স্টিভ স্মিথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিভেন স্মিথ
Steve Smith.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্টিভেন পিটার ডেভেরিউক্স স্মিথ
জন্ম (১৯৮৯-০৬-০২) ২ জুন ১৯৮৯ (বয়স ২৫)
সিডনি, অস্ট্রেলিয়া
ডাকনাম স্মিথি বয়, স্মাজ[১]
উচ্চতা ১.৭৬ মি.
ব্যাটিংয়ের ধরণ ডানহাতি
বোলিংয়ের ধরণ ডানহাতি লেগ ব্রেক
ভূমিকা অল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক (ক্যাপ ৪১৫) ১৩ জুলাই ২০১০ বনাম পাকিস্তান
শেষ টেস্ট ১৭ ডিসেম্বর ২০১৪ বনাম ভারত
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮২) ১৯ ফেব্রুয়ারি ২০১০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই ২৩ নভেম্বর ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই শার্ট নং ৪৯
ঘরোয়া দলের তথ্য
বছর দল
২০০৭-বর্তমান নিউ সাউথ ওয়েলস ব্লুজ (দল নং ১৯)
২০০৯ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
২০১০ ওরচেস্টারশায়ার
২০১১ কোচি তুস্কার্স কেরালা
২০১১-বর্তমান সিডনি সিক্সার্স
২০১২-২০১৩ পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১৩ অ্যান্টিগুয়া হক্সবিলস
২০১৪-বর্তমান রাজস্থান রয়্যালস
কর্মজীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৪ ৪৫ ৬৭ ৮৫
রানের সংখ্যা ১,৯১০ ৯২১ ৫,১৪২ ২,২৮১
ব্যাটিং গড় ৪৭.৭৫ ৩১.৭৫ ৪৯.৪৪ ৩৮.৬৬
১০০/৫০ ৬/৯ ২/৩ ১৫/২৬ ২/১৪
সর্বোচ্চ রান ১৬২* ১০৪ ১৭৭ ১০৪
বল করেছে ৯৯৬ ১০১০ ৪,৫৬১ ১,৯৫২
উইকেট ১৪ ২৭ ৫৮ ৪৬
বোলিং গড় ৫০.৯২ ৩২.৪৪ ৫৪.৭৫ ৩৭.৫৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/১৮ ৩/১৬ ৭/৬৪ ৩/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১৯/– ২৯/– ৭৮/– ৫৫/–
উত্স: ESPN Cricinfo, ২১ ডিসেম্বর ২০১৪

স্টিভেন পিটার ডেভেরিউক্স স্টিভ স্মিথ (ইংরেজি: Steven Peter Devereux "Steve" Smith; জন্ম: ২ জুন, ১৯৮৯) সিডনিতে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডার হিসেবেই অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলে খেলছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। ডানহাতে ব্যাটিং করার পাশাপাশি ডানহাতে লেগ স্পিন বোলিং করে থাকেন। ঘরোয়া ক্রিকেটে তিনি নিউ সাউথ ব্লুজ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে রাজস্থান রয়্যালস দলের হয়ে খেলছেন। এছাড়াও ব্রিটিশ বংশোদ্ভূত মাতার সন্তান[২] স্টিভ স্মিথ কেন্টের দ্বিতীয় একাদশ, নিউ সাউথ ওয়েলস, সাদারল্যান্ড ক্রিকেট ক্লাব এবং ইলাওং ম্যানাই ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

২৪ জানুয়ারি, ২০০৮ তারিখে নিউ সাউথ ওয়েলসের পক্ষে তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ঐ খেলায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত একমাত্র ইনিংসে ৩৩ রান করেছিলেন।[৩]

২০০৮ সালের কেএফসি ২০/২০ প্রতিযোগিতায় তিনি সর্বাধিক উইকেট লাভকারী বোলার ছিলেন। কুইন্সল্যান্ডের বিপক্ষে ৪/১৫-সহ সর্বমোট ৫ খেলার চারটিতে অংশগ্রহণ করে ৯ উইকেট লাভ করেন তিনি।[৪] তিনি প্রতিযোগিতার দ্বিতীয় সেরা খেলোয়াড় ছিলেন।[৫]

২০০৯ সালের টুয়েন্টি২০ চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ী নিউ সাউথ ওয়েলস দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

২০১০ সালে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পান। স্পিনার নাথান হারিৎজের অনুপস্থিতিজনিত কারণেই তাকে ডাকা হয়। কিন্তু বক্সিং ডে টেস্টের পূর্বক্ষণে হারিৎজ সুস্থ হয়ে ফিরে আসলে তাকে হতাশ হতে হয়।[৬] ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ২০১৩ সালের অ্যাশেজ সিরিজের শেষ ও ৫ম টেস্টের প্রথম ইনিংসে তিনি অভিষেক টেস্ট সেঞ্চুরি করেন। তন্মধ্যে অন্যতম বিষয় ছিল জোনাথন ট্রটের বলে ৬ষ্ঠ অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটার হিসেবে বিশাল ছক্কা হাঁকিয়ে শতকের ঘরে পৌঁছান।

অধিনায়কত্ব[সম্পাদনা]

ডিসেম্বর, ২০১৪ সালে দলে স্থায়ীভাবে সহঃ অধিনায়ক মনোনীত হন। ২০১৪-১৫ মৌসুমে সফরকারী ভারতের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অধিনায়ক মাইকেল ক্লার্কের আহত হওয়া ও এ প্রেক্ষিতে সিরিজ থেকে বাদ পড়ার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।[৭] এছাড়াও তিনি ক্লার্কের ফিল্ডিং অবস্থান স্লিপে দাঁড়ান।

১৮ জানুয়ারি, ২০১৫ তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কার্লটন মিড ত্রি-দেশীয় সিরিজের ২য় খেলায় ধীরগতিতে ওভার করার ফলে নিয়মিত অস্ট্রেলীয় অধিনায়ক জর্জ বেইলিকে ম্যাচ ফি'র ২০% জরিমানাসহ এক খেলার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়।[৮] এরফলে হোবার্টে অনুষ্ঠিত সিরিজের ৪র্থ খেলায় স্টিভ স্মিথ দলের অধিনায়কত্ব করেন।[৯]

আন্তর্জাতিক শতকসমূহ[সম্পাদনা]

  • কলামের রান, * চিহ্ন দ্বারা অপরাজিত' বোঝান হয়েছে
  • কলামের শিরোনাম ম্যাচ কর্মজীবনের ম্যাচ সংখ্যা উল্লেখ করা হয়েছে

টেস্ট শতকসমূহ[সম্পাদনা]

স্টিভ স্মিথের টেস্ট শতকসমূহ
# রান ম্যাচ প্রতিপক্ষ শহর/দেশ মাঠ বছর ফলাফল
১৩৮* ১২  ইংল্যান্ড যুক্তরাজ্য লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য দি ওভাল ২০১৩ ড্র
১১১ ১৫  ইংল্যান্ড অস্ট্রেলিয়া পার্থ, অস্ট্রেলিয়া ওয়াকা গ্রাউন্ড ২০১৩ বিজয়ী
১১৫ ১৭  ইংল্যান্ড অস্ট্রেলিয়া সিডনি, অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২০১৪ বিজয়ী
১০০ ১৮  দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ান, দক্ষিণ আফ্রিকা সুপারস্পোর্ট পার্ক ২০১৪ বিজয়ী
১৬২* ২৩  ভারত অস্ট্রেলিয়া এডিলেড, অস্ট্রেলিয়া এডিলেড ওভাল ২০১৪ বিজয়ী
১৩৩ ২৪  ভারত অস্ট্রেলিয়া ব্রিসবেন, অস্ট্রেলিয়া গাব্বা ২০১৪ বিজয়ী
১৯২ ২৫  ভারত অস্ট্রেলিয়া মেলবোর্ন, অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২০১৪ ড্র
১১৭ ২৬  ভারত অস্ট্রেলিয়া সিডনি, অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২০১৫ ড্র

একদিনের আন্তর্জাতিক শতকসমূহ[সম্পাদনা]

স্টিভ স্মিথের একদিনের আন্তর্জাতিক শতকসমূহ
# রান ম্যাচ প্রতিপক্ষ শহর/দেশ মাঠ বছর ফলাফল
' ১০১  পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত শারজাহ, সংযুক্ত আরব আমিরাত শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম ২০১৪ বিজয়ী
১০৪  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া মেলবোর্ন, অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ২০১৪ বিজয়ী
১০২* ৪৮  ইংল্যান্ড অস্ট্রেলিয়া হোবার্ট, অস্ট্রেলিয়া বেলেরিভ ওভাল ২০১৫ বিজয়ী
১০৫ ৫৭  ভারত অস্ট্রেলিয়া সিডনি, অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ড ২০১৫ বিজয়ী

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]