সুরাকা বিন মালিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুরাকা ইবনে মালিক ছিলেন নবী মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবী। তিনি কুরাইশ গোত্রের লোক ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি মক্কা থেকে মদীনা হিজরতের পথে নবী মুহাম্মদ ও তার সঙ্গী আবু বকরের পিছু নিয়েছিলেন।

নবী মুহাম্মদের পশ্চাদ্ধাবন: অলৌকিক ইঙ্গিত ও প্রতিশ্রুতি-প্রাপ্তি[সম্পাদনা]

মক্কা থেকে মদীনা হিজরতের সময় নবী মুহাম্মদ ও তাঁর সঙ্গী আবু বকরকে পশ্চাদ্ধাবন করতে করতে সাওর পর্বতের গুহা পর্যন্ত গিয়ে যখন তাদের না ফিরে আসেন, তখন আবু জেহেল ঘোষণা দেন, যে মুহাম্মদকে এনে দিতে পারবে তাকে ১০০০ মাদী উট পুরস্কার দেবেন|[১] এটা শুনে সুরাকা তাদের খোজে ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েন এবং তাঁদেরকে একসময় পেয়ে যান| কিন্তু তার ঘোড়া সেখানে কয়েকবার হোচট খেয়ে পড়ে যায় ভূমিতে ঘোড়ার পদচিহ্ন থেকে কুন্ডলি পাকিয়ে ধোয়া বের হতে থাকে| এই অলৌকিক ঘটনাকে সে মুহাম্মদের নবীসুলভ নিরাপত্তা লাভকারী নিদর্শন হিসেবে বিশ্বাস করতে বাধ্য হয়| সে নবীর কাছে গিয়ে তাকে বিশ্বাসের কথা জানায়| মুহাম্মদ তাকে পারস্যের তৎকালীন রাজা খসরুর হাতের পরিধেয় স্বর্ণের বালা পড়ানোর প্রতিশ্রুতি দিলে সুরাকা খুব খুশি হন| ফিরে যাবার পথে তিনি বেশ কয়েকজন মুহাম্মদের অনুসন্ধানকারী ঘোড়াসওয়ারীকে ফিরিয়ে দেন এই বলে যে, তিনি এই পথে ঘুরে এসেছেন এবং কাউকে দেখতে পান নি| ফিরে এসে তিনি এই ঘটনা আর কাওকে জানান নি, একমাত্র আবু জাহাল ছাড়া, এবং এই ঘটনা শুনে আবু জাহেল তাকে খুব তিরস্কার করেন|

মুহাম্মদের মৃত্যু[সম্পাদনা]

মুহাম্মদের মৃত্যুর পর সুরাকা অত্যন্ত ব্যথিত ও আশাহত হয়ে পড়েন এই ভেবে যে নবী মুহাম্মদের দেওয়া বহু আকাঙ্খিত পারস্যের খসরুর বালা পরিধানের প্রতিশ্রুতি পূর্ণ না করেই মুহাম্মদ ইহধাম ত্যাগ করলেন এবং আশঙ্কা করলেন উক্ত প্রতিশ্রুতি আর কখনোই পূরণ হবে না|

ওমরের খিলাফতকালে নবী মুহাম্মদের প্রতিশ্রুতির সত্যতা[সম্পাদনা]

বহুদিন পর অবশেষে দ্বিতীয় খলিফা ওমরের খিলাফতকালে পারস্য বিজিত হয়| খলিফা ওমর যুদ্ধলব্ধ সম্পদসমূহের মাঝে রাজা খসরুর পোশাক দেখতে পেয়ে সুরাকাকে ডেকে পাঠান তাকে রাজা খসরুর বালা পরিধান করিয়ে নবী মুহাম্মদের প্রতিশ্রুতিকে পূর্ণতা দান করার জন্য| অবশেষে দীর্ঘ আকাঙ্খিত প্রতিশ্রুত সম্মাননা পেয়ে সুরাকা ঈশ্বরভক্তি ও নবীর স্বরণে অশ্রুসিক্ত এবং আবেগাপ্লুত[২] হয়ে পড়েন|

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. সীরাতে ইবনে হিশাম
  2. "islamicvoice.com : Suraka ibn Malik"। ১৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]