বৌদ্ধবিহার স্থাপন করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Gardner, Alexander (2010-09 url = http://www.treasuryoflives.org/biographies/view/Neusurpa-Yeshe-Bar/2591)। "Neuzurpa Yeshe Bar"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য);

আরো পড়ুন[সম্পাদনা]

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 267, 311-314.